ব্যারাকপুর, 2 জুন: সপ্তম দফার ভোট মিটতে না মিটতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ফিরল 'সন্ত্রাস' । ব্যারাকপুরের ভাটপাড়া ও নৈহাটির পৃথক দুটি জায়গায় বোমা ফাটল রাতের অন্ধকারে । প্রথম ঘটনাটি ঘটে ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্টের বাড়ির পাশে । দ্বিতীয় ঘটনাটি ঘটেছে নৈহাটিতে তৃণমূলের দলীয় কার্যালয়ের ঠিক সামনে । পরপর দুটি জায়গায় বোমাবাজির কারণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । দুটি ঘটনার সঙ্গে কাদের যোগ রয়েছে, তা এখনও স্পষ্ট না হলেও এ নিয়ে কিন্তু রাজনীতি শুরু হয়েছে যথারীতি । তৃণমূল ও বিজেপি উভয়ই এই ঘটনায় একে অপরকে দোষারোপ করেছে ।
ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের মুখ্য নির্বাচনী এজেন্ট হয়েছেন তাঁর ঘনিষ্ঠ নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে । শনিবার মধ্য রাতে প্রিয়াঙ্কুর বাড়ির পাশের মাঠে কেউ বা কারা বোমাবাজি করে বলে অভিযোগ । সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে বোমা পড়ার সেই ছবি । ঘটনায় বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে । অভিযোগ, ভোট শেষ হতেই এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে শাসকদল ।
আরও পড়ুন: ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ! তৃণমূলকে হুঁশিয়ারি অর্জুনের
এই প্রসঙ্গে প্রিয়াঙ্কু বলেন, "রাতে আমরা ভোটগণনার কাজ করছিলাম । হঠাৎ ফোন আসে যে, আমার বাড়ির পাশে কেউ বাইকে করে এসে বোমা ফেলে চলে গিয়েছে । সঙ্গে সঙ্গে থানায় ফোন করে বিষয়টি জানাই । এসে দেখি মাঠে বোমা পড়ে আছে । পুলিশ সিসিটিভি ফুটেজ দেখেছে ।" তাঁর সংযোজন,"বাংলার সংস্কৃতি এখন এটাই হয়ে গিয়েছে । বোমা,গুলি ছাড়া কিছু চলছে না । ভাবছে, এ সব করে আমাদের ভয় দেখাবে । আমি ভয় পাওয়ার লোক নই । তাই এসব করে লাভ হবে না । আসলে বুথ ফেরত সমীক্ষা দেখে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে । তাই এ সব করছে । এলাকায় যত্রতত্র বোমা ও গুলি মজুত রয়েছে । প্রশাসন দেখেও কিছু করছে না ।"
এই ঘটনার মধ্যেই শনিবার রাতে উত্তেজনা ছড়ায় নৈহাটিতে । সেখানে সাত নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমা পড়ে বলে জানা যায় । সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে । তাতে দেখা যাচ্ছে রাতের নিস্তব্ধ রাস্তায় বোমা ফাটছে । ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা রাস্তা । এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল । ওই ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার বলেন, "ভোট শেষ হতে না হতেই ওরা 2019 সালের কথা মনে করাতে চাইছে । সবাইকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিতে চাইছে । আমরা ঘরে ঢোকার লোক নই । আমরা ময়দানে নেমে পার্থ ভৌমিকের সঙ্গে গুণ্ডাদমন করব । পুলিশ এসেছে । ফুটেজ দেওয়া হয়েছে তাঁদের । বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছে ।"
এ দিকে ভাটপাড়া ও নৈহাটিতে বোমাবাজির ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কাউকেই এই ঘটনায় গ্রেফতার করতে পারেনি পুলিশ ।
আরও পড়ুন: খুনের 'হুমকি' ফোন ! অভিযুক্তের ছবি-তথ্য প্রকাশ্যে আনলেন অর্জুন, নিশানা মমতাকে