ETV Bharat / state

রেজিনগরে বোমা বিস্ফোরণ! উদ্ধার 24টি তাজা বোমা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Bomb blast in Rejinagar: বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রেজিনগর থানার নাজিরপুরে। বিস্ফোরণের তীব্রতায় আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন এলাকার লোকজন। উদ্ধার হয়েছে 24টি তাজা বোমা ৷

Bomb blast in Rejinagar
রেজিনগরে বোমা বিস্ফোরণ, উদ্ধার 24 তাজা বোমা
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 3:56 PM IST

মুর্শিদাবাদ, 28 এপ্রিল: সন্দেশখালিতে বোমা উদ্ধার আর হাসনাবাদবাদে বোমা বিস্ফোরণের পর এবার রেজিনগর ৷ রামনবমীর পর মুর্শিদাবাদে ভোটের আগে ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ৷ লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ!

বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রেজিনগর থানার নাজিরপুরে। বিস্ফোরণের তীব্রতায় আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। রবিবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনার খবর পাওয়ায় প্রায় চার ঘন্টা পর এলাকায় আসে পুলিশ। বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যান তদন্তকারীরা। তদন্তে নেমে পুলিশ নাজিরপুর থেকে কিছুটা দূরে শেখালিপুর থেকে 24টি তাজা বোমাও উদ্ধার করেছে বলে জানা গিয়েছে ৷ খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অতিরিক্ত গরমের কারণে মজুত রাখা বোমাগুলি ফেটে গিয়েছে।

নির্বাচন ঘোষণা হতেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় উত্তেজনা দানা বেঁধেছে। শনিবার ভরতপুর থানার সরডাঙা বিন্দারপুরে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে জখম হন মোট 10 জন। এদিন রেজিনগর থানার নাজিরপোর পশ্চিম পাড়ার একটি বাড়ির পাশে আবর্জনার স্তুপে ভোর চারটা নাগাদ বোমা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল সমর্থক লতিব শেখের ভাইপো ফরিক শেখের বাড়ির পাশে বিস্ফোরণটি ঘটে। ঘটনার পর থেকে পলাতক লতিব শেখ ও ফরিক শেখ। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

ভোরে বিস্ফোরণে এলাকার মানুষ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামের মানুষ। বোমা বিস্ফোরণের ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরবর্তীতে এলাকার মানুষ থানায় ফোন করে অভিযোগ জানায়। বিস্ফোরণের বেশ কিছুক্ষণ পরে রেজিনগর থানার পুলিশ আসে। নাজিরপুরে তদন্ত শুরু হয়েছে। এরপর স্থানীয় সূত্রে খবর পেয়ে পাশের গ্রামে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে 24টি তাজা বোমা উদ্ধার করে।

আরও পড়ুন

ভোটের আগে ধাক্কা! দিল্লি কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন লাভলি

উত্তপ্ত কলকাতা ! বাগুইআটিতে খুন তৃণমূল কর্মী, কসবায় মাথা ফাটল বিজেপি নেত্রীর

মুর্শিদাবাদ, 28 এপ্রিল: সন্দেশখালিতে বোমা উদ্ধার আর হাসনাবাদবাদে বোমা বিস্ফোরণের পর এবার রেজিনগর ৷ রামনবমীর পর মুর্শিদাবাদে ভোটের আগে ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ৷ লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ!

বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রেজিনগর থানার নাজিরপুরে। বিস্ফোরণের তীব্রতায় আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। রবিবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনার খবর পাওয়ায় প্রায় চার ঘন্টা পর এলাকায় আসে পুলিশ। বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যান তদন্তকারীরা। তদন্তে নেমে পুলিশ নাজিরপুর থেকে কিছুটা দূরে শেখালিপুর থেকে 24টি তাজা বোমাও উদ্ধার করেছে বলে জানা গিয়েছে ৷ খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অতিরিক্ত গরমের কারণে মজুত রাখা বোমাগুলি ফেটে গিয়েছে।

নির্বাচন ঘোষণা হতেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় উত্তেজনা দানা বেঁধেছে। শনিবার ভরতপুর থানার সরডাঙা বিন্দারপুরে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে জখম হন মোট 10 জন। এদিন রেজিনগর থানার নাজিরপোর পশ্চিম পাড়ার একটি বাড়ির পাশে আবর্জনার স্তুপে ভোর চারটা নাগাদ বোমা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল সমর্থক লতিব শেখের ভাইপো ফরিক শেখের বাড়ির পাশে বিস্ফোরণটি ঘটে। ঘটনার পর থেকে পলাতক লতিব শেখ ও ফরিক শেখ। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

ভোরে বিস্ফোরণে এলাকার মানুষ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামের মানুষ। বোমা বিস্ফোরণের ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরবর্তীতে এলাকার মানুষ থানায় ফোন করে অভিযোগ জানায়। বিস্ফোরণের বেশ কিছুক্ষণ পরে রেজিনগর থানার পুলিশ আসে। নাজিরপুরে তদন্ত শুরু হয়েছে। এরপর স্থানীয় সূত্রে খবর পেয়ে পাশের গ্রামে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে 24টি তাজা বোমা উদ্ধার করে।

আরও পড়ুন

ভোটের আগে ধাক্কা! দিল্লি কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন লাভলি

উত্তপ্ত কলকাতা ! বাগুইআটিতে খুন তৃণমূল কর্মী, কসবায় মাথা ফাটল বিজেপি নেত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.