আসানসোল, 4 মার্চ: রেল হকারের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো আসানসোলে ৷ সোমবার সকালে রেল স্টেশনের 7 নম্বর প্লাটফর্মের পাশে একটি জঙ্গলে মাথা থ্যাঁতলানো অবস্থায় ওই হকারকে পরে থাকতে দেখেন স্থানীয়রা ৷ অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রেল হকারের নাম মহম্মদ সোনু আনসারি(32)। তাঁর দেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বড় পাথরও । অনুমান করা হচ্ছে, পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে ওই রেল হকারকে ।
জানা গিয়েছে, আসানসোল উত্তর থানার পুরোনো স্টেশন এলাকার বাসিন্দা মহম্মদ সোনু রেলে পানীয় জলের হকারি করতেন । প্রতিদিনের মতো তিনি রবিবার সকালেও রেলে হকারি করতে বেরিয়েছিলেন । কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি । বাড়ির লোকেরা আশেপাশে এলাকায় খোঁজখবর করেও তাঁর খোঁজ পাননি । সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় আসানসোল স্টেশনের 7 নম্বর প্লাটফর্মের পাশে একটি জঙ্গলে কাছে পড়ে রয়েছে মহম্মদ সোনুর দেহ। তাঁর মাথা থেঁতলানো অবস্থায় ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে । দেহের পাশে পড়ে থাকা পাথরে রক্ত লেগেছিল । ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ । পুলিশ দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পুলিশ এই ঘটনার তদন্তও শুরু করেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন রেল হকারির পর রাতে সাত নম্বর প্লাটফর্মের পাশে একটি মাঠে বসে বন্ধুদের সঙ্গে নেশা করতেন মহম্মদ সোনু । সেই নেশা করার সময় হয়তো কোনও বচসার জেরে বন্ধুরা তাঁকে পাথর দিয়ে থেঁতলে খুন করেছে । আসানসোল উত্তর থানার পুলিশ জানিয়েছে, সবদিক বিচার করেই তদন্ত শুরু হয়েছে । এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি । কীভাবে সোনুর মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে ।
আরও পড়ুন: