ETV Bharat / state

চারদিন নিখোঁজ থাকার পর ক্যানেলে উদ্ধার যুবকের দেহ, খুনের অভিযোগ পরিবারের - Dead Body Recovered - DEAD BODY RECOVERED

Dead Body Recovered: গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন বছর ছাব্বিশের এক যুবক ৷ শনিবার তাঁর দেহ উদ্ধার হয় এক ক্যানেল থেকে ৷ পরিবারের সদস্যদের সঙ্গে এলাকার মানুষজনেরও দাবি, মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ ধারালো অস্ত্রের আঘাত রয়েছে গলাতেও ৷

Dead Body of Missing Recovered
Dead Body of Missing Recovered
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 5:58 PM IST

ক্যানেলে উদ্ধার যুবকের দেহ

মালদা, 23 মার্চ: চারদিন আগে বাবার সঙ্গে হাট থেকে ঘরে ফিরেছিলেন ৷ এরপর বাবার থেকে 50 টাকা নিয়ে ঘর থেকে ফের বেরিয়েছিলেন ছেলে ৷ বাজার থেকে বাবা তাড়াতাড়ি ফিরতে বললেও এরপর (মঙ্গলবার) থেকেই ছেলের আর দেখা মিলছিল না ৷ তিনি কোথায়, কেউ জানতে পারেননি ৷ অবশেষে শনিবার সেই ছেলের দেহ ভেসে উঠেছে স্থানীয় একটি ক্যানালে ৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মালদা মেডিক্যালে ৷

এই ঘটনায় মৃতের পরিবারের তরফে ফাঁড়িতে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷ মৃত যুবকের নাম শ্যাম সাহা ৷ বয়স 26 বছর ৷ বাড়ি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কড়িয়ালি গ্রামে ৷ শনিবার গ্রামেরই একটি মদের ভাটির পাশের ক্যানালে তাঁর দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা ৷ পরিবারের সদস্যদের সঙ্গে এলাকার মানুষজনেরও দাবি, মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ ধারালো অস্ত্রের আঘাত রয়েছে গলাতেও ৷ সবারই অনুমান, একাধিক ব্যক্তি শ্যামকে খুন করে ক্যানালের জলে ফেলে দিয়েছে ৷

মৃতের বাবা বৃদ্ধ মধু সাহা পেশায় হাট ব্যবসায়ী ৷ ব্যবসায় তাঁকে সাহায্য করার জন্য ছোট ছেলেকে হাটে নিয়ে যেতেন ৷ গত মঙ্গলবারও ছেলেকে নিয়ে হাটে গিয়েছিলেন তিনি ৷ তিনি বলেন, "মঙ্গলবার হাট করে রাত ন'টায় বাড়ি ফিরেছিলাম ৷ ছোট ছেলেও আমার সঙ্গে হাটে গিয়েছিল ৷ হাট থেকে ফিরে ও আমার কাছ থেকে 50 টাকা নিয়ে বাজার চলে যায় ৷ আমি ওকে তাড়াতাড়ি ঘরে ফিরে আসতে বলি ৷ এটাই ওর সঙ্গে শেষ কথা ৷ চারদিন পর আজ, শনিবার সকালে গ্রামের নদীতে ওর দেহ ভেসে উঠেছে ৷"

শ্যামের দিদি আশা সাহা বলেন, "ওর মাথায় মারা হয়েছে, গলা কাটা হয়েছে, পায়ের চটিটা গাছের ডালে আটকে দেওয়া হয়েছে ৷ আমাদের সন্দেহ, 4-5 জন মিলে ওকে খুন করে দেহ নদীতে ফেলে দিয়েছে ৷ কারও সঙ্গে ওর শত্রুতা ছিল না ৷ পুলিশের কাছে আমাদের আবেদন কে বা কারা আমার ভাইকে এভাবে খুন করেছে, তা তদন্ত করে বের করা হোক ৷" হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট না-আসলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয় ৷

আরও পড়ুন:

  1. নিউটাউনের খালে লাল ট্রলিব্যাগের ভেতরে প্রৌঢ়ের দেহ, তদন্তে পুলিশ
  2. ধ্বংসস্তূপ থেকে মিলল শেরুর দেহ, গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে 11
  3. গৃহকর্ত্রীর বাড়ি থেকে উদ্ধার নাবালিকা পরিচারিকার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ

ক্যানেলে উদ্ধার যুবকের দেহ

মালদা, 23 মার্চ: চারদিন আগে বাবার সঙ্গে হাট থেকে ঘরে ফিরেছিলেন ৷ এরপর বাবার থেকে 50 টাকা নিয়ে ঘর থেকে ফের বেরিয়েছিলেন ছেলে ৷ বাজার থেকে বাবা তাড়াতাড়ি ফিরতে বললেও এরপর (মঙ্গলবার) থেকেই ছেলের আর দেখা মিলছিল না ৷ তিনি কোথায়, কেউ জানতে পারেননি ৷ অবশেষে শনিবার সেই ছেলের দেহ ভেসে উঠেছে স্থানীয় একটি ক্যানালে ৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মালদা মেডিক্যালে ৷

এই ঘটনায় মৃতের পরিবারের তরফে ফাঁড়িতে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷ মৃত যুবকের নাম শ্যাম সাহা ৷ বয়স 26 বছর ৷ বাড়ি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কড়িয়ালি গ্রামে ৷ শনিবার গ্রামেরই একটি মদের ভাটির পাশের ক্যানালে তাঁর দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা ৷ পরিবারের সদস্যদের সঙ্গে এলাকার মানুষজনেরও দাবি, মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ ধারালো অস্ত্রের আঘাত রয়েছে গলাতেও ৷ সবারই অনুমান, একাধিক ব্যক্তি শ্যামকে খুন করে ক্যানালের জলে ফেলে দিয়েছে ৷

মৃতের বাবা বৃদ্ধ মধু সাহা পেশায় হাট ব্যবসায়ী ৷ ব্যবসায় তাঁকে সাহায্য করার জন্য ছোট ছেলেকে হাটে নিয়ে যেতেন ৷ গত মঙ্গলবারও ছেলেকে নিয়ে হাটে গিয়েছিলেন তিনি ৷ তিনি বলেন, "মঙ্গলবার হাট করে রাত ন'টায় বাড়ি ফিরেছিলাম ৷ ছোট ছেলেও আমার সঙ্গে হাটে গিয়েছিল ৷ হাট থেকে ফিরে ও আমার কাছ থেকে 50 টাকা নিয়ে বাজার চলে যায় ৷ আমি ওকে তাড়াতাড়ি ঘরে ফিরে আসতে বলি ৷ এটাই ওর সঙ্গে শেষ কথা ৷ চারদিন পর আজ, শনিবার সকালে গ্রামের নদীতে ওর দেহ ভেসে উঠেছে ৷"

শ্যামের দিদি আশা সাহা বলেন, "ওর মাথায় মারা হয়েছে, গলা কাটা হয়েছে, পায়ের চটিটা গাছের ডালে আটকে দেওয়া হয়েছে ৷ আমাদের সন্দেহ, 4-5 জন মিলে ওকে খুন করে দেহ নদীতে ফেলে দিয়েছে ৷ কারও সঙ্গে ওর শত্রুতা ছিল না ৷ পুলিশের কাছে আমাদের আবেদন কে বা কারা আমার ভাইকে এভাবে খুন করেছে, তা তদন্ত করে বের করা হোক ৷" হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট না-আসলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয় ৷

আরও পড়ুন:

  1. নিউটাউনের খালে লাল ট্রলিব্যাগের ভেতরে প্রৌঢ়ের দেহ, তদন্তে পুলিশ
  2. ধ্বংসস্তূপ থেকে মিলল শেরুর দেহ, গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে 11
  3. গৃহকর্ত্রীর বাড়ি থেকে উদ্ধার নাবালিকা পরিচারিকার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.