ETV Bharat / state

তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান, পরে ভুলেও গেলেন ব্লক সভাপতি! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TMC Kolkata North: এক নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান তৃণমূল ব্লক সভাপতির ৷ নির্বাচনের দিকে মাইকিং করে ভোট দিতে বললেন তিনি ৷ যদিও পরে বেমালুম ভুলেও গেলেন ৷

TMC Kolkata North
তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান (নিজস্ব ভিডিয়ো)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 1:25 PM IST

কলকাতা, 1 জুন: এ যেন সুকুমার রায়ের 'হ য় ব র ল' গল্পের ছিল রুমাল হয়ে গেল বিড়ালের মতো ! অথবা সম্প্রতি হিন্দি সিনেমা 'গজনি'র গল্পের মতো ৷ যেখানে ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত ছিলেন সিনেমার নায়ক ৷ এবার লোকসভা ভোটের দিনও দেখা গেল তেমনই এক চরিত্র ৷ গল্পের মতোই বেমালুম কয়েক মিনিট আগের কথা ভুলে গেলেন তৃণমূল নেতা ৷ কিছু পরে মনে পড়লেও পালটা অযুহাত দিতেও দেখা গেল তৃণমূলের ব্লক সভাপতিকে ৷

তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান (নিজস্ব ভিডিয়ো)

সপ্তম তথা শেষ দফার ভোট চলাকালীন পাইকপাড়ার কাছাকাছি দুই নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতি সুজন বসুকে দেখা গেল রীতিমতো মাইক নিয়ে ইভিএম মেশিনে এক নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার প্রচার চালাতে দেখা যায়। পরে অবশ্য তা বেমালুম ভুলেও গেলেন ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এমন কিছুই তিনি বলেননি ! এই নিয়ে এবার নির্বাচন কমিশের পক্ষ থেকে রিপোর্টও তলব করা হয়েছে ৷

পরে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তিনি নির্বাচনের আগে প্রচার করেছেন। এদিন কোনওরকম প্রচার তিনি করেননি ৷ পালটা আজকের খবরের কাগজ দেখিয়ে তৃণমূল নেতা জানান, ভোটের প্রচারই তিনি করেননি ৷ ভোটের প্রচার নরেন্দ্র মোদি করেছেন ৷ কারণ, হিসাবে পেপারের সামনের পাতা জুড়ে রয়েছে বিজেপির একটি বিজ্ঞাপন ৷ যেখানে বড় বড় করে দেওয়া রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।

তিনি আরও জানান, আজকে যে তিনি নির্বাচনী প্রচার করেছেন সেটা তার ঠিক মনে পড়ছে না। তিনি আরও জানান, তিনি আজকে যে প্রচারটি দেখা যাচ্ছে সেটা আগের ভিডিয়ো। ঘটনায় জেলা প্রশাসনের রিপোর্ট তলব করেছে কমিশন ৷ একই সঙ্গে, সেই ব্যক্তিকে এলাকা থেকে বের করে দেওয়ারও নির্দেশ দিয়েছএ কমিশন ৷

কলকাতা, 1 জুন: এ যেন সুকুমার রায়ের 'হ য় ব র ল' গল্পের ছিল রুমাল হয়ে গেল বিড়ালের মতো ! অথবা সম্প্রতি হিন্দি সিনেমা 'গজনি'র গল্পের মতো ৷ যেখানে ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত ছিলেন সিনেমার নায়ক ৷ এবার লোকসভা ভোটের দিনও দেখা গেল তেমনই এক চরিত্র ৷ গল্পের মতোই বেমালুম কয়েক মিনিট আগের কথা ভুলে গেলেন তৃণমূল নেতা ৷ কিছু পরে মনে পড়লেও পালটা অযুহাত দিতেও দেখা গেল তৃণমূলের ব্লক সভাপতিকে ৷

তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান (নিজস্ব ভিডিয়ো)

সপ্তম তথা শেষ দফার ভোট চলাকালীন পাইকপাড়ার কাছাকাছি দুই নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতি সুজন বসুকে দেখা গেল রীতিমতো মাইক নিয়ে ইভিএম মেশিনে এক নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার প্রচার চালাতে দেখা যায়। পরে অবশ্য তা বেমালুম ভুলেও গেলেন ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এমন কিছুই তিনি বলেননি ! এই নিয়ে এবার নির্বাচন কমিশের পক্ষ থেকে রিপোর্টও তলব করা হয়েছে ৷

পরে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তিনি নির্বাচনের আগে প্রচার করেছেন। এদিন কোনওরকম প্রচার তিনি করেননি ৷ পালটা আজকের খবরের কাগজ দেখিয়ে তৃণমূল নেতা জানান, ভোটের প্রচারই তিনি করেননি ৷ ভোটের প্রচার নরেন্দ্র মোদি করেছেন ৷ কারণ, হিসাবে পেপারের সামনের পাতা জুড়ে রয়েছে বিজেপির একটি বিজ্ঞাপন ৷ যেখানে বড় বড় করে দেওয়া রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি।

তিনি আরও জানান, আজকে যে তিনি নির্বাচনী প্রচার করেছেন সেটা তার ঠিক মনে পড়ছে না। তিনি আরও জানান, তিনি আজকে যে প্রচারটি দেখা যাচ্ছে সেটা আগের ভিডিয়ো। ঘটনায় জেলা প্রশাসনের রিপোর্ট তলব করেছে কমিশন ৷ একই সঙ্গে, সেই ব্যক্তিকে এলাকা থেকে বের করে দেওয়ারও নির্দেশ দিয়েছএ কমিশন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.