কাঁথি, 31 অগস্ট: বিডিওকে ঘেরাও করে তাঁর কার্যালয় থেকে বের করে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি ৷ বিক্ষোভ দেখাতে গিয়ে প্রশাসনের উপরে চড়াও হওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷ এর ফলে বিজেপির এক কর্মী ও কাঁথির এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে আটক করে পুলিশ ৷
কাঁথি এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা 24 ৷ তার মধ্যে তৃণমূল পেয়েছে 9টি আসন। বিজেপির দখলে আছে 15টি আসন ৷ পঞ্চায়েত সমিতি গঠন করে বিজেপি ৷ বিরোধী আসনে বসে তৃণমূল ৷ বিরোধী দলনেতা-সহ তৃণমূলের অন্য সদস্যরা এক নম্বর পঞ্চায়েত সমিতির বিডিওর কাছে দীর্ঘদিন দাবি করছিলেন, তাঁদের বসার জন্য একটি ঘর দেওয়া হোক ৷
সেই মর্মে বিডিও তাঁদের বসার জন্য একটি ঘর বরাদ্দ করেন ৷ এরপর বিজেপি কর্মাধ্যক্ষদের সঙ্গে বিডিও-র বচসা ও উত্তেজনা শুরু হয় ৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে কাঁথি থানার পুলিশ ৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে বিজেপির কর্মী-সমর্থকরা বিডিও এবং পুলিশ প্রশাসনের উপরে চড়াও হন বলে অভিযোগ ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ব়্যাফ ৷
এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির একজন কর্মাধ্যক্ষ এবং একজন কর্যকার্তাকে আটক করেছে পুলিশ ৷ খবর পেয়ে ছুটে আছেন এলাকার বিজেপির বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী, তৃণমূলের প্রাক্তন সাংসদ বর্তমান বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী সহ অন্যরা ৷ তারপর বিজেপি-কর্মী সমর্থকরা বিডিও অফিস ঘেরাও করে ধরনায় বসেন ৷ যদিও এ বিষয়ে বিডিও অমিতাভ বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল বলেন, "দীর্ঘদিন ধরে আমরা বিডিও সাহেবের কাছে একটি বসার জায়গা দেওয়ার দাবি করে আসছিলাম ৷ সেই মর্মে বিডিও সাহেব আমাদের বসার জন্য একটি ছোট্ট ঘরের ব্যবস্থা করে দেন ৷ তারপর বিডিওকে ঘিরে বিজেপির কর্মাধ্যক্ষরা উত্তেজনা সৃষ্টি করেন ৷ এমনকী বিডিও-র ঘরে তালা লাগিয়ে দেয় ৷ তারপর পুলিশ এসে তাঁদের দু'জনকে ধরে নিয়ে যায় ৷ তাঁরা অনেক দুর্নীতি করছে ৷" এই বিষয়ে এলাকার সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন, "আজ কর্মাধ্যক্ষ বিডিওর কোনও কাজে প্রতিবাদ করছিলেন, কিন্তু শান্তিপূর্ণভাবে ৷ ঘটনা শুনে কাঁথি থানার পুলিশ এসে আমাদের এক কর্মাধ্যক্ষকে টানতে টানতে নিয়ে গিয়েছে ৷ পাশাপাশি ধরে নিয়ে গিয়েছে আরও একজনকে ৷"