কলকাতা, 17 জুন: বাংলায় চার আসনে উপনির্বাচনের দিন ঘোষণা আগেই হয়ে গিয়েছে ৷ 10 জুলাই এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৷ ফলপ্রকাশ হবে আগামী 13 জুলাই ৷ সোমবার এই চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল পদ্ম শিবির ৷ তাতেই ফের চমক বিজেপির ৷
সংবাদসংস্থা এএনআই-এর তরফে জানা গিয়েছে, রায়গঞ্জ বিধানসভা থেকে মানস কুমার ঘোষকে প্রার্থী করেছে বিজেপি ৷ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে মনোজ কুমার বিশ্বাস, বাগদা বিধাসভা থেকে পদ্মপ্রার্থী বিনয় কুমার বিশ্বাস ৷ আর মানিকতলা বিধানসভা থেকে কল্যাণ চৌবে ভট্টাচার্যকে মনোনীত করেছে গেরুয়া শিবির ৷ লোকসভা নির্বাচনের পর রাজ্যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ এদিন ভারতীয় জনতা পার্টি পঞ্জাবের জলন্ধর পশ্চিম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম প্রকাশ করেছে ৷ এই আসনে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শীতল আঙ্গুরাল ৷ তবে, বঙ্গে এবারের বিধানসভা নির্বাচন কোন দিকে যায় তা নিয়ে ইতিমধ্যে শুরু রাজনৈতিক চর্চা।
2021 বিধানসভা নির্বাচনে মানিকতলা থেকে গেরুয়া শিবিরের হয়ে লড়েছিলেন কল্যাণ চৌবে ৷ কিন্তু তৃণমূল প্রার্থী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ সাধন পাণ্ডের কাছে হেরে গিয়েছিলেন তিনি ৷ এবার লোকসভার টিকিট না-পেলেও মানিকতলা উপনির্বাচনে সেই কল্যাণেই আস্থা রাখল বিজেপি ৷ অন্যদিকে, ইতিমধ্যেই তৃণমূলের তরফে মানিকতলার প্রার্থীর নাম ঘোষণাও করা হয়েছে ৷ সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের উপর ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
- প্রশ্ন- এদিকে প্রশ্ন উঠছে জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কি পারবেন রাজনীতির মাঠে দলের গোল খাওয়া আটকাতে ?
উত্তর- দল আমায় প্রার্থী করেছে। তার জন্য কৃতজ্ঞ। লড়াই সবসময়ই কঠিন। কোনও কিছুই সহজে হয় না ৷
- প্রশ্ন- প্রার্থী হবেন এমন আঁচ পেয়েছিলেন ?
উত্তর- এর আগেও তো আমি প্রার্থী হয়েছি। আসলে বিজেপি এমন একটা দল, যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেয়। একা কেউ কিছু বলতে পারে না। ব্যক্তি নয়, দল সবার আগে। সেই কারণেই আমি কৃতজ্ঞ নেতৃত্বের কাছে। তাঁরা আমায় যোগ্য বলে মনে করেছেন।
- প্রশ্ন- ফুটবল ফেডারেশনের শীর্ষকর্তার গুরুদায়িত্ব সামলানোর পাশাপাশি মানিকতলা বিধানসভা কেন্দ্রের দায়িত্ব সামলানোর কাজ। কতটা কঠিন ভারসাম্য রাখা ?
উত্তর- এই ঘটনা ভারতে নতুন নয়। আমার আগেও এমনটা হয়েছে। প্রিয়রঞ্জন দাসমুন্সিও লোকসভার সদস্য ছিলেন। তিনি তো এআইএফএফ-এর দায়িত্বও সামলেছেন। ফলে আমারও সমস্যা হবে না ৷
- প্রশ্ন- প্রাক্তন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে প্রয়াত হওয়ায় মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তৃণমূল প্রার্থী করেছে প্রয়াত মন্ত্রীর স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। প্রতিপক্ষ নিয়ে বিজেপি প্রার্থী বেশি শব্দ খরচ করতে রাজি নন ৷
উত্তর- উনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ। এর বেশি কিছু নয়।
- প্রশ্ন- মানিকতলা বিধানসভার কেন্দ্র নিয়ে কী পরিকল্পনা এআইএফএফ-এর বর্তমান প্রেসিডেন্টের ?
উত্তর- বলছেন, উন্নয়নের কোনও কাজই প্রায় মানিকতলা কেন্দ্রে হয়নি। এই অঞ্চল অনেকটাই পিছিয়ে পড়া। তাই পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই কথা তুলে ধরার সুযোগ পেলে এই অঞ্চলের জন্য কিছু কাজ করতে পারব ৷