ETV Bharat / state

চালসায় মুখ্যমন্ত্রীকে দেখে 'চোর চোর' স্লোগান বিজেপির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Thief slogan to Mamata: মুখ্যমন্ত্রীর কনভয় আসবে বলে বিজেপির পথসভার মাইক বন্ধ করতে চেয়েছিল পুলিশ ৷ তাতেই উত্তেজনা ছড়াল ৷ মাইক বন্ধ করেনি বিজেপি ৷ বরং মুখ্যমন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান দিলেন বিজেপি কর্মীরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 5:16 PM IST

Updated : Apr 11, 2024, 10:33 PM IST

মুখ্যমন্ত্রীকে দেখে 'চোর চোর' স্লোগান বিজেপির

জলপাইগুড়ি, 11 এপ্রিল: জলপাইগুড়ি সফরে গিয়ে ফের 'চোর চোর' স্লোগানের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চালসায় তাঁর কনভয় পৌঁছতেই বিজেপি কর্মীরা তাঁর উদ্দেশে 'চোর চোর' স্লোগান তোলেন ৷ তবে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে ৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালসার টিয়াবনে হেলিপ্যাডে নামেন । সেই সময় চালসা মঙ্গলবাড়ি এলাকায় আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞার সমর্থনে বিজেপির পথসভা চলছিল । পথসভার সামনে দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার কথা । কনভয় আসার আগে পুলিশ পথসভার মাইক বন্ধ করতে গেলেই গণ্ডগোল বাঁধে ৷

বিজেপি কর্মীরা মাইক বন্ধ করবেন না বলে জানিয়ে দেন । মাইকেই বিজেপি নেতাকে বলতে শোনা যায়, অনুমতি নিয়েই তাঁরা পথসভা করছেন ৷ ফলে মাইক বন্ধ করার কোনও প্রশ্নই নেই । এরপরেই পথসভার সামনে দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় 'চোর চোর' স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা ।

এ দিন কলকাতা থেকে উত্তরবঙ্গে গিয়ে বিকেলে মেটেলির চালসাতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কনভয় কাছাকাছি চলে এলে পথসভায় বক্তব্য রাখা বিজেপি নেতার মুখ থেকে উঠে আসে চোর স্লোগান ৷ তাঁরা নানা দুর্নীতির কথা তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে বলতে থাকেন । এই সময়ে পুলিশ পথসভার মাইক বন্ধ করতে ছুটে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি কর্মীরা । যদিও মুখ্যমন্ত্রী এই বিষয়ে কর্ণপাত করেননি । মুখ্যমন্ত্রীর কনভয় চলে যায় মেটেলির এক বেসরকারি রিসর্টে ।

বিজেপির ট্রেড ইউনিয়ন নেতা অরিত্র চট্টোপাধ্যায় বলেন, "আমরা আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞার সমর্থনে অনুমতি নিয়েই এই পথসভার আয়োজন করেছি । কিন্তু মমতার সরকারের চটিচাটা পুলিশ মুখ্যমন্ত্রীর কনভয় যাবে বলে আমাদের পথসভা বানচাল করতে এসেছিল । মাইক বন্ধ করতে এসেছিল । এখানকার সমস্ত মানুষ যাঁরা মোদিজিকে ভালোবাসেন, তাঁরা রুখে দাঁড়ান । তাই পুলিশ আমাদের আওয়াজ বন্ধ করতে পারেনি । তাই মাথা নিচু করে চলে গিয়েছে । আজ পুলিশকে বলব, চটিচাটা বন্ধ করুন । সাধারণ মানুষের টাকায় আপনাদের মাইনে, তাই চটিচাটা বন্ধ করুন । আইনশৃঙ্খলা রক্ষা করুন ।"

আরও পড়ুন:

  1. 'সিএএ মাথা হলে অভিন্ন দেওয়ানী বিধি মাছের পেটি', ঈদের মঞ্চ থেকেই কেন্দ্রকে নিশানা মমতার
  2. 'ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেননি মোদি', শুক্রে ঝড়-বিধ্বস্ত এলাকায় অভিষেক
  3. 'হুগলিতে এমন ধোঁয়া হবে, সবার চোখ অন্ধকার হয়ে যাবে'; মিমের জবাবে রিল রচনার

মুখ্যমন্ত্রীকে দেখে 'চোর চোর' স্লোগান বিজেপির

জলপাইগুড়ি, 11 এপ্রিল: জলপাইগুড়ি সফরে গিয়ে ফের 'চোর চোর' স্লোগানের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চালসায় তাঁর কনভয় পৌঁছতেই বিজেপি কর্মীরা তাঁর উদ্দেশে 'চোর চোর' স্লোগান তোলেন ৷ তবে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে ৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালসার টিয়াবনে হেলিপ্যাডে নামেন । সেই সময় চালসা মঙ্গলবাড়ি এলাকায় আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞার সমর্থনে বিজেপির পথসভা চলছিল । পথসভার সামনে দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার কথা । কনভয় আসার আগে পুলিশ পথসভার মাইক বন্ধ করতে গেলেই গণ্ডগোল বাঁধে ৷

বিজেপি কর্মীরা মাইক বন্ধ করবেন না বলে জানিয়ে দেন । মাইকেই বিজেপি নেতাকে বলতে শোনা যায়, অনুমতি নিয়েই তাঁরা পথসভা করছেন ৷ ফলে মাইক বন্ধ করার কোনও প্রশ্নই নেই । এরপরেই পথসভার সামনে দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় 'চোর চোর' স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা ।

এ দিন কলকাতা থেকে উত্তরবঙ্গে গিয়ে বিকেলে মেটেলির চালসাতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কনভয় কাছাকাছি চলে এলে পথসভায় বক্তব্য রাখা বিজেপি নেতার মুখ থেকে উঠে আসে চোর স্লোগান ৷ তাঁরা নানা দুর্নীতির কথা তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে বলতে থাকেন । এই সময়ে পুলিশ পথসভার মাইক বন্ধ করতে ছুটে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি কর্মীরা । যদিও মুখ্যমন্ত্রী এই বিষয়ে কর্ণপাত করেননি । মুখ্যমন্ত্রীর কনভয় চলে যায় মেটেলির এক বেসরকারি রিসর্টে ।

বিজেপির ট্রেড ইউনিয়ন নেতা অরিত্র চট্টোপাধ্যায় বলেন, "আমরা আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞার সমর্থনে অনুমতি নিয়েই এই পথসভার আয়োজন করেছি । কিন্তু মমতার সরকারের চটিচাটা পুলিশ মুখ্যমন্ত্রীর কনভয় যাবে বলে আমাদের পথসভা বানচাল করতে এসেছিল । মাইক বন্ধ করতে এসেছিল । এখানকার সমস্ত মানুষ যাঁরা মোদিজিকে ভালোবাসেন, তাঁরা রুখে দাঁড়ান । তাই পুলিশ আমাদের আওয়াজ বন্ধ করতে পারেনি । তাই মাথা নিচু করে চলে গিয়েছে । আজ পুলিশকে বলব, চটিচাটা বন্ধ করুন । সাধারণ মানুষের টাকায় আপনাদের মাইনে, তাই চটিচাটা বন্ধ করুন । আইনশৃঙ্খলা রক্ষা করুন ।"

আরও পড়ুন:

  1. 'সিএএ মাথা হলে অভিন্ন দেওয়ানী বিধি মাছের পেটি', ঈদের মঞ্চ থেকেই কেন্দ্রকে নিশানা মমতার
  2. 'ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেননি মোদি', শুক্রে ঝড়-বিধ্বস্ত এলাকায় অভিষেক
  3. 'হুগলিতে এমন ধোঁয়া হবে, সবার চোখ অন্ধকার হয়ে যাবে'; মিমের জবাবে রিল রচনার
Last Updated : Apr 11, 2024, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.