শিলিগুড়ি, 17 মার্চ: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় । ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় । সাংসদ কখনও কোনও অসহায় মানুষদের খোঁজ নেননি বলে অভিযোগ এলাকাবাসীর ৷
জানা গিয়েছে, শনিবার মাঝরাতে শিলিগুড়ি পৌরনিগমের 40 নম্বর ওয়ার্ডের দুর্গানগর কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের জেরে পুরে খাক হয়ে যায় সাতটি বাড়ি । সর্বস্বান্ত হয়েছে বেশ কয়েকটি পরিবার । দমকলের চারটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে । ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ।
রবিবার অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান জলপাইগুড়ি বিজেপি সাংসদ জয়ন্ত রায় । তিনি এলাকায় পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা । অভিযোগ, পাঁচ বছর আগে নির্বাচনের সময় এলাকায় দেখা গিয়েছিল সাংসদকে । তারপর পাঁচ বছরে এলাকায় দেখাই যায়নি বিজেপি সাংসদ জয়ন্ত রায়কে । এমনকী, এলাকার সমস্যা বা উন্নয়ন কোনও কিছুতেই তাঁর কোনও ভূমিকা নেই । ফলে এ দিন এলাকায় সাংসদ ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ৷
যদিও সাংসদ জয়ন্ত রায়ের দাবি, তাঁর যতটুকু দায়িত্ব তিনি সেটা পালন করেছেন । কারা বিক্ষোভ করলেন তাতে তাঁর কিছু যায় আসে না । তিনি বিডিওকে বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য যা যা প্রয়োজনীয় সেই পদক্ষেপ যেন করা হয় ।
19 এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে ভোট ৷ স্থানীয়দের অভিযোগ, ভোট ব্যাংক বাড়াতেই ফের এলাকায় দেখা গিয়েছে বিজেপি সাংসদকে ৷ তাঁর ভূমিকা নিয়ে যেভাবে এলাকাবাসীরা রেগে রয়েছেন, তার প্রভাব যে ভোটে পড়বে, তা আন্দাজ করা যায় ৷
আরও পড়ুন
2. মীনাক্ষীকে প্রার্থী করছে না সিপিএম! জোট নিয়ে বিকাশকে দায়িত্ব বামেদের
3. বিধানসভার পর লোকসভায় ফের প্রার্থী ! ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় জুন