ভূপতিনগর (পূর্ব মেদিনীপুর), 9 এপ্রিল: পুলিশি অভিযান ঘিরে আবার নতুন করে উত্তেজনা ভূপতিনগরে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানা এলাকার ঘটনা। এদিন এক আসামীর খোঁজে ভগবানপুরের বিজেপি বিধায়কের কার্যালয়ে অভিযানে যায় পুলিশ ৷ সেখানেই বিজেপি বিধায়কের সঙ্গে বচসা হয় ভূপতিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপন পাঠকের ৷ তখনই ওসি-কে ভূপতিনগর থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ৷
অভিযোগ, সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ এক বিজেপি নেতার খোঁজ করতে আসে ৷ তা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় ৷ কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনআইএ-এর উপর হামলার ঘটনায় 3 দিন ধরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর ৷ এই ঘটনায় ভূপতিনগর থানায় এফআইআরও হয়েছিল ৷ সেই ঘটনার আঁচ নিভতে না-নিভতেই আবারও উত্তপ্ত ভূপতিনগর ৷ থানার ওসি গোপাল পাঠককে থানা পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির বিরুদ্ধে ৷ এদিন এক আসামীর খোঁজে ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অফিসে অভিযান চালান ওসি গোপাল পাঠক ৷ তা নিয়েই বিধায়াকের সঙ্গে ওসি-র কথা কাটাকাটি হয় ৷ অভিযোগ, তখনই বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি ওসি-কে ভূপতিনগর থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেন ৷ তিনি বলেন, "নিরীহ বিজেপি কর্মীদের গ্রেফতার করলে থানা পুড়িয়ে দেব।"
এছাড়াও রবীন্দ্রনাথ মাইতি আরও জানান, কোন সার্চ ওয়ারেন্ট ছাড়াই ভূপতিনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক গোপাল পাঠক এক আসামির সন্ধানে আমার কার্যালয়ে আসেন। তারপর আমাদের কর্মী সমর্থকদের হেনস্থা করেন। আমি গোপাল পাঠককে জিজ্ঞেস করি, আপনি কি কারণে এখানে ঢুকেছেন ? উত্তরে তিনি জানান, এখানে একজন আসামি ঢুকেছে। আসলে ও সব কিছু নয়, মিথ্যা মামলায় আমাদের কর্মীদের জেল খাটাতে চাইছে ৷
আরও পড়ুন: