ETV Bharat / state

'স্বাধীনতার পর বাংলার সবচেয়ে কলঙ্কিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়', মন্তব্য শঙ্কর ঘোষের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

BJP Protest Demanding Resignation of CM Mamata Banerjee: আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চেয়ে সারা রাজ্যে অবস্থান-বিক্ষোভে নেমেছে বিজেপি ৷ শিলিগুড়িতে অবস্থানে বসে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করলেন বিধায়ক শঙ্কর ঘোষ ৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি চলে ৷

BJP Leader sit in protest in Siliguri
শিলিগুড়িতে ধরনায় বসেছে বিজেপি নেতৃত্ব (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 1:56 PM IST

Updated : Aug 16, 2024, 7:55 PM IST

শিলিগুড়ি, 16 অগস্ট: আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে রাজ্যের সর্বত্র অবস্থান, বিক্ষোভে নামল বিজেপি ৷ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য ৷ এর মধ্যে বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনা যেন তাতে ঘৃতাহুতি দিল ৷ স্বাধীনতার পর বাংলায় যত জন মুখ্যমন্ত্রী হয়েছেন, তাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে কলঙ্কিত বলে অভিহিত করলেন বিজেপি বিধায়ক ৷ এদিন ধরনা অবস্থানের পাশাপাশি চাক্কা জাম কর্মসূচিও পালন করে বিজেপি ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি (ইটিভি ভারত)

শুক্রবার ওই দাবিতে শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভে বসল বিজেপির কর্মী ও সমর্থকরা ৷ এদিন শিলিগুড়ির মহাত্মা গান্ধি চকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, শিলিগুড়ি সাংগঠনিক শাখা বিজেপির সাধারণ সম্পাদক রাজু সাহা, পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন-সহ অন্যরা ৷

এদিন শঙ্কর ঘোষ সাংবাদিকদের বলেন, "যে নৃশংসভাবে আরজিকরের মহিলা চিকিৎসককে শারীরিক অত্যাচার করে খুন করা হয়েছে, পরে হাসপাতালে যেভাবে ভাঙচুর করা হয়েছে, তার জন্য রাজ্যের পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত ৷"

তিনি আরও বলেন, "এটা মনে করা দরকার কামদুনি, পার্ক স্ট্রিট, কাটোয়া, মাটিগাড়া, কোচবিহার, আরিয়াদহের মতো ঘটনায় অভিযুক্তরা আজ পর্যন্ত শাস্তি পায়নি ৷ যাঁরা অত্যাচারিত হয়েছেন, তাঁরা আজও বিচার পাননি ৷ স্বাধীনতার পর রাজ্যের নিকৃষ্টতম মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের সব থেকে কলঙ্কিত মুখ্যমন্ত্রীর বিদায়ের সময় হয়ে গিয়েছে ৷ রাজ্যের মা, বোনেরা রাস্তায় নেমে আন্দোলন করুন ৷ আমরা পাশে আছি, আর থাকব ৷" এদিন রাজ্যজুড়ে 12 ঘণ্টার বনধ ডেকেছে এসইউসিআই ৷

শুক্রবার রাজ্য নেতৃত্বের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চাক্কা জাম করে বিক্ষোভে সামিল হয় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার নেতা কর্মী সমর্থকরা ৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, জেলা সভাপতি অরুণ মণ্ডল-সহ অন্যান্যরা ৷ শিলিগুড়ির হাসমি চক, শিবমন্দির, তিনবাত্তি মোড়-সহ একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা ৷ টানা প্রায় দুঘণ্টা চলে পথ অবরোধ ৷

এই বিষয়ে অরুণ মণ্ডল বলেন, "আরজি করের ঘটনার পর আমাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ ৷ একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এসব ঘটনা ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিয়ে রাজ্য চালাতে চাইছেন ৷ আরজিকরের ঘটনায় জড়িতদের শাস্তি আর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেই আমাদের এই পথ অবরোধ করছি ৷ "

রায়গঞ্জের বিজেপির প্রতিবাদ

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পাল, বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার-সহ অন্যান্য নেতৃত্বরা ৷ গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন দুপুর 2টা থেকে 4টে পর্যন্ত জেলায় জেলায় এই কর্মসূচি পালন করবে বিজেপি ৷

জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার বলেন, "আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে, সেই নারকীয় ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে প্রথম দিন থেকে পথে নেমেছে বিজেপি ৷ এই নারকীয় ঘটনার প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি জানাচ্ছি ৷"

দক্ষিণ দিনাজপুরে বিজেপির বিক্ষোভ

শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপির সংগঠন ৷ এদিন দুপুর 2টো থেকে পথ অবরোধ শুরে করে বিজেপি ৷ বিকাল 4টে পর্যন্ত চলে এই পথ অবরোধ ৷ এদিনের পথ অবরোধে যানজট সৃষ্টি হয় দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ৷

বিজেপির জেলার সচিব ক্ষিতীশ মাহাতো জানান, আরজি কর হাসপাতালে মেডিক্যালে পড়ুয়া চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তৃণমূল সরকার সম্পূর্ণভাবে ধামাচাপা দিতে চাইছে ৷ সেই কারণে বুনিয়াদপুর-সহ সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে এই পথ অবরোধ চলে ৷

শিলিগুড়ি, 16 অগস্ট: আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে রাজ্যের সর্বত্র অবস্থান, বিক্ষোভে নামল বিজেপি ৷ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য ৷ এর মধ্যে বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনা যেন তাতে ঘৃতাহুতি দিল ৷ স্বাধীনতার পর বাংলায় যত জন মুখ্যমন্ত্রী হয়েছেন, তাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে কলঙ্কিত বলে অভিহিত করলেন বিজেপি বিধায়ক ৷ এদিন ধরনা অবস্থানের পাশাপাশি চাক্কা জাম কর্মসূচিও পালন করে বিজেপি ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি (ইটিভি ভারত)

শুক্রবার ওই দাবিতে শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভে বসল বিজেপির কর্মী ও সমর্থকরা ৷ এদিন শিলিগুড়ির মহাত্মা গান্ধি চকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, শিলিগুড়ি সাংগঠনিক শাখা বিজেপির সাধারণ সম্পাদক রাজু সাহা, পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন-সহ অন্যরা ৷

এদিন শঙ্কর ঘোষ সাংবাদিকদের বলেন, "যে নৃশংসভাবে আরজিকরের মহিলা চিকিৎসককে শারীরিক অত্যাচার করে খুন করা হয়েছে, পরে হাসপাতালে যেভাবে ভাঙচুর করা হয়েছে, তার জন্য রাজ্যের পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত ৷"

তিনি আরও বলেন, "এটা মনে করা দরকার কামদুনি, পার্ক স্ট্রিট, কাটোয়া, মাটিগাড়া, কোচবিহার, আরিয়াদহের মতো ঘটনায় অভিযুক্তরা আজ পর্যন্ত শাস্তি পায়নি ৷ যাঁরা অত্যাচারিত হয়েছেন, তাঁরা আজও বিচার পাননি ৷ স্বাধীনতার পর রাজ্যের নিকৃষ্টতম মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের সব থেকে কলঙ্কিত মুখ্যমন্ত্রীর বিদায়ের সময় হয়ে গিয়েছে ৷ রাজ্যের মা, বোনেরা রাস্তায় নেমে আন্দোলন করুন ৷ আমরা পাশে আছি, আর থাকব ৷" এদিন রাজ্যজুড়ে 12 ঘণ্টার বনধ ডেকেছে এসইউসিআই ৷

শুক্রবার রাজ্য নেতৃত্বের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চাক্কা জাম করে বিক্ষোভে সামিল হয় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার নেতা কর্মী সমর্থকরা ৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, জেলা সভাপতি অরুণ মণ্ডল-সহ অন্যান্যরা ৷ শিলিগুড়ির হাসমি চক, শিবমন্দির, তিনবাত্তি মোড়-সহ একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা ৷ টানা প্রায় দুঘণ্টা চলে পথ অবরোধ ৷

এই বিষয়ে অরুণ মণ্ডল বলেন, "আরজি করের ঘটনার পর আমাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ ৷ একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এসব ঘটনা ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিয়ে রাজ্য চালাতে চাইছেন ৷ আরজিকরের ঘটনায় জড়িতদের শাস্তি আর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেই আমাদের এই পথ অবরোধ করছি ৷ "

রায়গঞ্জের বিজেপির প্রতিবাদ

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পাল, বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার-সহ অন্যান্য নেতৃত্বরা ৷ গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন দুপুর 2টা থেকে 4টে পর্যন্ত জেলায় জেলায় এই কর্মসূচি পালন করবে বিজেপি ৷

জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার বলেন, "আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে, সেই নারকীয় ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে প্রথম দিন থেকে পথে নেমেছে বিজেপি ৷ এই নারকীয় ঘটনার প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি জানাচ্ছি ৷"

দক্ষিণ দিনাজপুরে বিজেপির বিক্ষোভ

শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপির সংগঠন ৷ এদিন দুপুর 2টো থেকে পথ অবরোধ শুরে করে বিজেপি ৷ বিকাল 4টে পর্যন্ত চলে এই পথ অবরোধ ৷ এদিনের পথ অবরোধে যানজট সৃষ্টি হয় দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ৷

বিজেপির জেলার সচিব ক্ষিতীশ মাহাতো জানান, আরজি কর হাসপাতালে মেডিক্যালে পড়ুয়া চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তৃণমূল সরকার সম্পূর্ণভাবে ধামাচাপা দিতে চাইছে ৷ সেই কারণে বুনিয়াদপুর-সহ সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে এই পথ অবরোধ চলে ৷

Last Updated : Aug 16, 2024, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.