শিলিগুড়ি, 1 জুলাই: চোপড়া এবং কোচবিহারে মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ৷ সেইসঙ্গে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ৷ হামিদুলের বিরুদ্ধে সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলেছেন তিনি ৷
ঘটনাপ্রসঙ্গে শঙ্কর ঘোষ বলেন, "এই মুখ্যমন্ত্রীর সময় রাজ্যে একের পর এক অন্ধকারময় দিন শুরু হয়েছে। মহিলাদের সুরক্ষা বলে কিছু নেই । এই পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত । আর চোপড়ার ঘটনায় চোপড়ার বিধায়ক হামিদুল রহমান যে ধরনের মন্তব্য করে চলেছেন, তা অত্যন্ত নিন্দনীয় এবং উস্কানিমূলক । সে জন্য তাঁর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করলাম ।"
কোচবিহারে মহিলা বিজেপি কর্মীকে নির্যাতনের ঘটনায় সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তারপরই চোপড়াতে সালিশি সভার নামে রাস্তায় ফেলে এক যুবক-যুবতীকে মারধরের ঘটনায় নাম জড়ায় চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ঘনিষ্ঠ জেসিবির । এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তোলপাড় হয়ে ওঠে বঙ্গ রাজনীতি । ঘটনায় স্বতপ্রণোদিত মামলা দায়ের করে জেসিবিকে গ্রেফতার করে পুলিশ ।
এদিকে, ঘটনায় সরব হয়েছে বিজেপি । সোমবার শিলিগুড়িতে গান্ধি মূর্তির পাদদেশে প্রথমে অবস্থান বিক্ষোভ করে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা ও মহিলা বিজেপি কর্মী সদস্যরা । সেইসঙ্গে শিলিগুড়ি থানায় বিক্ষোভ দেখায় বিজেপি ৷ তারপরই চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শঙ্কর ঘোষ ।