ETV Bharat / state

30 এপ্রিল আরও 59 হাজারের চাকরি যাবে, বিজেপি বিধায়কের মন্তব্য়ে শোরগোল বাঁকুড়ায় - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Bishnupur Lok Sabha Constituency: ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ৷ প্রার্থীর সামনেই এ কী বললেন তিনি ?

BJP Mla Controversial Comment, বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য
বিজেপি বিধায়ক অমরনাথ শাখার মন্তব্যে বিতর্ক
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 6:39 PM IST

Updated : Apr 25, 2024, 7:40 PM IST

বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য

ওন্দা (বাঁকুড়া), 25 এপ্রিল: "লোকসভা ভোট শেষ হলে ওন্দা বিধানসভার সব পঞ্চায়েত দখল করবই করব ৷ 30 এপ্রিলের মধ্যে আরও 59 হাজার লোকের চাকরি যাওয়া শুধু সময়ের অপেক্ষা ৷" প্রকাশ্য সভা থেকে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বক্তব্য ঘিরে শোরগোল ৷ এই ঘটনার পর বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল ।

বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দা বিধানসভার অন্তর্গত রতনপুরে বিজেপির একটি নির্বাচনী প্রচার সভা ছিল ৷ সেই সভায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-ও উপস্থিত ছিলেন ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে অমরবাবু বলেন,"আগামী 4 জুনের পর লোকসভা ভোট মিটতেই আমরা এই বিধানসভার প্রত্যেকটি পঞ্চায়েত দখল করে নেব । কারও হিম্মত নেই আমাদের আটকায় । আগামী 30 এপ্রিল এ রাজ্যের আরও 59 হাজার মানুষ চাকরি হারাবেন । এখন শুধু সময়ের অপেক্ষা ।"

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমরনাথ শাখা বলেন, "এই বক্তব্য কোনও উস্কানিমূলক মন্তব্য নয় । লোকসভার ফলাফল ঘোষণার পর তৃণমূলে দলীয় কার্যালয় খোলার মতো কেউ থাকবে না । তখন বিজেপি ছাড়া পঞ্চায়েত চালানোর মতো আর কেউ থাকবে না । যাদের চাকরি যাচ্ছে তাদের উচিত যাদের টাকা দিয়েছেন তারা সেই তৃণমূলের নেতাদের বাড়ি থেকে তাড়া করে নিয়ে যাওয়া ৷"

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘাসফুলের প্রার্থী সুজাতা মণ্ডল বলেন,"নিজেরা জায়গা খুঁজুন ভোটের পর কোথায় লুকোবেন । কতটা প্রতিহিংসাপরায়ণ এরা ৷ শুধু চাকরি খেতে জানে, চাকরি দিতে জানে না ৷ নির্বাচন এগিয়ে আসছে তো তাই বিধায়কের মাথার ঠিক নেই ৷"

আরও পড়ুন :

  1. ফের বেলাগাম ! তৃণমূলকে কুকুরের সঙ্গে তুলনা করে মুগুর দেওয়ার নিদান স্বপনের
  2. বিজেপি প্রার্থীকে 'কুকুর' বলে বিতর্কে চিরঞ্জিৎ, বারাসতে শোরগোল
  3. মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, দিলীপ ঘোষকে সতর্ক করল কমিশন

বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য

ওন্দা (বাঁকুড়া), 25 এপ্রিল: "লোকসভা ভোট শেষ হলে ওন্দা বিধানসভার সব পঞ্চায়েত দখল করবই করব ৷ 30 এপ্রিলের মধ্যে আরও 59 হাজার লোকের চাকরি যাওয়া শুধু সময়ের অপেক্ষা ৷" প্রকাশ্য সভা থেকে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বক্তব্য ঘিরে শোরগোল ৷ এই ঘটনার পর বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল ।

বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দা বিধানসভার অন্তর্গত রতনপুরে বিজেপির একটি নির্বাচনী প্রচার সভা ছিল ৷ সেই সভায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-ও উপস্থিত ছিলেন ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে অমরবাবু বলেন,"আগামী 4 জুনের পর লোকসভা ভোট মিটতেই আমরা এই বিধানসভার প্রত্যেকটি পঞ্চায়েত দখল করে নেব । কারও হিম্মত নেই আমাদের আটকায় । আগামী 30 এপ্রিল এ রাজ্যের আরও 59 হাজার মানুষ চাকরি হারাবেন । এখন শুধু সময়ের অপেক্ষা ।"

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমরনাথ শাখা বলেন, "এই বক্তব্য কোনও উস্কানিমূলক মন্তব্য নয় । লোকসভার ফলাফল ঘোষণার পর তৃণমূলে দলীয় কার্যালয় খোলার মতো কেউ থাকবে না । তখন বিজেপি ছাড়া পঞ্চায়েত চালানোর মতো আর কেউ থাকবে না । যাদের চাকরি যাচ্ছে তাদের উচিত যাদের টাকা দিয়েছেন তারা সেই তৃণমূলের নেতাদের বাড়ি থেকে তাড়া করে নিয়ে যাওয়া ৷"

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘাসফুলের প্রার্থী সুজাতা মণ্ডল বলেন,"নিজেরা জায়গা খুঁজুন ভোটের পর কোথায় লুকোবেন । কতটা প্রতিহিংসাপরায়ণ এরা ৷ শুধু চাকরি খেতে জানে, চাকরি দিতে জানে না ৷ নির্বাচন এগিয়ে আসছে তো তাই বিধায়কের মাথার ঠিক নেই ৷"

আরও পড়ুন :

  1. ফের বেলাগাম ! তৃণমূলকে কুকুরের সঙ্গে তুলনা করে মুগুর দেওয়ার নিদান স্বপনের
  2. বিজেপি প্রার্থীকে 'কুকুর' বলে বিতর্কে চিরঞ্জিৎ, বারাসতে শোরগোল
  3. মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, দিলীপ ঘোষকে সতর্ক করল কমিশন
Last Updated : Apr 25, 2024, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.