কলকাতা, 22 ফেব্রুয়ারি: এফআইআর দায়ের হল তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল আলিপুর আদালতে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । মঙ্গলবার একটি টক শোতে বক্তব্য রাখছিলেন কুণাল ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, সেখানে তিনি সন্দেশখালির মহিলাদের উদ্দেশ্যে করে কটূক্তি করেন ৷ তখন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্র পাল কুণাল ঘোষের ওই মন্তব্যের প্রতিবাদ করেন ৷
সেই সময় অগ্নিমিত্রা পলকে নিশানা করেও কুরুচিকর মন্তব্য করেছেন কুণাল ৷ এই ঘটনায় কুণালের বিরুদ্ধে মামলা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র ৷ তৃণমূল মুখপাত্রের বিরুদ্ধে মানহানি, জনমানসে মানহানি, কুৎসিত অঙ্গভঙ্গি- এই তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে কুণাল ঘোষের বিরুদ্ধে । বৃহস্পতিবার আলিপুর পুলিশ আদালত মামলাটি গ্রহণ করে ৷
মামলা দায়ের করে বেরিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল জানান, একজন বিধায়ককে সর্বসমক্ষে অপমানজনক কথা বলার জন্যেই কুণালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ এর পাশাপাশি তিনি দু'টি সংবাদমাধ্যমের বিরুদ্ধেও মামলা করেন ৷ সন্দেশখালিতে খালিস্তানি বিতর্কে তাঁর নাম জড়াবার অভিযোগে ওই দু'টি সংবাদমাধ্যমের বিরুদ্ধেও মামলা দায়ের করেন তিনি ৷ অগ্নিমিত্রার ক্ষোভ, এই ভুল খবর জনমানসে তাঁর ভাবমূর্তি নষ্ট করেছে এবং তাঁর সম্মানহানি হয়েছে ৷
গত 20 ফেব্রুয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল-সহ বিজেপি নেতানেত্রীরা সন্দেশখালির পথে রওনা দেন ৷ তবে সেখানে তাঁদের পথ আটকায় বিশাল পুলিশবাহিনী ৷ আইপিএস পুলিশ আধিকারিক জসপ্রীত সিংকে 'খালিস্তানি' বলার অভিযোগ ওঠে বিজেপি নেতানেত্রীদের বিরুদ্ধে ৷ ওই পুলিশ আধিকারিকের সঙ্গে বিজেপি নেতানেত্রীদের বচসা বাধে ৷ এই ঘটনায় রাজ্য রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কড়া সমালোচনা করেন ৷
আরও পড়ুন: