ETV Bharat / state

অনন্যার গ্রেফতারির দাবি, বিশপের কাছে স্মারকলিপি জমা বিজেপির সংখ্যালঘু মোর্চার - BJP Minority Morcha

BJP Minority Morcha: বিতর্কিত মন্তব্যের জের ৷ ফের কাউন্সিরল অনন্যা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি তুলল বিজেপির সংখ্যালঘু মোর্চা ৷ বুধবার তাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হল আর্চ বিশপ রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিংয়ের কাছে ৷

BJP Minority Morcha
BJP Minority Morcha
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 4:03 PM IST

অনন্যার গ্রেফতারির দাবি বিজেপি সংখ্যালঘু মোর্চার

কলকাতা, 13 মার্চ: কলকাতা পৌরনিগমের বাজেট অধিবেশন চলাকালীন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বক্তব্যের জেরে ক্ষুদ্ধ হয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফের তাঁর গ্রেফতারির দাবি করল বিজেপি ৷ বুধবার রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হল আর্চ বিশপ রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিংয়ের কাছে ৷ সেই স্মারকলিপিতে অনন্যার গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চা ।

গত 17 ফেব্রুয়ারি কলকাতা পৌরনিগমের বাজেট অধিবেশনে নির্দিষ্টকে ধর্মকে নিয়ে মন্তব্য করেছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর পেরিয়েছে 24 দিন ৷ তারপরও বিতর্ক থামার লক্ষণ নেই ৷ অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিবাদ করেছেন আরও অনেকেই। তৃণমূলের তারকা কাউন্সিলরের পদ বাতিলের দাবি পর্যন্ত উঠেছে । আবারও এই নিয়ে সরব হয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চা ৷

বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি চার্লস নন্দী বলেন, "বাজেট অধিবেশনে কোনও প্রসঙ্গ ছাড়াই এক সম্প্রদায়ের ধর্মগুরুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি পবিত্র ধর্মগ্রন্ত্রেরও অসম্মান করেন। কলকাতার সবকটি থানায় ওই কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এর পাশাপাশি দেশের আরো বিভিন্ন থানায়ও অভিযোগ হয়েছে । এছাড়া তাঁর গ্রেফতারির দাবিও জানিয়েছি আমরা। ওঁকে দল থেকে বহিষ্কার করার দাবিও জানিয়েছি। আজ বিশপ পরিতোষ ক্যানিং আমাদের সব কথা শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানো হবে । ধর্মীয় ভাবাবেগে আঘাত করাটা তৃণমূলের কালচার ।"

আরও পড়ুন:

  1. বাজেট অধিবেশনে তৃণমূল কাউন্সিলরের বিতর্কিত মন্তব্য, নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের বিজেপি'র
  2. নির্দিষ্ট ধর্মকে নিয়ে অনন্যার বক্তব্যে ক্ষুব্ধ মমতা, নির্দেশ 'এমনটা যেন আর না-হয়'
  3. ধর্মীয় ভাবাবেগে 'আঘাত', তারকা কাউন্সিলরের 'যৌন' গল্পে উত্তাল পৌরনিগম; ব্যাখ্যা তলব ফিরহাদের

অনন্যার গ্রেফতারির দাবি বিজেপি সংখ্যালঘু মোর্চার

কলকাতা, 13 মার্চ: কলকাতা পৌরনিগমের বাজেট অধিবেশন চলাকালীন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বক্তব্যের জেরে ক্ষুদ্ধ হয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফের তাঁর গ্রেফতারির দাবি করল বিজেপি ৷ বুধবার রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হল আর্চ বিশপ রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিংয়ের কাছে ৷ সেই স্মারকলিপিতে অনন্যার গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চা ।

গত 17 ফেব্রুয়ারি কলকাতা পৌরনিগমের বাজেট অধিবেশনে নির্দিষ্টকে ধর্মকে নিয়ে মন্তব্য করেছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর পেরিয়েছে 24 দিন ৷ তারপরও বিতর্ক থামার লক্ষণ নেই ৷ অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিবাদ করেছেন আরও অনেকেই। তৃণমূলের তারকা কাউন্সিলরের পদ বাতিলের দাবি পর্যন্ত উঠেছে । আবারও এই নিয়ে সরব হয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চা ৷

বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি চার্লস নন্দী বলেন, "বাজেট অধিবেশনে কোনও প্রসঙ্গ ছাড়াই এক সম্প্রদায়ের ধর্মগুরুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি পবিত্র ধর্মগ্রন্ত্রেরও অসম্মান করেন। কলকাতার সবকটি থানায় ওই কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এর পাশাপাশি দেশের আরো বিভিন্ন থানায়ও অভিযোগ হয়েছে । এছাড়া তাঁর গ্রেফতারির দাবিও জানিয়েছি আমরা। ওঁকে দল থেকে বহিষ্কার করার দাবিও জানিয়েছি। আজ বিশপ পরিতোষ ক্যানিং আমাদের সব কথা শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানো হবে । ধর্মীয় ভাবাবেগে আঘাত করাটা তৃণমূলের কালচার ।"

আরও পড়ুন:

  1. বাজেট অধিবেশনে তৃণমূল কাউন্সিলরের বিতর্কিত মন্তব্য, নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের বিজেপি'র
  2. নির্দিষ্ট ধর্মকে নিয়ে অনন্যার বক্তব্যে ক্ষুব্ধ মমতা, নির্দেশ 'এমনটা যেন আর না-হয়'
  3. ধর্মীয় ভাবাবেগে 'আঘাত', তারকা কাউন্সিলরের 'যৌন' গল্পে উত্তাল পৌরনিগম; ব্যাখ্যা তলব ফিরহাদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.