কলকাতা, 4 মে: এসএসসি দুর্নীতি কাণ্ডে অযোগ্য প্রার্থীদের সঙ্গে বহু যোগ্য প্রার্থীদেরও চাকরি বাতিল হয়েছে। তাই তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁরই নির্দেশ মতো রাজ্য বিজেপি স্তরে তৈরি হল লিগাল কমিটি । বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশ মতোই গঠন করা হয়েছে এই লিগাল কমিটি। শনিবার রাতে রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যোগ্য প্রার্থীদেরও আইনি সহায়তার জন্য একটি লিগ্যাল কমিটি গঠনের ঘোষণা করেন। মোট 6 জন সদস্য রয়েছেন এই কমিটিতে। কমিটিতে থাকছেন আইনজীবী কৌস্তভ দাস, আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়, আইনজীবী সহস্রাংশ ভট্টাচার্য, আইনজীবী সুকান্ত চক্রবর্তী, আইনজীবী তিলক মিত্র এবং আইনজীবী রাহুল সরকার।
শিক্ষক নিয়োগ সংক্রান্ত 2016-র যে পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে তাতে চাকরি হারিয়েছেন প্রায় 26 হাজারের মতো মানুষ। এর মধ্যে অযোগ্যদের পাশাপাশি রয়েছেন বহু যোগ্য প্রার্থীরাও। সম্প্রতি রাজ্যে একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান এই ঘটনায় যাঁরা যোগ্য প্রার্থী ছিলেন তাঁরাও চাকরি হারা হয়ে যে কি সমস্যার মধ্যে পড়েছে সেটা সহজেই বোঝা যায়।
তিনি জানান, তাঁদের অবস্থার কথা ভেবে খারাপ লাগছে ৷ ব্যথিত মন। তাই যোগ্যপ্রার্থীদের পাশে রয়েছে বিজেপি। চাকরিপ্রার্থীদের সব রকম আইনি সহায়তা এবং আইনের লড়াই লড়ার যতরকম সাহায্য প্রয়োজন তা দেবে বিজেপি। সেই জন্যেই রাজ্য বিজেপিকে দ্রুত একটি লিগাল কমিটি গঠন করার কোথাও জানান। সেই কথা মতো এদিন শিক্ষক দুর্নীতি কাণ্ডে যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়াতে তৈরি হয়েছে লিগাল কমিটি ৷
আরও পড়ুন
1. বাংলায় যত বেশি বিজেপি সাংসদ, তত বেশি বিকাশ, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
2. ‘যোগ্য’ চাকরিহারাদের আইনি সাহায্য করবে বিজেপি, ঘোষণা মোদির
3. ভয় পেয়ে আমেঠি থেকে রায়বরেলিতে পালিয়েছেন ‘শাহজাদা’, বর্ধমানের সভায় রাহুলের বিরুদ্ধে সরব মোদি