ETV Bharat / state

শৌর্য দিবসে বাংলাদেশ ইস্যুতে সাধু সমাজের সঙ্গে পথে শুভেন্দু, কটাক্ষ ফিরহাদের - SHAURYA DIWAS IN KOLKATA

বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তিতে শৌর্য দিবস পালনের মিছিলে বাংলাদেশ নিয়ে সরব শুভেন্দু ৷ অন্যদিকে, বাবরি মসজিদও অনেকের আবেগ, মনে করালেন ফিরহাদ ৷

Firhad Hakim on Suvendu Adhikari
শৌর্য দিবসে সাধুদের সঙ্গে শুভেন্দু, সমালোচনায় সরব ফিরহাদ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2024, 11:00 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং চিন্ময়কৃষ্ণ দাস-সহ ধৃত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে শুক্রবার শৌর্য দিবস পালন ৷ তাতেই সাধু সমাজের সঙ্গে রাজপথে হাঁটলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এদিন সনাতনীরা শ্যামবাজার থেকে সিঁথির মোড় পর্যন্ত পদযাত্রা করেন ৷ এদিকে এই মিছিলকে 'অসভ্যতা' বলে কটাক্ষ করেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিমের বক্তব্য (ইটিভি ভারত)

তিনি বলেন, "এটা অস্বীকার করার জায়গা নেই যে বাবরি মসজিদ অনেক মানুষের সেন্টিমেন্ট । সেই ভাবাবেগে আঘাত দিয়ে মসজিদ সেদিন ভাঙা হয়েছিল । তাই আদালতে মামলা হয়েছিল ৷ পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায়ে ওখানে রামমন্দির হয়েছে । সেই রায় নিয়ে আমার কিছু বলার নেই । তবে বাবরি মসজিদ ভাঙার ভাবাবেগের বিরুদ্ধে কেউ যদি শৌর্য দিবস পালন করে তার মানে তারা অসভ্য, বর্বর ও অভদ্র । ওই ঘটনার পরে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সংহতির কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন, সকলকে নিয়ে চলার কথা বলেছেন । আমরা দুঃখের বা লজ্জার দিবস করিনি । সেদিন দুঃখ হয়েছিল, তারপরেও মুখ্যমন্ত্রীর নির্দেশে সংহতি দিবস করেছি । শৌর্য দিবসটা আসলে অসভ্যতার প্রতীক ।"

শৌর্য দিবসের মিছিলে মূলত উত্তর কলকাতা এবং দমদম-সহ পার্শ্ববর্তী এলাকার সনাতনীরা সমবেত হয়েছিলেন । এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, নিধন এবং হামলা হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই চলবে । এই লড়াই থামবে না । যদি অবিলম্বে ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয় তাহলে বাংলাদেশের সঙ্গে সমস্ত বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে ৷ হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে । কারণ এক থাকলে সবাই সুরক্ষিত থাকবে । এই লড়াই অস্তিত্বের লড়াই । এই লড়াই জিততেই হবে ।"

কলকাতা, 6 ডিসেম্বর: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং চিন্ময়কৃষ্ণ দাস-সহ ধৃত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে শুক্রবার শৌর্য দিবস পালন ৷ তাতেই সাধু সমাজের সঙ্গে রাজপথে হাঁটলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এদিন সনাতনীরা শ্যামবাজার থেকে সিঁথির মোড় পর্যন্ত পদযাত্রা করেন ৷ এদিকে এই মিছিলকে 'অসভ্যতা' বলে কটাক্ষ করেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

শুভেন্দু অধিকারী ও ফিরহাদ হাকিমের বক্তব্য (ইটিভি ভারত)

তিনি বলেন, "এটা অস্বীকার করার জায়গা নেই যে বাবরি মসজিদ অনেক মানুষের সেন্টিমেন্ট । সেই ভাবাবেগে আঘাত দিয়ে মসজিদ সেদিন ভাঙা হয়েছিল । তাই আদালতে মামলা হয়েছিল ৷ পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায়ে ওখানে রামমন্দির হয়েছে । সেই রায় নিয়ে আমার কিছু বলার নেই । তবে বাবরি মসজিদ ভাঙার ভাবাবেগের বিরুদ্ধে কেউ যদি শৌর্য দিবস পালন করে তার মানে তারা অসভ্য, বর্বর ও অভদ্র । ওই ঘটনার পরে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সংহতির কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন, সকলকে নিয়ে চলার কথা বলেছেন । আমরা দুঃখের বা লজ্জার দিবস করিনি । সেদিন দুঃখ হয়েছিল, তারপরেও মুখ্যমন্ত্রীর নির্দেশে সংহতি দিবস করেছি । শৌর্য দিবসটা আসলে অসভ্যতার প্রতীক ।"

শৌর্য দিবসের মিছিলে মূলত উত্তর কলকাতা এবং দমদম-সহ পার্শ্ববর্তী এলাকার সনাতনীরা সমবেত হয়েছিলেন । এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, নিধন এবং হামলা হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই চলবে । এই লড়াই থামবে না । যদি অবিলম্বে ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয় তাহলে বাংলাদেশের সঙ্গে সমস্ত বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে ৷ হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে । কারণ এক থাকলে সবাই সুরক্ষিত থাকবে । এই লড়াই অস্তিত্বের লড়াই । এই লড়াই জিততেই হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.