ETV Bharat / state

'জবলেসনেস প্যান্ডেমিকে' ভুগছে বাংলা, অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ শুভেন্দুর - Suvendu Adhikari Writes to FM

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 9:46 PM IST

Suvendu Meets Union Finance Minister: রাজ্য অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের টাকার অপব্যবহার করতে পারে রাজ্যের তৃণমূল সরকার ৷ এই আশঙ্কায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার সঙ্গে দেখা করে তাঁকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari Greets Union Finance Minister in New Delhi
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী (ছবি সৌজন্য: শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেল)

কলকাতা, 11 জুলাই: বর্তমানে বাংলা 'জবলেসনেস প্যান্ডেমিকে' ভুগছে ৷ রাজ্যে আর্থিক সংকট দেখা দেবে ৷ এমনটাই দাবি করে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন দিল্লিতে প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু ৷ তারপর তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমনের সঙ্গে দেখা করে তাঁর হাতে চিঠিটি তুলে দেন ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, গত 8 জুলাই রাজ্যে সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের একটি চিঠি পাঠানো হয়েছিল ৷ তাতে রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত দফতরের ব্যাংক ডিটেলস পাঠাতে নির্দেশ দেওয়ার হয়েছে ৷ শুভেন্দু অধিকারী তাঁর চিঠিতে জানিয়েছেন, যে রাজ্যের আর্থিক বিষয়গুলিকে আরও ভালোভাবে চালনা করতেই এই তথ্য চাওয়া হয়েছে ৷

এদিকে শুভেন্দু অধিকারীর আশঙ্কা, রাজ্যের এহেন আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রীয় জনমুখী প্রকল্পের টাকা অন্য খাতে লাগাতে পারে রাজ্যে সরকার ৷ তিনি অভিযোগ করেন, রাজ্যের আর্থিক সংকটের খবরটি আড়াল করতেই কেন্দ্রের টাকার অপব্যবহার করতে পারে সরকার ৷

শুভেন্দু অধিকারী তাঁর চিঠিতে আরও জানিয়েছেন বর্তমানে পশ্চিমবঙ্গ 'জবলেসনেস প্যান্ডেমিকে' ভুগছে ৷ রাজ্যের আর্থিক সংকট দেখা দেবে ৷ তাই অবিলম্বে এই রাজ্যের আর্থিক বিষয়গুলির উপর কেন্দ্র নজরদারি করুক, নির্মলা সীতারমনের কাছে এই আবেদন জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়াক শুভেন্দু অধিকারী ৷

এদিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে লোকসভায় বিজেপির ফলাফল থেকে শুরু করে ভোর পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয় ৷ এছাড়া রাজ্যে গণপিটুনির ঘটনার বাড়বাড়ন্ত, চোপড়ায় প্রকাশ্যে অত্যাচারের ঘটনায় জড়িত তৃণমূল নেতা, আড়িয়াদহের তৃণমূল ঘনিষ্ঠ অভিযুক্ত জয়ন্ত সিংয়ের প্রসঙ্গও উঠে আসে ৷ এই ঘটনাগুলির ভিডিয়ো ফুটেজও শুভেন্দু অধিকারী একটি ইউএসবি ড্রাইভে করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে তুলে দিয়েছেন ৷ এই কথা বিজেপি নেতা নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ৷ এমনকী কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে 45 মিনিট ধরে বৈঠক করে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা ৷

কলকাতা, 11 জুলাই: বর্তমানে বাংলা 'জবলেসনেস প্যান্ডেমিকে' ভুগছে ৷ রাজ্যে আর্থিক সংকট দেখা দেবে ৷ এমনটাই দাবি করে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন দিল্লিতে প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু ৷ তারপর তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমনের সঙ্গে দেখা করে তাঁর হাতে চিঠিটি তুলে দেন ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, গত 8 জুলাই রাজ্যে সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের একটি চিঠি পাঠানো হয়েছিল ৷ তাতে রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত দফতরের ব্যাংক ডিটেলস পাঠাতে নির্দেশ দেওয়ার হয়েছে ৷ শুভেন্দু অধিকারী তাঁর চিঠিতে জানিয়েছেন, যে রাজ্যের আর্থিক বিষয়গুলিকে আরও ভালোভাবে চালনা করতেই এই তথ্য চাওয়া হয়েছে ৷

এদিকে শুভেন্দু অধিকারীর আশঙ্কা, রাজ্যের এহেন আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রীয় জনমুখী প্রকল্পের টাকা অন্য খাতে লাগাতে পারে রাজ্যে সরকার ৷ তিনি অভিযোগ করেন, রাজ্যের আর্থিক সংকটের খবরটি আড়াল করতেই কেন্দ্রের টাকার অপব্যবহার করতে পারে সরকার ৷

শুভেন্দু অধিকারী তাঁর চিঠিতে আরও জানিয়েছেন বর্তমানে পশ্চিমবঙ্গ 'জবলেসনেস প্যান্ডেমিকে' ভুগছে ৷ রাজ্যের আর্থিক সংকট দেখা দেবে ৷ তাই অবিলম্বে এই রাজ্যের আর্থিক বিষয়গুলির উপর কেন্দ্র নজরদারি করুক, নির্মলা সীতারমনের কাছে এই আবেদন জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়াক শুভেন্দু অধিকারী ৷

এদিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে লোকসভায় বিজেপির ফলাফল থেকে শুরু করে ভোর পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয় ৷ এছাড়া রাজ্যে গণপিটুনির ঘটনার বাড়বাড়ন্ত, চোপড়ায় প্রকাশ্যে অত্যাচারের ঘটনায় জড়িত তৃণমূল নেতা, আড়িয়াদহের তৃণমূল ঘনিষ্ঠ অভিযুক্ত জয়ন্ত সিংয়ের প্রসঙ্গও উঠে আসে ৷ এই ঘটনাগুলির ভিডিয়ো ফুটেজও শুভেন্দু অধিকারী একটি ইউএসবি ড্রাইভে করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে তুলে দিয়েছেন ৷ এই কথা বিজেপি নেতা নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ৷ এমনকী কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে 45 মিনিট ধরে বৈঠক করে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.