ETV Bharat / state

এনআইএ নিয়ে তৃণমূলের 'সুপ্রিম' হুঁশিয়ারিতে শুভেন্দুর কটাক্ষ - Suvendu Adhikari

Suvendu Adhikari: বুধবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে যোগ দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি রাম নবমীর ছুটি থেকে শুরু করে এনআইএ তদন্তে তৃণমূলের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি নিয়ে তাঁর মতামত জানালেন ৷

ETV Bharat
কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 1:13 PM IST

তৃণমূলের এনআইএর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারী

কলকাতা, 10 এপ্রিল: বুধবার সকালে জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে যোগ দিতে কলকাতা বিমানবন্দরে পৌছন শুভেন্দু অধিকারী ৷ সেখান থেকে বিমানে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷ তার আগে এনআইএ-র বিরুদ্ধে তৃণমূলের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি নিয়েও মন্তব্য করেন বিজেপি নেতা ৷ তৃণমূল কতবার কী কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, সেই হিসেব তুলে ধরেন তিনি ৷ পাশাপাশি রাজ্য সরকারের রাম নবমীর ছুটি দেওয়া নিয়ে এই মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ তিনি "ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ৷ এখন ঠেলায় পড়েছে ৷"

লোকসভা নির্বাচনের আবহে এনআইএ নিয়ে সরগরম রাজ্যরাজনীতি ৷ মঙ্গলবার হুগলিতে অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন, এনআইএ এসপি-কে না সরানো হলে সরকার সুপ্রিম কোর্টে যাবে ৷ এ নিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, "আমার বিরুদ্ধে সাত বার সুপ্রিম কোর্টে গিয়েছে ৷ ডালখোলা আর শিবপুর এবং রিষড়াতে রাম নবমীর দিনে হামলার ঘটনায়

এনআইএ তদন্ত বন্ধ করার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল ৷ শেখ শাহাজাহানের সিবিআই হেফাজত আটকাতে সুপ্রিম কোর্টে গিয়েছিল ৷ কেষ্ট মণ্ডলকে বাঁচাতেও সুপ্রিম কোর্ট গিয়েছিল ৷ কিন্তু লাভ হয়নি ৷" শুভেন্দু দেশের সংবিধান, আদালত এবং আইনে উপর বিশ্বাস রাখার কথা উল্লেখ করেন ৷

এদিন তাঁকে সাংবাদিকরা পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে বিজেপি নেতা বলেন, "আমার কাছে সব নথিপত্র আছে ৷ আমাদের এক বিধায়ক বিধানসভায় এই প্রসঙ্গটি তুলেছিলেন ৷ তিনিই নথিপত্র দিয়েছেন ৷ আমি সঙ্গে ছিলাম ৷ পাহাড়ে 400 মতো নিয়োগ হয়েছে ৷ পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের নিয়ম না-মেনে জিটিএ থেকে হয়েছে ৷ নিয়োগের যে নিয়ম আছে অ্যাকাডেমিক, এসসি, এসটি, ওবিসি ভাইবা- সেই নিয়ম ওখানে মানা হয়নি ৷ এর সঙ্গে অনীত থাপা যুক্ত ৷ বিনয় তামাংও যুক্ত, তবে বিনয়ের অত বুদ্ধি নেই ৷ এইসব কাণ্ডকারখানায় অনীত থাপার সঙ্গে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক রয়েছেন ৷ অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত ৷ নিয়োগ দুর্নীতির বিপুল টাকা অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে ৷"

সম্প্রতি তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বীরভূমে লিড দিতে না পারলে তিনি পদত্যাগ করবেন ৷ এই প্রসঙ্গে অবশ্য শুভেন্দু বলেন, "ওর কথার উত্তর আমি দিই না ৷ ও যার আলোকে আলোকিত, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আমি তাঁকে হারিয়েছি ৷"

আরও পড়ুন:

  1. 'শাহজাহানকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে সিপিএমের নিরাপদ', হুগলিতে দাবি শুভেন্দুর
  2. দিলীপের প্রচারে সরকারি গাড়ি! নির্বাচন কমিশনে যাওয়ার হুমকি তৃণমূলের

তৃণমূলের এনআইএর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারী

কলকাতা, 10 এপ্রিল: বুধবার সকালে জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে যোগ দিতে কলকাতা বিমানবন্দরে পৌছন শুভেন্দু অধিকারী ৷ সেখান থেকে বিমানে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷ তার আগে এনআইএ-র বিরুদ্ধে তৃণমূলের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি নিয়েও মন্তব্য করেন বিজেপি নেতা ৷ তৃণমূল কতবার কী কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, সেই হিসেব তুলে ধরেন তিনি ৷ পাশাপাশি রাজ্য সরকারের রাম নবমীর ছুটি দেওয়া নিয়ে এই মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ তিনি "ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ৷ এখন ঠেলায় পড়েছে ৷"

লোকসভা নির্বাচনের আবহে এনআইএ নিয়ে সরগরম রাজ্যরাজনীতি ৷ মঙ্গলবার হুগলিতে অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন, এনআইএ এসপি-কে না সরানো হলে সরকার সুপ্রিম কোর্টে যাবে ৷ এ নিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, "আমার বিরুদ্ধে সাত বার সুপ্রিম কোর্টে গিয়েছে ৷ ডালখোলা আর শিবপুর এবং রিষড়াতে রাম নবমীর দিনে হামলার ঘটনায়

এনআইএ তদন্ত বন্ধ করার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল ৷ শেখ শাহাজাহানের সিবিআই হেফাজত আটকাতে সুপ্রিম কোর্টে গিয়েছিল ৷ কেষ্ট মণ্ডলকে বাঁচাতেও সুপ্রিম কোর্ট গিয়েছিল ৷ কিন্তু লাভ হয়নি ৷" শুভেন্দু দেশের সংবিধান, আদালত এবং আইনে উপর বিশ্বাস রাখার কথা উল্লেখ করেন ৷

এদিন তাঁকে সাংবাদিকরা পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে বিজেপি নেতা বলেন, "আমার কাছে সব নথিপত্র আছে ৷ আমাদের এক বিধায়ক বিধানসভায় এই প্রসঙ্গটি তুলেছিলেন ৷ তিনিই নথিপত্র দিয়েছেন ৷ আমি সঙ্গে ছিলাম ৷ পাহাড়ে 400 মতো নিয়োগ হয়েছে ৷ পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের নিয়ম না-মেনে জিটিএ থেকে হয়েছে ৷ নিয়োগের যে নিয়ম আছে অ্যাকাডেমিক, এসসি, এসটি, ওবিসি ভাইবা- সেই নিয়ম ওখানে মানা হয়নি ৷ এর সঙ্গে অনীত থাপা যুক্ত ৷ বিনয় তামাংও যুক্ত, তবে বিনয়ের অত বুদ্ধি নেই ৷ এইসব কাণ্ডকারখানায় অনীত থাপার সঙ্গে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক রয়েছেন ৷ অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত ৷ নিয়োগ দুর্নীতির বিপুল টাকা অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে ৷"

সম্প্রতি তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বীরভূমে লিড দিতে না পারলে তিনি পদত্যাগ করবেন ৷ এই প্রসঙ্গে অবশ্য শুভেন্দু বলেন, "ওর কথার উত্তর আমি দিই না ৷ ও যার আলোকে আলোকিত, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আমি তাঁকে হারিয়েছি ৷"

আরও পড়ুন:

  1. 'শাহজাহানকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে সিপিএমের নিরাপদ', হুগলিতে দাবি শুভেন্দুর
  2. দিলীপের প্রচারে সরকারি গাড়ি! নির্বাচন কমিশনে যাওয়ার হুমকি তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.