ETV Bharat / state

বাংলা বনধ সফলে মিছিল শুভেন্দুর, একদিনে তিনটে অভিযানের হুঁশিয়ারি - BJP Bangla Bandh

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 2:07 PM IST

Suvendu Adhikari in Nandigram on Bangla Bandh Day: দলের ডাকা বাংলা বনধ সফল করতে সকাল থেকেই রাস্তায় নামলেন শুভেন্দু অধিকারী ৷ বনধের প্রভাব কেমন পড়ল পূর্ব মেদিনীপুরে ?

Suvendu Adhikari at Nandigram
বাংলা বনধের দিনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মিছিল (ইটিভি ভারত)

নন্দীগ্রাম, 28 অগস্ট: দলের ডাকা বাংলা বনধের দিনে সমর্থকদের নিয়ে নন্দীগ্রামে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ স্লোগান উঠল, 'দফা এক দাবি এক, মমতার পদত্যাগ' ৷ পাশাপাশি তিনি মিছিল থেকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলেরও পদত্যাগ দাবি করলেন ৷

বাংলা বনধ সফল করতে পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে দিকে দিকে বিশৃঙ্খলা দেখা গিয়েছিল ৷ যার জেরে অনেক আন্দোলনকারী আহত হন । এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করেন বুধবার 12 ঘণ্টার বাংলা বনধ পালিত হবে ৷ সেই মতো বিজেপি নেতা ও কর্মী-সমর্থকরা বনধ সফল করতে বুধবার সকাল থেকেই রাস্তায় নামেন ৷ সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে তার প্রভাব দেখা গেল । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তমলুক-হলদিয়া রাজ্য সড়ক কাকটিয়া মোড়ের কাছে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । যার জেরে বহু গাড়ি আটকে পড়ে ।

এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বনধের সমর্থনে মিছিল বের করেন । তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "গতকালের মতো আজও বাধা দিচ্ছে মমতার পুলিশ । যত বাধা দিবে তত বাড়বে । প্রস্তুত থাকুন একদিনে তিনটি অভিযান হবে । নবান্ন, লালবাজার ও কালীঘাট । কবে হবে কারা করবে, সব জেনে যাবেন ৷"

অপরদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তায় অবরোধ মুক্ত করতে নামতেই বিজেপির সঙ্গে ঝামেলা বাঁধে ৷ যার জেরে অবরোধকারীরা গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে বিজেপির ডাকা এই 12 ঘণ্টা বাংলা বনধের মিশ্র প্রভাব দেখা গিয়েছে শুভেন্দুর গড়ে ৷ কিছু জায়গায় তৃণমূল বনধ বিরোধী মিছিল শুরু করেছে ।

নন্দীগ্রাম, 28 অগস্ট: দলের ডাকা বাংলা বনধের দিনে সমর্থকদের নিয়ে নন্দীগ্রামে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ স্লোগান উঠল, 'দফা এক দাবি এক, মমতার পদত্যাগ' ৷ পাশাপাশি তিনি মিছিল থেকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলেরও পদত্যাগ দাবি করলেন ৷

বাংলা বনধ সফল করতে পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে দিকে দিকে বিশৃঙ্খলা দেখা গিয়েছিল ৷ যার জেরে অনেক আন্দোলনকারী আহত হন । এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করেন বুধবার 12 ঘণ্টার বাংলা বনধ পালিত হবে ৷ সেই মতো বিজেপি নেতা ও কর্মী-সমর্থকরা বনধ সফল করতে বুধবার সকাল থেকেই রাস্তায় নামেন ৷ সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে তার প্রভাব দেখা গেল । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তমলুক-হলদিয়া রাজ্য সড়ক কাকটিয়া মোড়ের কাছে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । যার জেরে বহু গাড়ি আটকে পড়ে ।

এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বনধের সমর্থনে মিছিল বের করেন । তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "গতকালের মতো আজও বাধা দিচ্ছে মমতার পুলিশ । যত বাধা দিবে তত বাড়বে । প্রস্তুত থাকুন একদিনে তিনটি অভিযান হবে । নবান্ন, লালবাজার ও কালীঘাট । কবে হবে কারা করবে, সব জেনে যাবেন ৷"

অপরদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তায় অবরোধ মুক্ত করতে নামতেই বিজেপির সঙ্গে ঝামেলা বাঁধে ৷ যার জেরে অবরোধকারীরা গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে বিজেপির ডাকা এই 12 ঘণ্টা বাংলা বনধের মিশ্র প্রভাব দেখা গিয়েছে শুভেন্দুর গড়ে ৷ কিছু জায়গায় তৃণমূল বনধ বিরোধী মিছিল শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.