ETV Bharat / state

কপিল শর্মার শো-তে রবি ঠাকুরকে অবমাননার প্রতিবাদে মামলার হুঁশিয়ারি জিতেন্দ্রর - TAGORE SONG CONTROVERSY

কপিল শর্মার শোয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগ ৷ সেই নিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করলেন জিতেন্দ্র তেওয়ারি ৷

Tagore Song Controversy
কপিল শর্মার শো-তে রবি ঠাকুরকে অবমাননার প্রতিবাদে মামলার হুঁশিয়ারি জিতেন্দ্রর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 3:26 PM IST

আসানসোল, 2 নভেম্বর: কপিল শর্মা শোতে রবীন্দ্রনাথের গান বিকৃত করার অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা তথা কালচারাল অ্য়ান্ড লিটারেসি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি । নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী সাতদিনের মধ্যে যদি নিঃশর্ত ক্ষমা না-চাওয়া হয় তাহলে তিনি আদালতের দ্বারস্থ হবেন ।

কপিল শর্মার কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে । জানা গিয়েছে, কয়েকদিন আগেই কপিল শর্মার শোতে ‘তিন পাত্তি’ সিনেমার প্রচারের জন্য এসেছিলেন অভিনেত্রী কাজল এবং কৃতী শ্যানন ।

Tagore Song Controversy
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (নিজস্ব চিত্র)

সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একলা চলো’ গানটিকে বিকৃত করে পরিবেশন করার অভিযোগ উঠেছে । আর তারপরেই সরব হয়েছে বাঙালি । ইতিমধ্যেই কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন । তিনি দাবি তুলেছেন, ওই অংশটিকে কেটে পুনঃসম্প্রচার করতে হবে ।

প্রতিবাদে নেমেছে বাংলা পক্ষও । এছাড়া বিশিষ্ট সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত রবীন্দ্রনাথের দেশাত্মবোধ বিষয়ক স্বদেশ পর্যায়ের এই গান বিকৃত করাকে মেনে নিতে পারেননি ।

Tagore Song Controversy
সোশাল মিডিয়ায় পোস্ট জিতেন্দ্র তিওয়ারির (নিজস্ব চিত্র)

এবার বিষয়টিকে নিয়ে সরব হলেন রাজ্যের বিজেপি নেতা তথা কালচারাল অ্যান্ড লিটারেসি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি । যে জিতেন্দ্র তিওয়ারিকে বাংলা পক্ষ চিরকাল ‘গুটকা খোর’ হিন্দিবাসীদের প্রশ্রয়কারী নেতা বলে চিহ্নিত করেছেন, সেই জিতেন্দ্র তেওয়ারি রবীন্দ্রনাথের গান অবমাননা করার বিষয়ে সরব হয়েছেন ।

জিতেন্দ্র তেওয়ারি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, "কপিল শর্মা শো-তে কবিগুরু-র ‘একলা চলো রে’ গানটিকে চূড়ান্ত ভাবে বিকৃত করা এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অপমানজনক কুৎসিত মজা করার যে ঘটনা ঘটেছে । কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । আগামী সাতদিনের মধ্যে যদি এই ঘটনার নিঃশর্ত ক্ষমা না-চাওয়া হয়, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হব ।"

আসানসোল, 2 নভেম্বর: কপিল শর্মা শোতে রবীন্দ্রনাথের গান বিকৃত করার অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা তথা কালচারাল অ্য়ান্ড লিটারেসি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি । নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী সাতদিনের মধ্যে যদি নিঃশর্ত ক্ষমা না-চাওয়া হয় তাহলে তিনি আদালতের দ্বারস্থ হবেন ।

কপিল শর্মার কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে । জানা গিয়েছে, কয়েকদিন আগেই কপিল শর্মার শোতে ‘তিন পাত্তি’ সিনেমার প্রচারের জন্য এসেছিলেন অভিনেত্রী কাজল এবং কৃতী শ্যানন ।

Tagore Song Controversy
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (নিজস্ব চিত্র)

সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একলা চলো’ গানটিকে বিকৃত করে পরিবেশন করার অভিযোগ উঠেছে । আর তারপরেই সরব হয়েছে বাঙালি । ইতিমধ্যেই কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন । তিনি দাবি তুলেছেন, ওই অংশটিকে কেটে পুনঃসম্প্রচার করতে হবে ।

প্রতিবাদে নেমেছে বাংলা পক্ষও । এছাড়া বিশিষ্ট সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত রবীন্দ্রনাথের দেশাত্মবোধ বিষয়ক স্বদেশ পর্যায়ের এই গান বিকৃত করাকে মেনে নিতে পারেননি ।

Tagore Song Controversy
সোশাল মিডিয়ায় পোস্ট জিতেন্দ্র তিওয়ারির (নিজস্ব চিত্র)

এবার বিষয়টিকে নিয়ে সরব হলেন রাজ্যের বিজেপি নেতা তথা কালচারাল অ্যান্ড লিটারেসি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি । যে জিতেন্দ্র তিওয়ারিকে বাংলা পক্ষ চিরকাল ‘গুটকা খোর’ হিন্দিবাসীদের প্রশ্রয়কারী নেতা বলে চিহ্নিত করেছেন, সেই জিতেন্দ্র তেওয়ারি রবীন্দ্রনাথের গান অবমাননা করার বিষয়ে সরব হয়েছেন ।

জিতেন্দ্র তেওয়ারি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, "কপিল শর্মা শো-তে কবিগুরু-র ‘একলা চলো রে’ গানটিকে চূড়ান্ত ভাবে বিকৃত করা এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অপমানজনক কুৎসিত মজা করার যে ঘটনা ঘটেছে । কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । আগামী সাতদিনের মধ্যে যদি এই ঘটনার নিঃশর্ত ক্ষমা না-চাওয়া হয়, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.