ETV Bharat / state

'থানার গেট ভাঙতে দু'মিনিট লাগবে না', ওসিকে হুঁশিয়ারি বিজেপি নেতার - BJP leader Dhruba saha

BJP Leader Warns OC: মহম্মদবাজার থানার সামনে দাঁড়িয়ে ওসিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা ধ্রুব সাহা ৷ তাঁর নিশানা থেকে বাদ যায়নি তৃণমূল নেতারাও ৷ বিজেপির কর্মীদের সব হিসাব রাখতে বলেছেন তিনি ৷

ETV Bharat
ইটিভি ভারত
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 1:16 PM IST

ওসিকে হুঁশিয়ারি বিজেপি নেতার

মহম্মদবাজার , 20 জানুয়ারি: মহম্মদবাজার থানায় ডেপুটেশন দিতে গিয়ে ওসি অরূপকুমার দত্তকে তীব্র আক্রমণ শানালেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা । এমনকী থানার গেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি ৷ পাশাপাশি তৃণমূল নেতাদের হাত-পা গুড়িয়ে দেওয়ার কথাও শোনা গেল এই বিজেপি নেতার গলায় ৷ দলের কর্মীদের সব হিসাব রাখার নিদানও দিয়েছেন ধ্রুব সাহা ।

বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকের কাপিষ্ঠা গ্রাম পঞ্চায়েত দখল নেয় বিজেপি । এই পঞ্চায়েতের প্রধান হলেন মণিমালা দাস । স্থানীয় তৃণমূল নেতা-সহ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে তিনি মহম্মদবাজার থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন ৷ কিন্তু গেরুয়া শিবিরের দাবি, পুলিশ সেই অভিযোগ গ্রহণ না করে প্রধানের স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে । পাশাপাশি প্রধানের বাড়িতে ঘন ঘন হানা দিচ্ছে বলে অভিযোগ ৷

এই মর্মে শুক্রবার মহম্মদবাজার থানা ঘেরাও করে বিজেপি ৷ থানার সামনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা ওসিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমি ঝামেলা করতে এলে একটা পুলিশও আপনাকে রক্ষা করতে পারত না ওসি সাহেব ৷ আমি জেল খাটা মাল ৷ জেল ভয় করি না ৷ থানার গেট ভাঙতে আমার দুমিনিটও লাগবে না । ডাইরিতে সব কিছু লিখে রাখছি ৷ বিজেপি কর্মীদের বলব সব নোট রাখুন ৷ আমরা আগামিদিনের শাসক ৷ হিসাব হবে, বিচার হবে ৷ বদলও হবে, বদলাও হবে ।"

এরপরেই তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে ধ্রুব সাহা বলেন, "আমরা এই এলাকায় মানুষের ভোটে তিনটে গ্রাম পঞ্চায়েত দখল করেছি ৷ কোনও ওসি বা বিডিও বিজেপিকে জেতায়নি ৷ তাই প্রধানকে মানতে হবে । কোনও তৃণমূল নেতা গেলে হাত-পা ভেঙে বাড়ি পাঠিয়ে দেব ।" এই মন্তব্যের পরে থানায় গিয়ে ডেপুটেশন জমা দেন বিজেপি নেতা-সহ কর্মীরা ৷

আরও পড়ুন:

  1. যুব মোর্চার 'নমো নবমতদাতা সম্মেলন', 25 জানুয়ারি প্রথমবারের ভোটারদের সঙ্গে যুক্ত হবেন প্রধানমন্ত্রী
  2. প্রধানমন্ত্রীর দেখানো পথে মন্দির পরিষ্কার অভিযানে বঙ্গ বিজেপি
  3. বিরোধীরা গেরুয়া রংকে ভয় পাচ্ছে, পুরুলিয়ায় সাধুদের হেনস্তা নিয়ে সরব নাড্ডা

ওসিকে হুঁশিয়ারি বিজেপি নেতার

মহম্মদবাজার , 20 জানুয়ারি: মহম্মদবাজার থানায় ডেপুটেশন দিতে গিয়ে ওসি অরূপকুমার দত্তকে তীব্র আক্রমণ শানালেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা । এমনকী থানার গেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি ৷ পাশাপাশি তৃণমূল নেতাদের হাত-পা গুড়িয়ে দেওয়ার কথাও শোনা গেল এই বিজেপি নেতার গলায় ৷ দলের কর্মীদের সব হিসাব রাখার নিদানও দিয়েছেন ধ্রুব সাহা ।

বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকের কাপিষ্ঠা গ্রাম পঞ্চায়েত দখল নেয় বিজেপি । এই পঞ্চায়েতের প্রধান হলেন মণিমালা দাস । স্থানীয় তৃণমূল নেতা-সহ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে তিনি মহম্মদবাজার থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন ৷ কিন্তু গেরুয়া শিবিরের দাবি, পুলিশ সেই অভিযোগ গ্রহণ না করে প্রধানের স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে । পাশাপাশি প্রধানের বাড়িতে ঘন ঘন হানা দিচ্ছে বলে অভিযোগ ৷

এই মর্মে শুক্রবার মহম্মদবাজার থানা ঘেরাও করে বিজেপি ৷ থানার সামনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা ওসিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমি ঝামেলা করতে এলে একটা পুলিশও আপনাকে রক্ষা করতে পারত না ওসি সাহেব ৷ আমি জেল খাটা মাল ৷ জেল ভয় করি না ৷ থানার গেট ভাঙতে আমার দুমিনিটও লাগবে না । ডাইরিতে সব কিছু লিখে রাখছি ৷ বিজেপি কর্মীদের বলব সব নোট রাখুন ৷ আমরা আগামিদিনের শাসক ৷ হিসাব হবে, বিচার হবে ৷ বদলও হবে, বদলাও হবে ।"

এরপরেই তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে ধ্রুব সাহা বলেন, "আমরা এই এলাকায় মানুষের ভোটে তিনটে গ্রাম পঞ্চায়েত দখল করেছি ৷ কোনও ওসি বা বিডিও বিজেপিকে জেতায়নি ৷ তাই প্রধানকে মানতে হবে । কোনও তৃণমূল নেতা গেলে হাত-পা ভেঙে বাড়ি পাঠিয়ে দেব ।" এই মন্তব্যের পরে থানায় গিয়ে ডেপুটেশন জমা দেন বিজেপি নেতা-সহ কর্মীরা ৷

আরও পড়ুন:

  1. যুব মোর্চার 'নমো নবমতদাতা সম্মেলন', 25 জানুয়ারি প্রথমবারের ভোটারদের সঙ্গে যুক্ত হবেন প্রধানমন্ত্রী
  2. প্রধানমন্ত্রীর দেখানো পথে মন্দির পরিষ্কার অভিযানে বঙ্গ বিজেপি
  3. বিরোধীরা গেরুয়া রংকে ভয় পাচ্ছে, পুরুলিয়ায় সাধুদের হেনস্তা নিয়ে সরব নাড্ডা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.