ETV Bharat / state

বিজয় মিছিল থেকে বোমা ছুড়ল তৃণমূল ! বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার বিজেপি নেতা - Post Poll Violence

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 3:17 PM IST

TMC-BJP Clash: বিজেপি নেতার বাড়িতে বোমা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ তারই প্রতিবাদে অবরোধ মিছিল করে বিজেপি ৷ বিক্ষোভকারীদের হঠাতে গিয়ে বিজেপির এক সাধারণ সম্পাদককে গ্রেফতার করে পুলিশ ৷

TMC BJP Clash
গ্রেফতার বিজেপি নেতা (নিজস্ব চিত্র)

মেদিনীপুর, 7 জুন: ভোট-পরবর্তী হিংসা এবার মেদিনীপুরে । বিজয় মিছিল থেকে বিজেপির এক নেতার বাড়ির সামনে বোমা ফাটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির ওই নেতা ৷ সেইসঙ্গে রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে অবরোধ মিছিলে শামিল হন তিনি । সেখান থেকে তাঁকে গ্রেফতার করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ । তাঁর পাশাপাশি আটক করা হয় এক মহিলা বিজেপি নেত্রীকেও ।

ভোট-পরবর্তী হিংসা মেদিনীপুরে (নিজস্ব ছবি)

লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে 4 জুন ৷ তারপর থেকে রাজ্যের একাধিক জেলায় ভোট-পরবর্তী হিংসার ঘটনার খবর আসছে ৷ জানা গিয়েছে, শুক্রবার একটি বিজয় মিছিল বের করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ মিছিল 6 নং ওয়ার্ডের বার্জ টাউন মাঠ সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় এক বিজেপি সাধারণ সম্পাদকের বাড়ির সামনে তৃণমূলের কর্মীরা বোম ফাটান বলে অভিযোগ ৷ সেইসঙ্গে তাঁর বাড়ির মধ্যে বোমা ছোড়ারও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় বিজেপি নেতা শুভজিৎ রায় তীব্র ক্ষোভপ্রকাশ করে বলেন, তাঁর বাড়িতে রয়েছেন বৃদ্ধ অসুস্থ মা ৷ বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় তৃণমূলের নেতা-কর্মীরা বোমা ফেলেছে তাঁর বাড়িতে ।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি থানায় অভিযোগ জানাতে যান । কিন্তু সেখান থেকে কোনও ব্যবস্থা না-নেওয়ায় অবশেষে এলাকার মানুষ নিয়ে তিনি রাস্তা অবরোধ করেন সাংসদের অফিসের কাছে । অবরোধের কারণে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল ৷ তাঁদের একটাই দাবি, অবিলম্বে দোষী তৃণমূল নেতাকে গ্রেফতার করতে হবে । এই ঘটনার পরই বিক্ষোভ হঠাতে গিয়ে পুলিশ ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে । তুলে দেওয়া হয় তাঁদের অবরোধ ৷ এই ঘটনায় এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়লে সেখান থেকে বিজেপির সহ-সভাপতি গীতিকা ঘোষ নামে এক মহিলা বিজেপি নেত্রীকে আটক করা হয় ।

মেদিনীপুর, 7 জুন: ভোট-পরবর্তী হিংসা এবার মেদিনীপুরে । বিজয় মিছিল থেকে বিজেপির এক নেতার বাড়ির সামনে বোমা ফাটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির ওই নেতা ৷ সেইসঙ্গে রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে অবরোধ মিছিলে শামিল হন তিনি । সেখান থেকে তাঁকে গ্রেফতার করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ । তাঁর পাশাপাশি আটক করা হয় এক মহিলা বিজেপি নেত্রীকেও ।

ভোট-পরবর্তী হিংসা মেদিনীপুরে (নিজস্ব ছবি)

লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে 4 জুন ৷ তারপর থেকে রাজ্যের একাধিক জেলায় ভোট-পরবর্তী হিংসার ঘটনার খবর আসছে ৷ জানা গিয়েছে, শুক্রবার একটি বিজয় মিছিল বের করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ মিছিল 6 নং ওয়ার্ডের বার্জ টাউন মাঠ সংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার সময় এক বিজেপি সাধারণ সম্পাদকের বাড়ির সামনে তৃণমূলের কর্মীরা বোম ফাটান বলে অভিযোগ ৷ সেইসঙ্গে তাঁর বাড়ির মধ্যে বোমা ছোড়ারও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় বিজেপি নেতা শুভজিৎ রায় তীব্র ক্ষোভপ্রকাশ করে বলেন, তাঁর বাড়িতে রয়েছেন বৃদ্ধ অসুস্থ মা ৷ বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় তৃণমূলের নেতা-কর্মীরা বোমা ফেলেছে তাঁর বাড়িতে ।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি থানায় অভিযোগ জানাতে যান । কিন্তু সেখান থেকে কোনও ব্যবস্থা না-নেওয়ায় অবশেষে এলাকার মানুষ নিয়ে তিনি রাস্তা অবরোধ করেন সাংসদের অফিসের কাছে । অবরোধের কারণে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল ৷ তাঁদের একটাই দাবি, অবিলম্বে দোষী তৃণমূল নেতাকে গ্রেফতার করতে হবে । এই ঘটনার পরই বিক্ষোভ হঠাতে গিয়ে পুলিশ ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে । তুলে দেওয়া হয় তাঁদের অবরোধ ৷ এই ঘটনায় এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়লে সেখান থেকে বিজেপির সহ-সভাপতি গীতিকা ঘোষ নামে এক মহিলা বিজেপি নেত্রীকে আটক করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.