ETV Bharat / state

মুর্শিদাবাদ-ভগবানগোলায় বিজেপির গোঁজ প্রার্থী, অস্বস্তিতে পদ্ম শিবির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

BJP Inner Clash: মুর্শিদাবাদ লোকসভা এবং ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিজেপির অন্দরে ক্ষোভ জোরালো হচ্ছিল কয়েকদিন ধরেই। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নাম দল প্রকাশ করতেই দলের একাংশ ক্ষোভ প্রকাশ করে পথে নামেন।

BJP Inner Clash
মুর্শদাবাদ-ভগবানগোলায় বিজেপির গোঁজ প্রার্থী, অস্বস্তি বাড়াল পদ্ম শিবিরের
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 5:06 PM IST

মুর্শিদাবাদ, 14 এপ্রিল: মুর্শিদাবাদ লোকসভা ও ভগবানগোলা বিধাসভার উপ-নির্বাচনে বিজেপির গোঁজ প্রার্থী দলের অস্বস্তি বাড়াল। দুই কেন্দ্র থেকে নির্দল প্রতীকে দাঁড়াচ্ছেন দুই বিজেপি নেতা। ভোট যত এগিয়ে আসছে মুর্শিদাবাদ লোকসভা এবং ভগবানগোলা উপ নির্বাচনের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিজেপির অন্দরে ক্ষোভ জোরালো হচ্ছিল। এবার দুই কেন্দ্রে লড়াই করবেন বলে ঘোষণা করলেন দলের দুই নেতা। তবে এর ফলে ভোট বাক্সে কোন প্রভাব পড়বে না বলে সাফ জানিয়ে দিলেন বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক নেতৃত্ব।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নাম দল প্রকাশ করতেই দলের একাংশ ক্ষোভ প্রকাশ করে পথে নামেন। বিধায়কের বিরুদ্ধে লালবাগ শহরে একাধিক দুর্নীতি সংক্রান্ত পোস্টার পড়ে। তার প্রার্থী পদ বাতিলের দাবিতে বিজেপি নেতা ও কর্মীরা লালবাগ শহরে মিছিল করেন। এই ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ভগবানগোলা বিধানসভা উপ নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে ভাস্কর সরকারের নাম ঘোষণা করা হয়। আর তাতেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। বিক্ষোভকারিদের দাবি, গৌরীশঙ্কর ঘোষ ও ভাস্কর সরকারের নাম বাতিলের জন্য রাজ্য নেতৃত্বের কাছে আবেদন করা হয়। কিন্তু তাতে সাড়া না-মেলায় অবশেষে চরম সিদ্ধান্ত নিতে তারা নির্দল প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দলের রাজ্য কমিটির সংখ্যালঘু মোর্চার সদস্য এবং সংগঠনের বীরভূম ও যাদবপুর লোকসভা কেন্দ্রের ইনচার্জ নাসিম হোসেন ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি ভগবানগোলা থানার জালিবাগিচার বাসিন্দা। অন্যদিকে, ডোমকল থানার জুগিন্দার বাসিন্দা খোরসেদ আনসারি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে লড়াই করবেন ।

গৌরীশঙ্কর ঘোষ কয়েক মাস আগে তাকে দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ । বিক্ষুব্ধ দুই নেতা নিজেদের প্রকৃত বিজেপি এবং দুঃসময়ের সংগঠক দাবি করেন ৷ খোরসেদ আনসারি বলেন, "আমরা চেয়েছিলাম দলে যোগ্য নেতৃত্বকে প্রার্থী করা হোক। আশা ছিল রাজ্য নেতৃত্ব সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু মনোনয়ন পত্র জমা শুরু হয়ে যাওয়ায় আর অপেক্ষা করতে না পেরে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। সোমবার বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করব।" বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মন্ডল বলেন, "দলগত ভাবে ওদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া, ওদের প্রার্থী হওয়া না হওয়াতে বিজেপির কোনও রকম ক্ষতি হবে না।"

আরও পড়ুন:

  1. ভোটের মুখে জলপাইগুড়িতে বিজেপি নেতা-নেত্রীর গাড়ি থেকে উদ্ধার টাকা
  2. তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে এবার চাকরিপ্রার্থী মাহির লড়াই
  3. প্রচারে বেরিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে আসানসোলের পদ্ম-প্রার্থী আলুওয়ালিয়া

মুর্শিদাবাদ, 14 এপ্রিল: মুর্শিদাবাদ লোকসভা ও ভগবানগোলা বিধাসভার উপ-নির্বাচনে বিজেপির গোঁজ প্রার্থী দলের অস্বস্তি বাড়াল। দুই কেন্দ্র থেকে নির্দল প্রতীকে দাঁড়াচ্ছেন দুই বিজেপি নেতা। ভোট যত এগিয়ে আসছে মুর্শিদাবাদ লোকসভা এবং ভগবানগোলা উপ নির্বাচনের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিজেপির অন্দরে ক্ষোভ জোরালো হচ্ছিল। এবার দুই কেন্দ্রে লড়াই করবেন বলে ঘোষণা করলেন দলের দুই নেতা। তবে এর ফলে ভোট বাক্সে কোন প্রভাব পড়বে না বলে সাফ জানিয়ে দিলেন বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক নেতৃত্ব।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নাম দল প্রকাশ করতেই দলের একাংশ ক্ষোভ প্রকাশ করে পথে নামেন। বিধায়কের বিরুদ্ধে লালবাগ শহরে একাধিক দুর্নীতি সংক্রান্ত পোস্টার পড়ে। তার প্রার্থী পদ বাতিলের দাবিতে বিজেপি নেতা ও কর্মীরা লালবাগ শহরে মিছিল করেন। এই ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ভগবানগোলা বিধানসভা উপ নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে ভাস্কর সরকারের নাম ঘোষণা করা হয়। আর তাতেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। বিক্ষোভকারিদের দাবি, গৌরীশঙ্কর ঘোষ ও ভাস্কর সরকারের নাম বাতিলের জন্য রাজ্য নেতৃত্বের কাছে আবেদন করা হয়। কিন্তু তাতে সাড়া না-মেলায় অবশেষে চরম সিদ্ধান্ত নিতে তারা নির্দল প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দলের রাজ্য কমিটির সংখ্যালঘু মোর্চার সদস্য এবং সংগঠনের বীরভূম ও যাদবপুর লোকসভা কেন্দ্রের ইনচার্জ নাসিম হোসেন ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি ভগবানগোলা থানার জালিবাগিচার বাসিন্দা। অন্যদিকে, ডোমকল থানার জুগিন্দার বাসিন্দা খোরসেদ আনসারি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে লড়াই করবেন ।

গৌরীশঙ্কর ঘোষ কয়েক মাস আগে তাকে দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ । বিক্ষুব্ধ দুই নেতা নিজেদের প্রকৃত বিজেপি এবং দুঃসময়ের সংগঠক দাবি করেন ৷ খোরসেদ আনসারি বলেন, "আমরা চেয়েছিলাম দলে যোগ্য নেতৃত্বকে প্রার্থী করা হোক। আশা ছিল রাজ্য নেতৃত্ব সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু মনোনয়ন পত্র জমা শুরু হয়ে যাওয়ায় আর অপেক্ষা করতে না পেরে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। সোমবার বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করব।" বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মন্ডল বলেন, "দলগত ভাবে ওদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া, ওদের প্রার্থী হওয়া না হওয়াতে বিজেপির কোনও রকম ক্ষতি হবে না।"

আরও পড়ুন:

  1. ভোটের মুখে জলপাইগুড়িতে বিজেপি নেতা-নেত্রীর গাড়ি থেকে উদ্ধার টাকা
  2. তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে এবার চাকরিপ্রার্থী মাহির লড়াই
  3. প্রচারে বেরিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে আসানসোলের পদ্ম-প্রার্থী আলুওয়ালিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.