কলকাতা, 7 জুলাই: বঙ্গ বিজেপির ভাবী অধিনায়ক কে হবেন, তা এখনও জানা যায়নি ৷ এবার জল্পনা কেন্দ্রীয় পর্যবেক্ষকে নিয়েও ৷ শুক্রবার ভারতীয় জনতা পার্টির তরফে 24টি রাজ্যের পর্যবেক্ষকের নাম ঘোষণা করা হয়েছে ৷ সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। মানে এতদিন ধরে যাঁরা পর্যবেক্ষক আছেন, তাঁরাই সংগঠনের ভার সামলাবেন ৷
শুক্রবার বিজেপি সভাপতি জেপি নড্ডা নতুন করে সংগঠনের দায়িত্ব বণ্টন করেছেন 24টি রাজ্যে ৷ দলীয় পদাধিকারের জেরে তালিকায় সই রয়েছে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তথা হেডকোয়ার্টার ইনচার্জ অরুণ সিংহের।
আন্দামান নিকোবর, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, দমন-দিউ, গোয়া, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, জম্মু এবং কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পুদুচেরি, পাঞ্জাব, সিকিম, উত্তরাখণ্ড এবং উত্তর-পূর্ব সবগুলোর পর্যবেক্ষকের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে বেশ কয়েকজন নেতাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সম্প্রতি ওড়িশায় দারুণ ফল করেছে বিজেপি ৷ বিধানসভার পাশাপাশি লোকসভাতেও পদ্ম ফুটেছে । সেখানে গেরুয়া শিবিরের অন্যতম মুখ সুশ্রীলতা উসেন্দিকে উত্তরাখণ্ডের-সহ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এছাড়াও রয়েছে এমন বেশ কিছু নাম ৷
তবে এত কিছুর পরেও এই তালিকায় নাম দেখা গেল না বাংলার। লোকসভা নির্বাচনে রাজ্যে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি ৷ গতবার তাদের লোকসভা সিটের সংখ্যা ছিল 18 ৷ সেখান থেকে এবারে এক ধাক্কায় কমে হয়েছে 12 ৷ অন্যদিকে, হুগলি থেকে জয়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে উত্তরাখণ্ডের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ তবে এবার তিনি পরাজিত হন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ অন্যদিকে, এতদিন বাংলার পর্যবেক্ষকের ভূমিকায় ছিলেন সুনীল বানসাল । সহ-পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন মঙ্গল পাণ্ডে এবং আশা লাকরা ৷ তবে এবার কি নতুন মুখ আসতে চলেছে? সেই নিয়েই বাড়ছে জল্পনা ৷