কলকাতা, 23 ফেব্রুয়ারি: ফের কেন্দ্রের মুখে রাজ্যের প্রশংসা ৷ রাজ্যের মিড-ডে মিল নিয়েই এবার প্রশংসা করল কেন্দ্র ৷ বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্র এবং রাজ্য সচিবের একটি বৈঠক হয় ৷ সেখানেই রাজ্যের মিড-ডে মিল নিয়ে প্রশংসা করে কেন্দ্রের বিজেপি সরকার ৷ এই তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ বিরোধীদের কটাক্ষ করে সোশাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্টও করেন তিনি ৷ পাশাপাশি 4 হাজার কোটি বরাদ্দও করল কেন্দ্র।
শিক্ষামন্ত্রী তাঁর পোস্টে লেখেন, "দিল্লিতে কেন্দ্র-রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মিড-ডে মিল প্রোগ্রাম এবং তা চালানোর মডেলের ভূয়সী প্রশংসা করা হয়েছে ! মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকারের উন্নয়নের মডেল আরও একবার প্রমাণিত হল ৷ কিছুদিন আগে কেন্দ্রীয় দলের অপ-প্রচার এবং বিরোধীদের কুৎসা আবার একবার ভুল প্রমাণিত হল ! অশোকস্তম্ভের তলার লেখাটাই আবার প্রতিষ্ঠিত হল ৷" এর সঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন 'সত্যমেব জয়তে' ৷
তবে শুধুই প্রশংসা নয়, এই বৈঠকের মাধ্যমে সমগ্র শিক্ষা মিশনে বেশ কিছু অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার ৷ সমগ্র শিক্ষা মিশন অভিযান উপলক্ষ্যে মোট 4 হাজার কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করল কেন্দ্র ৷ এই অর্থ স্কুলের পরিকাঠামো ও মিড-ডে মিলের জন্য ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই বিষয়ে নারী ও শিশু সুরক্ষা কমিশনের মন্ত্রী শশী পাঁজা বলেন, "রাজ্য ভালো কাজ করেছে ৷ তার ফলস্বরূপ কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে ৷ এর অর্থ এই নয় যে, রাজ্যকে করা সব বঞ্চনা দূর হয়ে গিয়েছে ৷ একশো দিনের কাজের টাকা এখনও দিচ্ছে না কেন্দ্রীয় সরকার !"
আরও পড়ুন: