ETV Bharat / state

হরিপালের নির্যাতিতার বয়ানে অমিল, অধরা অভিযুক্ত; বিক্ষোভ বাম-রামের - Haripal Incident

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 12:39 PM IST

Haripal Molestation Incident: হরিপাল থানায় পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । যদিও এখনও অভিযুক্তদের খোঁজ পায়নি পুলিশ ৷ এই ঘটনাতেই এবার সিঙ্গুর ও হরিপাল থানায় বিক্ষোভ দেখাল বাম ও বিজেপি ৷

Molestation Incident in Haripal
হরিপালের বিক্ষোভ বাম-রামের (ইটিভি ভারত)

হরিপাল, 8 সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডের রেশ কাটতে না-কাটতেই হরিপালে যৌন হয়রানির শিকার নাবালিকা ৷ এই ঘটনার পরেই অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ হুগলি জুড়ে । ঘটনায় এখনও চার অভিযুক্তের খোঁজ পায়নি হুগলি গ্রামীণ পুলিশ । তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । এলাকায় যাবতীয় সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে ।

গত শুক্রবার নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় । হরিপাল বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকায় অর্ধনগ্ন অবস্থায় এক ছাত্রীকে দেখতে পান স্থানীয়রা । পরে পুলিশ নাবালিকাকে চিকিৎসার জন্য প্রথমে হরিপাল হাসপাতাল ও চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।

সেখান থেকে নাবালিকাকে চন্দননগর আদালতে এনে গোপন জবানবন্দি নেওয়া হয় । যদিও কী কারণে এই ঘটনা ঘটেছে, সে ব্যাপারে এখনও খোঁজ দিতে পারেনি পুলিশ । এই ঘটনায় এবার বাম ছাত্র সংগঠন ও বিজেপির তরফে সিঙ্গুর ও হরিপাল থানায় বিক্ষোভ দেখানো হয় । হরিপাল-সহ একাধিক অঞ্চলের বিভিন্ন স্কুলের তরফেও অভিযোগ জানানো হয়েছে ।

শনিবার হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাসিশ বলেন, ‘‘লিখিত অভিযোগ করা হয়েছে । নাবালিকার গোপন জবানবন্দির রেকর্ডের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না । এমনকী চার অভিযুক্ত গাড়ি করে এসেছিল, সেটার সিসিটিভি রেকর্ড এখনও কিছু পাওয়া যায়নি । অভিযোগে একজনের নাম দেওয়া আছে । সেই নামের ব্যক্তি ঘটনাস্থলে ছিলেন না । ওনার লোকেশনও রাজ্যের বাইরে ছিল । তবে তদন্ত চলছে ৷’’

ইতিমধ্যেই হরিপাল থানায় পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, ‘‘নাবালিকা মেয়েকে পড়তে যাওয়ার সময় গাড়িতে তুলে শারীরিক অত্যাচার করে, নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে রেখে গিয়েছে ৷ এই ঘটনার তীব্র নিন্দা জানাই । ঘটনায় যদি পুলিশ ধামাচাপা দেওবার চেষ্টা করে, তাহলে বিজেপি এর শেষ দেখে ছাড়বে ।’’

চন্দননগরের সিপিএম নেতা ঐক্যতান দাশগুপ্ত বলেন, ‘‘হরিপাল-সহ রাজ্যের একাধিক জায়গায় এই ধরনের অসংখ্য ঘটনা ঘটছে ৷ কিন্তু পুলিশ সেই ঘটনাকে চাপা দেওবার জন্য তৎপর হয়ে উঠছে । নির্যাতিতা মেয়েটির সঙ্গে তার মাকেও কথা বলতে দেওয়া হচ্ছে না ।’’

আরও পড়ুন:

হরিপাল, 8 সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডের রেশ কাটতে না-কাটতেই হরিপালে যৌন হয়রানির শিকার নাবালিকা ৷ এই ঘটনার পরেই অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ হুগলি জুড়ে । ঘটনায় এখনও চার অভিযুক্তের খোঁজ পায়নি হুগলি গ্রামীণ পুলিশ । তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । এলাকায় যাবতীয় সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে ।

গত শুক্রবার নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় । হরিপাল বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকায় অর্ধনগ্ন অবস্থায় এক ছাত্রীকে দেখতে পান স্থানীয়রা । পরে পুলিশ নাবালিকাকে চিকিৎসার জন্য প্রথমে হরিপাল হাসপাতাল ও চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।

সেখান থেকে নাবালিকাকে চন্দননগর আদালতে এনে গোপন জবানবন্দি নেওয়া হয় । যদিও কী কারণে এই ঘটনা ঘটেছে, সে ব্যাপারে এখনও খোঁজ দিতে পারেনি পুলিশ । এই ঘটনায় এবার বাম ছাত্র সংগঠন ও বিজেপির তরফে সিঙ্গুর ও হরিপাল থানায় বিক্ষোভ দেখানো হয় । হরিপাল-সহ একাধিক অঞ্চলের বিভিন্ন স্কুলের তরফেও অভিযোগ জানানো হয়েছে ।

শনিবার হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাসিশ বলেন, ‘‘লিখিত অভিযোগ করা হয়েছে । নাবালিকার গোপন জবানবন্দির রেকর্ডের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না । এমনকী চার অভিযুক্ত গাড়ি করে এসেছিল, সেটার সিসিটিভি রেকর্ড এখনও কিছু পাওয়া যায়নি । অভিযোগে একজনের নাম দেওয়া আছে । সেই নামের ব্যক্তি ঘটনাস্থলে ছিলেন না । ওনার লোকেশনও রাজ্যের বাইরে ছিল । তবে তদন্ত চলছে ৷’’

ইতিমধ্যেই হরিপাল থানায় পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, ‘‘নাবালিকা মেয়েকে পড়তে যাওয়ার সময় গাড়িতে তুলে শারীরিক অত্যাচার করে, নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে রেখে গিয়েছে ৷ এই ঘটনার তীব্র নিন্দা জানাই । ঘটনায় যদি পুলিশ ধামাচাপা দেওবার চেষ্টা করে, তাহলে বিজেপি এর শেষ দেখে ছাড়বে ।’’

চন্দননগরের সিপিএম নেতা ঐক্যতান দাশগুপ্ত বলেন, ‘‘হরিপাল-সহ রাজ্যের একাধিক জায়গায় এই ধরনের অসংখ্য ঘটনা ঘটছে ৷ কিন্তু পুলিশ সেই ঘটনাকে চাপা দেওবার জন্য তৎপর হয়ে উঠছে । নির্যাতিতা মেয়েটির সঙ্গে তার মাকেও কথা বলতে দেওয়া হচ্ছে না ।’’

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.