ETV Bharat / state

ভোটপ্রচারে বৃক্ষরোপণে সচেনতা বিজেপির চিকিৎসক প্রার্থীর - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: ভোটপ্রচারে বেরিয়ে তীব্র গরমের উৎস সন্ধান বিজেপির চিকিৎসক প্রার্থী প্রণত টুডুর ৷ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে করলেন বৃক্ষরোপণ ৷ ভোটে জিতে আগামী 5 বছরে 1 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিলেন তিনি ৷

Jhargram BJP candidate
বিজেপি প্রার্থী প্রণত টুডু (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 4:20 PM IST

বিজেপি প্রার্থী প্রণত টুডু (নিজস্ব ছবি)

ঝাড়গ্রাম, 4 মে: ভোটের প্রচারে বেরিয়ে বৃক্ষরোপণ করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু ৷ শুধু একদিন নয়, প্রতি বছর কুড়ি হাজার করে পাঁচ বছরের মধ্যে মোট এক লক্ষ গাছ লাগানোর অঙ্গীকার নিলেন তিনি । চিকিৎসক থেকে রাজনীতির ময়দানে নেমেছেন এই বিজেপি প্রার্থী । প্রতিনিয়ত তাপপ্রবাহের মধ্যে দিবারাত্রি এক করে চলছে তাঁর ভোটের প্রচার । চিকিৎসক হওয়ার সুবাদে তিনি উপলব্ধি করেছেন, গাছের সংখ্যা কমে যাওয়ায় এই গরমের সম্মুখীন হতে হচ্ছে জনজীবনকে ৷ তাই সাধারণ মানুষকে গাছ লাগানোর বার্তা দেওয়ার জন্য শুক্রবার দুপুরে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করলেন এই প্রার্থী ।

চিকিৎসক প্রণত টুডু এদিন বলেন,"আজ বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিন দিন যেভাবে তাপমাত্রা বাড়ছে তার কারণ বিশ্ব উষ্ণায়ন ৷ সেই দিকে তাকিয়ে এই বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের ঝাড়গ্রাম এলাকায় 10 বছর আগে যে পরিমাণে গাছ ছিল বর্তমান সময়ে তা আর নেই । গাছ কাটা হচ্ছে, গাছ ঠিকমত রোপণ করা হচ্ছে না । সেই কারণেই দিনের পর দিন গাছ সংখ্যা কমে চলেছে। গাছের সংখ্যা বৃদ্ধি করার জন্য আমাদের আজকের এই কর্মসূচি ৷"

বিজেপি প্রার্থীর কথায়,"আমরা একটি টার্গেট নিয়েছি ৷ আগামী পাঁচ বছরে এই ঝাড়গ্রাম লোকসভায় আমরা বৃক্ষরোপণ করব । প্রতিটি বিধানসভায় প্রতি বছর তিন হাজার করে গাছ লাগাব আমরা । যাতে আমরা পাঁচ বছরের মধ্যে এক লক্ষ গাছ রোপণ করতে পারি । বিশেষ করে ঔষধি গাছের পাশাপাশি যে সমস্ত গাছগুলি হারিয়ে গিয়েছে সেগুলি উপর বেশি জোর দেওয়া হবে । যাতে আগামিদিনের প্রজন্মের গাছ চিনতে কোন অসুবিধা না হয় । কেবলমাত্র আমরা গাছ রোপণ করব না গাছগুলিকে রক্ষণাবেক্ষণের মাধ্যমে বড় করে তুলব ৷"

Jhargram BJP candidate
আগামিদিনে 1 লক্ষ গাছ লাগানোর অঙ্গীকার প্রণত টুডুর (নিজস্ব ছবি)

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা রয়েছে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর, বান্দোয়ান গড়বেতা ও শালবনি । এই সাতটি বিধানসভায় প্রতি বছর তিন হাজার করে পাঁচ বছরের মধ্যে এক লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্য নিয়েছেন এই বিজেপি প্রার্থী। ঝাড়গ্রাম অরণ্য সুন্দরী নামে পরিচিত। কিন্তু উন্নয়নের কর্মযজ্ঞে দিনের পর দিন যেভাবে সবুজ হারিয়ে যাচ্ছে তার ফলে যথেষ্ট চিন্তিত পরিবেশবিদরা । তীব্র গরমে সমগ্র বাংলার পাশাপাশি গরমে হাঁসফাঁস করছে ঝাড়গ্রাম ৷ প্রতিনিয়ত 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা । যার ফলে ভোট প্রচারে বাঁধার মুখে পড়তে হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীদের । সকাল এবং বিকেলে গরম একটু কম থাকে ৷ তাই এই দুটি সময়কেই প্রচারের জন্য বেছে নিচ্ছেন সমস্ত প্রার্থীরা ।

আরও পড়ুন:

  1. ঝাড়গ্রামে পদ্ম-প্রার্থীকে মারধর-হেনস্তা, অভিযোগের তির তৃণমূলের দিকে
  2. বামফ্রন্টের কাছে মানুষের জন্য লড়াইয়ের অনুপ্রেরণা পেয়েছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা
  3. ঘাটালে যত ভোট তত গাছ বসানোর প্রতিশ্রুতি দিয়ে মনোনয়ন দেবের, করলেন রক্তদানও

বিজেপি প্রার্থী প্রণত টুডু (নিজস্ব ছবি)

ঝাড়গ্রাম, 4 মে: ভোটের প্রচারে বেরিয়ে বৃক্ষরোপণ করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু ৷ শুধু একদিন নয়, প্রতি বছর কুড়ি হাজার করে পাঁচ বছরের মধ্যে মোট এক লক্ষ গাছ লাগানোর অঙ্গীকার নিলেন তিনি । চিকিৎসক থেকে রাজনীতির ময়দানে নেমেছেন এই বিজেপি প্রার্থী । প্রতিনিয়ত তাপপ্রবাহের মধ্যে দিবারাত্রি এক করে চলছে তাঁর ভোটের প্রচার । চিকিৎসক হওয়ার সুবাদে তিনি উপলব্ধি করেছেন, গাছের সংখ্যা কমে যাওয়ায় এই গরমের সম্মুখীন হতে হচ্ছে জনজীবনকে ৷ তাই সাধারণ মানুষকে গাছ লাগানোর বার্তা দেওয়ার জন্য শুক্রবার দুপুরে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করলেন এই প্রার্থী ।

চিকিৎসক প্রণত টুডু এদিন বলেন,"আজ বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিন দিন যেভাবে তাপমাত্রা বাড়ছে তার কারণ বিশ্ব উষ্ণায়ন ৷ সেই দিকে তাকিয়ে এই বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের ঝাড়গ্রাম এলাকায় 10 বছর আগে যে পরিমাণে গাছ ছিল বর্তমান সময়ে তা আর নেই । গাছ কাটা হচ্ছে, গাছ ঠিকমত রোপণ করা হচ্ছে না । সেই কারণেই দিনের পর দিন গাছ সংখ্যা কমে চলেছে। গাছের সংখ্যা বৃদ্ধি করার জন্য আমাদের আজকের এই কর্মসূচি ৷"

বিজেপি প্রার্থীর কথায়,"আমরা একটি টার্গেট নিয়েছি ৷ আগামী পাঁচ বছরে এই ঝাড়গ্রাম লোকসভায় আমরা বৃক্ষরোপণ করব । প্রতিটি বিধানসভায় প্রতি বছর তিন হাজার করে গাছ লাগাব আমরা । যাতে আমরা পাঁচ বছরের মধ্যে এক লক্ষ গাছ রোপণ করতে পারি । বিশেষ করে ঔষধি গাছের পাশাপাশি যে সমস্ত গাছগুলি হারিয়ে গিয়েছে সেগুলি উপর বেশি জোর দেওয়া হবে । যাতে আগামিদিনের প্রজন্মের গাছ চিনতে কোন অসুবিধা না হয় । কেবলমাত্র আমরা গাছ রোপণ করব না গাছগুলিকে রক্ষণাবেক্ষণের মাধ্যমে বড় করে তুলব ৷"

Jhargram BJP candidate
আগামিদিনে 1 লক্ষ গাছ লাগানোর অঙ্গীকার প্রণত টুডুর (নিজস্ব ছবি)

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা রয়েছে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর, বান্দোয়ান গড়বেতা ও শালবনি । এই সাতটি বিধানসভায় প্রতি বছর তিন হাজার করে পাঁচ বছরের মধ্যে এক লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্য নিয়েছেন এই বিজেপি প্রার্থী। ঝাড়গ্রাম অরণ্য সুন্দরী নামে পরিচিত। কিন্তু উন্নয়নের কর্মযজ্ঞে দিনের পর দিন যেভাবে সবুজ হারিয়ে যাচ্ছে তার ফলে যথেষ্ট চিন্তিত পরিবেশবিদরা । তীব্র গরমে সমগ্র বাংলার পাশাপাশি গরমে হাঁসফাঁস করছে ঝাড়গ্রাম ৷ প্রতিনিয়ত 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা । যার ফলে ভোট প্রচারে বাঁধার মুখে পড়তে হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীদের । সকাল এবং বিকেলে গরম একটু কম থাকে ৷ তাই এই দুটি সময়কেই প্রচারের জন্য বেছে নিচ্ছেন সমস্ত প্রার্থীরা ।

আরও পড়ুন:

  1. ঝাড়গ্রামে পদ্ম-প্রার্থীকে মারধর-হেনস্তা, অভিযোগের তির তৃণমূলের দিকে
  2. বামফ্রন্টের কাছে মানুষের জন্য লড়াইয়ের অনুপ্রেরণা পেয়েছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা
  3. ঘাটালে যত ভোট তত গাছ বসানোর প্রতিশ্রুতি দিয়ে মনোনয়ন দেবের, করলেন রক্তদানও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.