ETV Bharat / state

প্রচারে গিয়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীর চিকিৎসায় বিজেপির ‘চিকিৎসক’ প্রার্থী নির্মল - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: প্রচারে বেরিয়ে রোগী দেখছেন বহরমপুরের বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহা ৷ কোথাও চিকিৎসককে দেখে রোগীরা নিজেই এগিয়ে আসছেন ৷ প্রেসক্রিপশন লিখে পরামর্শ দিচ্ছেন চিকিৎসক প্রার্থী ।

Lok Sabha Election 2024
প্রচারে বিজেপি প্রার্থী নির্মল সাহা
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 3:20 PM IST

পক্ষাঘাতগ্রস্ত রোগীর চিকিৎসায় বিজেপির ডাক্তার প্রার্থী

মুর্শিদাবাদ, 2 এপ্রিল: জোর কদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা ৷ বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল সাহা। তবে প্রচারে নেমে তিনি যে শুধু প্রচার করেছেন তা নয়, অসুস্থদের প্রতি বাড়িয়ে দিচ্ছেন হাত ৷ প্রচারে বেরিয়ে কখনও দীর্ঘদিনের অসুস্থ ব্যক্তিকে বাড়িতে গিয়ে দেখছেন। প্রেসক্রিপশন লিখে পরামর্শ দিচ্ছেন ওষুধের। এই প্রসঙ্গেই প্রার্থী নির্মল সাহা বলেন, "একসময় রোগীরা আমার কাছে যেতেন। আজ আমি রোগীদের কাছে এসে বুঝতে পারছি ওনারা কত কষ্ট করে বহরমপুর আসতেন ডাক্তার দেখাতে।"

সম্প্রিত রেজিনগর বিধানসভা এলাকার বিকলনগরে প্রচারে এসে জানতে পারেন, এই গ্রামের বাসিন্দা অর্চনা মণ্ডল দীর্ঘদিন শয্যাশায়ী ৷ সেই রোগীর বাড়িতে গিয়ে বিছানার পাশে বসে শুশ্রূষা সুরু করেন চিকিৎসক নির্মল সাহা। নিজেই দেওয়াল থেকে রোগীর চিকিৎসার রিপোর্ট খুঁটিয়ে দেখলেন । মাথায় রক্তক্ষরণের জেরে অর্চনাদেবী শরীরের বাঁ-দিক প্যারালাইজড হয়ে গিয়েছে। নির্মলবাবু তাঁকে সম্পূর্ণ সুস্থ হওয়ার আশ্বাস দিয়ে পথ্য লিখে দিলেন । সেইসঙ্গে দিলেন বেশ কিছু পরামর্শও ৷ পাশাপাশি নির্বাচনা ব্যস্ততা মিটে গেলে অর্চনাদেবীকে সম্পূর্ণ সুস্থ করার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেন ৷ চিকিৎসকের ভূমিকা নিয়ে গ্রামের মানুষ উচ্ছসিত হয়ে পড়েন।

অর্চনাদেবীর স্বামী বিপুল মণ্ডল বলেন, "উনি বিজেপি প্রার্থী নন। আমাদের কাছে ভগবান।" প্রচারপর্ব সেরে সাংবাদিকদের সামনে অধীর চৌধুরীকে নিশানা করে বলেন, "পাঁচবারের সাংসদ তার মানে তাঁকে হারানো যাবে না, এটা কোনও কথা নয়। 35 বছরের বামফ্রন্টকেও সরতে হয়েছে । পাঁচবারের সাংসদ এটা যোগ্যতার মাপকাঠি হতে পারে না।

রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, যেই জিতুক এবার টক্কর হবে হাড্ডাহাড্ডি । ওয়াকওভার নিয়ে এবার বহরমপুর লোকসভা জয় কোনও প্রার্থীরই সম্ভব হবে না। প্রচারের দৌড়ে নিজেকে এগিয়ে রেখে ভোট বাক্সে ভরানোর চেষ্টা করছেন ৷ বিজেপি এই কেন্দ্রে প্রথম দফাতেই প্রার্থী ঘোষণা করেছে। তারপর থেকে প্রচারে নেমে ঘর গোছাতে শুরু করে দিয়েছেন । রোজ চায়ে-পে আড্ডায় জনসংযোগ বাড়ানোর পাশাপাশি এলাকায় এলাকায় হেঁটে ঘুরছেন। আর প্রচারে যেখানেই যাচ্ছেন সেখানেই চিকিৎসক প্রার্থীকে ঘিরে ভিড় জমছে। অনুরোধ আসছে একবারটি পরীক্ষা করে দেখার।

কাউকেই হতাশ করছেন না নির্মলবাবু। বহরমপুর লোকসভা আসন গত 25 বছর নিজের দখলে রেখেছেন মুর্শিদাবাদের তথাকথিত 'রবিনহুড' অধীর চৌধুরী। এবার অধীর চৌধুরীকে লড়তে হচ্ছে একাধারে জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ক্রিকেটার ইউসুফ পাঠান ও জেলার পরিচিত চিকিৎসক মুখ নির্মল সাহার বিরুদ্ধে। এই কেন্দ্রে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সমীকরণই উঠে এসেছে।

আরও পড়ুন:

  1. বিধায়কের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, বিধিভঙ্গের অভিযোগে কমিশনে শুভেন্দু
  2. ‘সুকান্ত যেন না জানে’, কল্যাণ-কবীরের ‘ফোনালাপে’ শোরগোল শ্রীরামপুরে

পক্ষাঘাতগ্রস্ত রোগীর চিকিৎসায় বিজেপির ডাক্তার প্রার্থী

মুর্শিদাবাদ, 2 এপ্রিল: জোর কদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা ৷ বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল সাহা। তবে প্রচারে নেমে তিনি যে শুধু প্রচার করেছেন তা নয়, অসুস্থদের প্রতি বাড়িয়ে দিচ্ছেন হাত ৷ প্রচারে বেরিয়ে কখনও দীর্ঘদিনের অসুস্থ ব্যক্তিকে বাড়িতে গিয়ে দেখছেন। প্রেসক্রিপশন লিখে পরামর্শ দিচ্ছেন ওষুধের। এই প্রসঙ্গেই প্রার্থী নির্মল সাহা বলেন, "একসময় রোগীরা আমার কাছে যেতেন। আজ আমি রোগীদের কাছে এসে বুঝতে পারছি ওনারা কত কষ্ট করে বহরমপুর আসতেন ডাক্তার দেখাতে।"

সম্প্রিত রেজিনগর বিধানসভা এলাকার বিকলনগরে প্রচারে এসে জানতে পারেন, এই গ্রামের বাসিন্দা অর্চনা মণ্ডল দীর্ঘদিন শয্যাশায়ী ৷ সেই রোগীর বাড়িতে গিয়ে বিছানার পাশে বসে শুশ্রূষা সুরু করেন চিকিৎসক নির্মল সাহা। নিজেই দেওয়াল থেকে রোগীর চিকিৎসার রিপোর্ট খুঁটিয়ে দেখলেন । মাথায় রক্তক্ষরণের জেরে অর্চনাদেবী শরীরের বাঁ-দিক প্যারালাইজড হয়ে গিয়েছে। নির্মলবাবু তাঁকে সম্পূর্ণ সুস্থ হওয়ার আশ্বাস দিয়ে পথ্য লিখে দিলেন । সেইসঙ্গে দিলেন বেশ কিছু পরামর্শও ৷ পাশাপাশি নির্বাচনা ব্যস্ততা মিটে গেলে অর্চনাদেবীকে সম্পূর্ণ সুস্থ করার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেন ৷ চিকিৎসকের ভূমিকা নিয়ে গ্রামের মানুষ উচ্ছসিত হয়ে পড়েন।

অর্চনাদেবীর স্বামী বিপুল মণ্ডল বলেন, "উনি বিজেপি প্রার্থী নন। আমাদের কাছে ভগবান।" প্রচারপর্ব সেরে সাংবাদিকদের সামনে অধীর চৌধুরীকে নিশানা করে বলেন, "পাঁচবারের সাংসদ তার মানে তাঁকে হারানো যাবে না, এটা কোনও কথা নয়। 35 বছরের বামফ্রন্টকেও সরতে হয়েছে । পাঁচবারের সাংসদ এটা যোগ্যতার মাপকাঠি হতে পারে না।

রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, যেই জিতুক এবার টক্কর হবে হাড্ডাহাড্ডি । ওয়াকওভার নিয়ে এবার বহরমপুর লোকসভা জয় কোনও প্রার্থীরই সম্ভব হবে না। প্রচারের দৌড়ে নিজেকে এগিয়ে রেখে ভোট বাক্সে ভরানোর চেষ্টা করছেন ৷ বিজেপি এই কেন্দ্রে প্রথম দফাতেই প্রার্থী ঘোষণা করেছে। তারপর থেকে প্রচারে নেমে ঘর গোছাতে শুরু করে দিয়েছেন । রোজ চায়ে-পে আড্ডায় জনসংযোগ বাড়ানোর পাশাপাশি এলাকায় এলাকায় হেঁটে ঘুরছেন। আর প্রচারে যেখানেই যাচ্ছেন সেখানেই চিকিৎসক প্রার্থীকে ঘিরে ভিড় জমছে। অনুরোধ আসছে একবারটি পরীক্ষা করে দেখার।

কাউকেই হতাশ করছেন না নির্মলবাবু। বহরমপুর লোকসভা আসন গত 25 বছর নিজের দখলে রেখেছেন মুর্শিদাবাদের তথাকথিত 'রবিনহুড' অধীর চৌধুরী। এবার অধীর চৌধুরীকে লড়তে হচ্ছে একাধারে জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ক্রিকেটার ইউসুফ পাঠান ও জেলার পরিচিত চিকিৎসক মুখ নির্মল সাহার বিরুদ্ধে। এই কেন্দ্রে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সমীকরণই উঠে এসেছে।

আরও পড়ুন:

  1. বিধায়কের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, বিধিভঙ্গের অভিযোগে কমিশনে শুভেন্দু
  2. ‘সুকান্ত যেন না জানে’, কল্যাণ-কবীরের ‘ফোনালাপে’ শোরগোল শ্রীরামপুরে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.