ETV Bharat / state

বিরোধী প্রার্থীকে জবাব দিয়ে সাংসদ হিসাবে কাজের শ্বেতপত্র প্রকাশ খগেনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: পাঁচ বছরে সাংসদ হিসাবে কাজের খতিয়ান প্রকাশ করলেন বিদায়ী সাংসদ খগেন মুর্মু ৷ জানান, গত 5 বছরে অনেক চেষ্টা করেও রাজ্যের অসহযোগিতায় বেশ কিছু কাজ করতে পারেননি তিনি ৷ তার মধ্যে প্রধান গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ, জানালেন মুর্মু ৷

Lok Sabha Election 2024
শ্বেতপত্র প্রকাশ খগেন মুর্মুর
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 10:32 PM IST

Updated : Mar 27, 2024, 11:03 PM IST

শ্বেতপত্র প্রকাশ খগেন মুর্মুর

মালদা, 27 মার্চ: প্রচারে নেমেই প্রতিদ্বন্দ্বী খগেন মর্মুর বিরুদ্ধে কাজ না-করা, সংসদীয় কেন্দ্রে না-যাওয়ার অভিযোগ তুলেছেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্য়োপাধ্যায় ৷ তৃণমূল প্রার্থীর মুখোমুখি বিতর্ক সভায় বসার প্রস্তাবে এতদিন নিরুত্তর ছিলেন বিদায়ী সাংসদ ৷ তৃণমূলের কোনও মন্তব্যেরই প্রতিক্রিয়া দেননি ৷ অবশেষে বুধবার গত পাঁচ বছরে সাংসদ হিসাবে কাজের খতিয়ান প্রকাশ করলেন খগেন মুর্মু ৷

তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সব প্রশ্নের জবাবও দেন ৷ প্রশ্নের উত্তরেই তিনি উল্লেখ করেন, পুরাতন মালদার ছাতিয়ান মোড়ে দলের নির্বাচনী কার্যালয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেন খগেন মুর্মু ৷ একইসঙ্গে জানান, গত 5 বছরে অনেক চেষ্টা করেও রাজ্যের অসহযোগিতায় বেশ কিছু কাজ করতে পারেননি তিনি ৷ তার মধ্যে প্রধান গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ ৷

এদিন খগেন বলেন, "করোনার জন্য কোনও সাংসদই এলাকা উন্নয়ন তহবিলের পুরো টাকা পাননি ৷ প্রায় 17কোটি টাকা দেওয়া হয়েছিল ৷ এই টাকার পুরোটাই আমি উত্তর মালদার উন্নয়নে খরচ করতে পেরেছি ৷ গত 5 বছরে রেলের ক্ষেত্রে মালদার আমূল পরিবর্তন হয়েছে ৷ রেলের এত উন্নয়ন এর আগে কখনও হয়নি ৷" তিনি উল্লেখ করেন, মালদা টাউন স্টেশন থেকে দক্ষিণ ভারতগামী প্রথম অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন করা হয়েছে ৷ মালদা বিভিন্ন জেলা, এমনকী প্রতিবেশি বিহার ও ঝাড়খণ্ডের মানুষও এই সকল ট্রেনের সুবিধে পাচ্ছেন ৷ মালদা থেকে কয়েক লক্ষ শ্রমিক দক্ষিণ ভারতে কাজে যান প্রতি বছর ৷ অনেকে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যান ৷ এই ট্রেন তাঁদের কাজে এসেছে ৷

বিদায়ী সাংসদ আরও উল্লেখ করেন, মালদা দিয়ে তেজস রাজধানী এক্সপ্রেস চলছে ৷ এই স্টেশনে বন্দে ভারতের স্টপেজ রয়েছে ৷ ইতিধ্যেই উত্তর মালদার কুমেদপুর, হরিশ্চন্দ্রপুর, সামসী, ভালুকা রোড ও মালদা কোর্ট স্টেশনে অমৃত ভারত স্টেশনের কাজ শুরু হয়েছে ৷ মালদা টাউন স্টেশনকে আন্তর্জাতিক মানের তৈরি করা হচ্ছে ৷ সামসী রেল গেটে ওভারব্রিজ তৈরি করার জন্য টাকা বরাদ্দ করে রাখা হয়েছিল ৷ 13 কোটি টাকার একটি আন্ডারপাস তৈরি করা হচ্ছে ৷ ইতিমধেেই কাজও শুরু হয়ে গিয়েছে ৷ মালদা শহরের রথবাড়িতেও আন্ডারপাস করা হয়েছে ৷ উত্তর মালদার পাঁচ জায়গায় রেলের আন্ডারপাস তৈরি করা হয়েছে ৷ স্থানীয় মানুষজন সেই তার সুবিধে পাচ্ছেন ৷

আরও উল্লেখ করে তিনি বলেন, "আমার সংসদ তহবিলের টাকায় একাধিক উন্নয়ন করার চেষ্টা করেছি ৷ বেশ কিছু স্কুল ভবন, মঞ্চ, সাইকেল স্ট্যান্ড, রাস্তাঘাট তৈরি করা হয়েছে ৷ আমাদের সাংসদ কোটার টাকাতেই গরিব কল্যাণ যোজনায় দু’বছর মানুষকে খাদ্য সামগ্রী, ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ বাকি টাকায় প্রতিটি বুথে অন্তত একটি করে সোলার লাইট করেছি ৷ সোলার পানীয় জল, মিনি হাইমাস্ট টাওয়ার তৈরি করা হয়েছে ৷ আরও কিছু পরিকল্পনা জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে ৷ প্রশাসনের অসহযোগিতায় সেই কাজগুলি শুরু করা যায়নি ৷ সেসব কাজও ভোটের পর শুরু হয়ে যাবে ৷

পাশাপাশি খগেন মুর্মুর উল্লেখ, রাজ্য সরকারের অসহযোগিতায় বেশ কিছু কাজ করতে পারেননি ৷ বিশেষত গঙ্গা ভাঙন থেকে শুরু করে আরও অনেক কাজ ৷ চেষ্টা করেও গঙ্গা ভাঙন রোধে রাজ্যকে দিয়ে কেন্দ্রে চিঠি পাঠানো যায়নি বলে উল্লেখ করেন ৷ এনিয়ে আমি সংসদে বারবার প্রসঙ্গ উত্থাপন করেছি ৷ সংশ্লিষ্ট মন্ত্রকে চিঠি দিয়েছি ৷ কিন্তু এক্ষেত্রে রাজ্যে সাহায্যের আবেদন জানিয়ে কেন্দ্রকে চিঠি না-দিলে কেন্দ্রের কিছু করার থাকে না ৷ রাজ্যকে বারবার চিঠি দিয়েছি ৷ রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি ৷ রাজ্য এব্যাপারে সহযোগিতা না-করলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব ৷

আরও পড়ুন:

  1. ভোটে জিততে এসপি-আইসিদের নিয়ে বৈঠক প্রসূনের ! কমিশনে খগেন - Lok Sabha Election 2024
  2. জেলা সভাপতির পর প্রাক্তন সাংসদ, ভোট চাইতে গেলে খগেন মুর্মুকে আটকে রাখার নিদান অর্পিতার
  3. নদী ভাঙন ও শিল্প নিয়ে ক্ষুব্ধ ভোটাররা, খগেন মুর্মুর 5 বছরের খতিয়ান

শ্বেতপত্র প্রকাশ খগেন মুর্মুর

মালদা, 27 মার্চ: প্রচারে নেমেই প্রতিদ্বন্দ্বী খগেন মর্মুর বিরুদ্ধে কাজ না-করা, সংসদীয় কেন্দ্রে না-যাওয়ার অভিযোগ তুলেছেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্য়োপাধ্যায় ৷ তৃণমূল প্রার্থীর মুখোমুখি বিতর্ক সভায় বসার প্রস্তাবে এতদিন নিরুত্তর ছিলেন বিদায়ী সাংসদ ৷ তৃণমূলের কোনও মন্তব্যেরই প্রতিক্রিয়া দেননি ৷ অবশেষে বুধবার গত পাঁচ বছরে সাংসদ হিসাবে কাজের খতিয়ান প্রকাশ করলেন খগেন মুর্মু ৷

তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সব প্রশ্নের জবাবও দেন ৷ প্রশ্নের উত্তরেই তিনি উল্লেখ করেন, পুরাতন মালদার ছাতিয়ান মোড়ে দলের নির্বাচনী কার্যালয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেন খগেন মুর্মু ৷ একইসঙ্গে জানান, গত 5 বছরে অনেক চেষ্টা করেও রাজ্যের অসহযোগিতায় বেশ কিছু কাজ করতে পারেননি তিনি ৷ তার মধ্যে প্রধান গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ ৷

এদিন খগেন বলেন, "করোনার জন্য কোনও সাংসদই এলাকা উন্নয়ন তহবিলের পুরো টাকা পাননি ৷ প্রায় 17কোটি টাকা দেওয়া হয়েছিল ৷ এই টাকার পুরোটাই আমি উত্তর মালদার উন্নয়নে খরচ করতে পেরেছি ৷ গত 5 বছরে রেলের ক্ষেত্রে মালদার আমূল পরিবর্তন হয়েছে ৷ রেলের এত উন্নয়ন এর আগে কখনও হয়নি ৷" তিনি উল্লেখ করেন, মালদা টাউন স্টেশন থেকে দক্ষিণ ভারতগামী প্রথম অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন করা হয়েছে ৷ মালদা বিভিন্ন জেলা, এমনকী প্রতিবেশি বিহার ও ঝাড়খণ্ডের মানুষও এই সকল ট্রেনের সুবিধে পাচ্ছেন ৷ মালদা থেকে কয়েক লক্ষ শ্রমিক দক্ষিণ ভারতে কাজে যান প্রতি বছর ৷ অনেকে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যান ৷ এই ট্রেন তাঁদের কাজে এসেছে ৷

বিদায়ী সাংসদ আরও উল্লেখ করেন, মালদা দিয়ে তেজস রাজধানী এক্সপ্রেস চলছে ৷ এই স্টেশনে বন্দে ভারতের স্টপেজ রয়েছে ৷ ইতিধ্যেই উত্তর মালদার কুমেদপুর, হরিশ্চন্দ্রপুর, সামসী, ভালুকা রোড ও মালদা কোর্ট স্টেশনে অমৃত ভারত স্টেশনের কাজ শুরু হয়েছে ৷ মালদা টাউন স্টেশনকে আন্তর্জাতিক মানের তৈরি করা হচ্ছে ৷ সামসী রেল গেটে ওভারব্রিজ তৈরি করার জন্য টাকা বরাদ্দ করে রাখা হয়েছিল ৷ 13 কোটি টাকার একটি আন্ডারপাস তৈরি করা হচ্ছে ৷ ইতিমধেেই কাজও শুরু হয়ে গিয়েছে ৷ মালদা শহরের রথবাড়িতেও আন্ডারপাস করা হয়েছে ৷ উত্তর মালদার পাঁচ জায়গায় রেলের আন্ডারপাস তৈরি করা হয়েছে ৷ স্থানীয় মানুষজন সেই তার সুবিধে পাচ্ছেন ৷

আরও উল্লেখ করে তিনি বলেন, "আমার সংসদ তহবিলের টাকায় একাধিক উন্নয়ন করার চেষ্টা করেছি ৷ বেশ কিছু স্কুল ভবন, মঞ্চ, সাইকেল স্ট্যান্ড, রাস্তাঘাট তৈরি করা হয়েছে ৷ আমাদের সাংসদ কোটার টাকাতেই গরিব কল্যাণ যোজনায় দু’বছর মানুষকে খাদ্য সামগ্রী, ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ বাকি টাকায় প্রতিটি বুথে অন্তত একটি করে সোলার লাইট করেছি ৷ সোলার পানীয় জল, মিনি হাইমাস্ট টাওয়ার তৈরি করা হয়েছে ৷ আরও কিছু পরিকল্পনা জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে ৷ প্রশাসনের অসহযোগিতায় সেই কাজগুলি শুরু করা যায়নি ৷ সেসব কাজও ভোটের পর শুরু হয়ে যাবে ৷

পাশাপাশি খগেন মুর্মুর উল্লেখ, রাজ্য সরকারের অসহযোগিতায় বেশ কিছু কাজ করতে পারেননি ৷ বিশেষত গঙ্গা ভাঙন থেকে শুরু করে আরও অনেক কাজ ৷ চেষ্টা করেও গঙ্গা ভাঙন রোধে রাজ্যকে দিয়ে কেন্দ্রে চিঠি পাঠানো যায়নি বলে উল্লেখ করেন ৷ এনিয়ে আমি সংসদে বারবার প্রসঙ্গ উত্থাপন করেছি ৷ সংশ্লিষ্ট মন্ত্রকে চিঠি দিয়েছি ৷ কিন্তু এক্ষেত্রে রাজ্যে সাহায্যের আবেদন জানিয়ে কেন্দ্রকে চিঠি না-দিলে কেন্দ্রের কিছু করার থাকে না ৷ রাজ্যকে বারবার চিঠি দিয়েছি ৷ রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেনি ৷ রাজ্য এব্যাপারে সহযোগিতা না-করলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব ৷

আরও পড়ুন:

  1. ভোটে জিততে এসপি-আইসিদের নিয়ে বৈঠক প্রসূনের ! কমিশনে খগেন - Lok Sabha Election 2024
  2. জেলা সভাপতির পর প্রাক্তন সাংসদ, ভোট চাইতে গেলে খগেন মুর্মুকে আটকে রাখার নিদান অর্পিতার
  3. নদী ভাঙন ও শিল্প নিয়ে ক্ষুব্ধ ভোটাররা, খগেন মুর্মুর 5 বছরের খতিয়ান
Last Updated : Mar 27, 2024, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.