ETV Bharat / state

বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে, মমতাবালাকে মারধরে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী; দায়ের এফআইআর - Matua Thakurbari Conflict - MATUA THAKURBARI CONFLICT

Mamatabala Thakur and Shantanu Thakur: তালা ভেঙে বড়মা বীণাপানি দেবীর ঘরের দখল নেওয়ার অভিযোগ উঠল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ৷ বাধা দিতে গেলে মমতাবালা ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রী হুমকি দেন ও মারধর করেন বলে অভিযোগ ৷

মতুয়া ঠাকুরবাড়ি, Shantanu Thakur
তালা ভাঙছেন শান্তনু ঠাকুর
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 6:55 AM IST

Updated : Apr 8, 2024, 7:32 PM IST

বড়মার ঘরের তালা ভাঙা নিয়ে শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুরের বক্তব্য

গাইঘাটা, 8 এপ্রিল: মতুয়া ধর্মের বড় মা প্রয়াত বীণাপানী ঠাকুরের বসত ঘরের তালা ভেঙে দখল নেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী । বিষয়টি নিয়ে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর । যদিও এদিন রাত 2টো নাগাদ শান্তনু ঠাকুর বেরিয়ে গেলে তাঁর অনুগামী মতুয়া ভক্তরা ওই ঘরে তালা দিয়ে দেন ৷ এরপর শান্তনু ঠাকুর জানান, এখন থেকে ভক্তরাই ওই ঘরের দায়িত্বে থাকবেন ৷

এই ঘটনায় মমতাবালা ঠাকুর জানান, রবিবার সন্ধ্যায় হঠাৎ শান্তনু ঠাকুর তাঁর দলবল ও বিজেপির লোকেদের নিয়ে বড় মা বীণাপানি ঠাকুরের ঘরের তালা ভেঙে প্রবেশ করে ৷ মমতাবালা ঠাকুর-সহ তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেয় এবং মারধর করে । ঘরের মধ্যে ঢুকে ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন মমতাবালা । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ঠাকুরবাড়িতে । আতঙ্কিত হয়ে পড়েন মতুয়া ভক্তরা ।

মমতাবালার দাবি, তিনি মহিলা হওয়ায় তাঁর উপরে অত্যাচার চালায় শান্তনু । রবিবার তালা ভেঙে বড়মার ঘরে ঢোকে শান্তনু এবং তার পরিবার । তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে । প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ তুলেছেন মমতাবালা ৷ এই ঘটনার পর থেকে দুই মেয়েকে নিয়ে তিনি আতঙ্কে আছেন বলে জানান । কীভাবে ঠাকুর বাড়িতে থাকবেন তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন মমতাবালা । সমগ্র বিষয়টি নিয়ে রবিবার রাতেই শান্তনু ঠাকুর-সহ 14 জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন । পাশাপাশি, তাঁর উপরে যে অত্যাচার হচ্ছেন তার বিচার চেয়েছেন মতুয়া ভক্তদের কাছে । একই সঙ্গে অত্যাচারের বিরুদ্ধে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন মমতাবালা ।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে শান্তনু ঠাকুর দাবি করেন, বড়মা বীণাপানি ঠাকুর মারা যাওয়ার পর থেকে তিনি এবং তাঁর পরিবার বড়মার ঘরে ঢুকতে পারেন না । তাঁরা বীণাপানি ঠাকুরের নাতি, ছোটবেলার বহু স্মৃতি রয়েছে বড়মার ঘরে । সেই ঘরে মমতাবালা ঠাকুর তাঁদের ঢুকতে দেন না । তাঁদের ঢোকার অধিকার আছে ।

এদিন শান্তনু আরও জানান, তিনি রবিবার বড়মার ঘরে ঢোকার জন্য এসেছিলেন । কিন্তু তালা দিয়ে রাখা হয়েছিল । তিনি তালা খুলতে অনুরোধ করেছিলেন । কিন্তু তা খোলা হয়নি । সেই কারণে তিনি তালা ভেঙে ঢুকেছেন । এখন থেকে তিনি বড়মার ঘরে থাকবেন ।

প্রসঙ্গত, 2018 সালে মতুয়া ধর্মের বড়মা বীণাপানি ঠাকুর প্রয়াত হন । বর্তমানে তাঁর ঘরের পাশের ঘরে থাকেন মমতাবালা ঠাকুর । ফলে বড়মা বীণাপানি ঠাকুরের ঘর মূলত মমতা ঠাকুরের তত্ত্বাবধানে ছিল । সেই ঘরেই তালা ভেঙে ঢোকেন শান্তনু ঠাকুর, তার দাদা সুব্রত ঠাকুর, মা ছবিরানী ঠাকুর ও শান্তনুর স্ত্রী সোমা ঠাকুর ।

আরও পড়ুন :

  1. মতুয়া মহাসংঘের ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট শর্তসাপেক্ষে খুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  2. বিরোধীদের অভিযোগের মাঝে মতুয়া গড়ে পুরো তহবিল খরচের দাবি শান্তনুর
  3. মতুয়া মহাসংঘের দায়িত্ব নিয়ে তরজা, আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

বড়মার ঘরের তালা ভাঙা নিয়ে শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুরের বক্তব্য

গাইঘাটা, 8 এপ্রিল: মতুয়া ধর্মের বড় মা প্রয়াত বীণাপানী ঠাকুরের বসত ঘরের তালা ভেঙে দখল নেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী । বিষয়টি নিয়ে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর । যদিও এদিন রাত 2টো নাগাদ শান্তনু ঠাকুর বেরিয়ে গেলে তাঁর অনুগামী মতুয়া ভক্তরা ওই ঘরে তালা দিয়ে দেন ৷ এরপর শান্তনু ঠাকুর জানান, এখন থেকে ভক্তরাই ওই ঘরের দায়িত্বে থাকবেন ৷

এই ঘটনায় মমতাবালা ঠাকুর জানান, রবিবার সন্ধ্যায় হঠাৎ শান্তনু ঠাকুর তাঁর দলবল ও বিজেপির লোকেদের নিয়ে বড় মা বীণাপানি ঠাকুরের ঘরের তালা ভেঙে প্রবেশ করে ৷ মমতাবালা ঠাকুর-সহ তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেয় এবং মারধর করে । ঘরের মধ্যে ঢুকে ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন মমতাবালা । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ঠাকুরবাড়িতে । আতঙ্কিত হয়ে পড়েন মতুয়া ভক্তরা ।

মমতাবালার দাবি, তিনি মহিলা হওয়ায় তাঁর উপরে অত্যাচার চালায় শান্তনু । রবিবার তালা ভেঙে বড়মার ঘরে ঢোকে শান্তনু এবং তার পরিবার । তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে । প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ তুলেছেন মমতাবালা ৷ এই ঘটনার পর থেকে দুই মেয়েকে নিয়ে তিনি আতঙ্কে আছেন বলে জানান । কীভাবে ঠাকুর বাড়িতে থাকবেন তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন মমতাবালা । সমগ্র বিষয়টি নিয়ে রবিবার রাতেই শান্তনু ঠাকুর-সহ 14 জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন । পাশাপাশি, তাঁর উপরে যে অত্যাচার হচ্ছেন তার বিচার চেয়েছেন মতুয়া ভক্তদের কাছে । একই সঙ্গে অত্যাচারের বিরুদ্ধে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন মমতাবালা ।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে শান্তনু ঠাকুর দাবি করেন, বড়মা বীণাপানি ঠাকুর মারা যাওয়ার পর থেকে তিনি এবং তাঁর পরিবার বড়মার ঘরে ঢুকতে পারেন না । তাঁরা বীণাপানি ঠাকুরের নাতি, ছোটবেলার বহু স্মৃতি রয়েছে বড়মার ঘরে । সেই ঘরে মমতাবালা ঠাকুর তাঁদের ঢুকতে দেন না । তাঁদের ঢোকার অধিকার আছে ।

এদিন শান্তনু আরও জানান, তিনি রবিবার বড়মার ঘরে ঢোকার জন্য এসেছিলেন । কিন্তু তালা দিয়ে রাখা হয়েছিল । তিনি তালা খুলতে অনুরোধ করেছিলেন । কিন্তু তা খোলা হয়নি । সেই কারণে তিনি তালা ভেঙে ঢুকেছেন । এখন থেকে তিনি বড়মার ঘরে থাকবেন ।

প্রসঙ্গত, 2018 সালে মতুয়া ধর্মের বড়মা বীণাপানি ঠাকুর প্রয়াত হন । বর্তমানে তাঁর ঘরের পাশের ঘরে থাকেন মমতাবালা ঠাকুর । ফলে বড়মা বীণাপানি ঠাকুরের ঘর মূলত মমতা ঠাকুরের তত্ত্বাবধানে ছিল । সেই ঘরেই তালা ভেঙে ঢোকেন শান্তনু ঠাকুর, তার দাদা সুব্রত ঠাকুর, মা ছবিরানী ঠাকুর ও শান্তনুর স্ত্রী সোমা ঠাকুর ।

আরও পড়ুন :

  1. মতুয়া মহাসংঘের ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট শর্তসাপেক্ষে খুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  2. বিরোধীদের অভিযোগের মাঝে মতুয়া গড়ে পুরো তহবিল খরচের দাবি শান্তনুর
  3. মতুয়া মহাসংঘের দায়িত্ব নিয়ে তরজা, আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর
Last Updated : Apr 8, 2024, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.