গাইঘাটা, 8 এপ্রিল: মতুয়া ধর্মের বড় মা প্রয়াত বীণাপানী ঠাকুরের বসত ঘরের তালা ভেঙে দখল নেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী । বিষয়টি নিয়ে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর । যদিও এদিন রাত 2টো নাগাদ শান্তনু ঠাকুর বেরিয়ে গেলে তাঁর অনুগামী মতুয়া ভক্তরা ওই ঘরে তালা দিয়ে দেন ৷ এরপর শান্তনু ঠাকুর জানান, এখন থেকে ভক্তরাই ওই ঘরের দায়িত্বে থাকবেন ৷
এই ঘটনায় মমতাবালা ঠাকুর জানান, রবিবার সন্ধ্যায় হঠাৎ শান্তনু ঠাকুর তাঁর দলবল ও বিজেপির লোকেদের নিয়ে বড় মা বীণাপানি ঠাকুরের ঘরের তালা ভেঙে প্রবেশ করে ৷ মমতাবালা ঠাকুর-সহ তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেয় এবং মারধর করে । ঘরের মধ্যে ঢুকে ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন মমতাবালা । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ঠাকুরবাড়িতে । আতঙ্কিত হয়ে পড়েন মতুয়া ভক্তরা ।
মমতাবালার দাবি, তিনি মহিলা হওয়ায় তাঁর উপরে অত্যাচার চালায় শান্তনু । রবিবার তালা ভেঙে বড়মার ঘরে ঢোকে শান্তনু এবং তার পরিবার । তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে । প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ তুলেছেন মমতাবালা ৷ এই ঘটনার পর থেকে দুই মেয়েকে নিয়ে তিনি আতঙ্কে আছেন বলে জানান । কীভাবে ঠাকুর বাড়িতে থাকবেন তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন মমতাবালা । সমগ্র বিষয়টি নিয়ে রবিবার রাতেই শান্তনু ঠাকুর-সহ 14 জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন । পাশাপাশি, তাঁর উপরে যে অত্যাচার হচ্ছেন তার বিচার চেয়েছেন মতুয়া ভক্তদের কাছে । একই সঙ্গে অত্যাচারের বিরুদ্ধে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন মমতাবালা ।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে শান্তনু ঠাকুর দাবি করেন, বড়মা বীণাপানি ঠাকুর মারা যাওয়ার পর থেকে তিনি এবং তাঁর পরিবার বড়মার ঘরে ঢুকতে পারেন না । তাঁরা বীণাপানি ঠাকুরের নাতি, ছোটবেলার বহু স্মৃতি রয়েছে বড়মার ঘরে । সেই ঘরে মমতাবালা ঠাকুর তাঁদের ঢুকতে দেন না । তাঁদের ঢোকার অধিকার আছে ।
এদিন শান্তনু আরও জানান, তিনি রবিবার বড়মার ঘরে ঢোকার জন্য এসেছিলেন । কিন্তু তালা দিয়ে রাখা হয়েছিল । তিনি তালা খুলতে অনুরোধ করেছিলেন । কিন্তু তা খোলা হয়নি । সেই কারণে তিনি তালা ভেঙে ঢুকেছেন । এখন থেকে তিনি বড়মার ঘরে থাকবেন ।
প্রসঙ্গত, 2018 সালে মতুয়া ধর্মের বড়মা বীণাপানি ঠাকুর প্রয়াত হন । বর্তমানে তাঁর ঘরের পাশের ঘরে থাকেন মমতাবালা ঠাকুর । ফলে বড়মা বীণাপানি ঠাকুরের ঘর মূলত মমতা ঠাকুরের তত্ত্বাবধানে ছিল । সেই ঘরেই তালা ভেঙে ঢোকেন শান্তনু ঠাকুর, তার দাদা সুব্রত ঠাকুর, মা ছবিরানী ঠাকুর ও শান্তনুর স্ত্রী সোমা ঠাকুর ।
আরও পড়ুন :