ETV Bharat / state

হুডখোলা গাড়িতে নয়, সাধারণের কাছে পৌঁছতে ট্রেনেই প্রচার অগ্নিমিত্রার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Agnimitra Paul Election Campaign: লোকসভার প্রচারে এবার ট্রেনকে হাতিয়ার করল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ বললেন, বাঁচা মরার লড়াই ৷ আমাদের জিততেই হবে ৷

BJP Candidate Agnimitra Paul
BJP Candidate Agnimitra Paul
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 6:42 PM IST

সাধারণের কাছে পৌঁছতে প্রচারে ট্রেনই পছন্দ অগ্নিমিত্রার

মেদিনীপুর, 1 মে: 'কতই রঙ্গ দেখি দুনিয়ায়...' ভোট এলে মাঠে-ময়দানে রঙ্গ দেখা যায় বটে ৷ নির্বাচনে জিততে কেউ হেঁটে, আবার কেউ হুডখোলা গাড়িতে সওয়ার হয়ে সারেন প্রচার ৷ এবার সেসব থেকে একঘাট এগিয়ে ট্রেনে করে জনসংযোগ সারলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷

ব্যস্ত রোজনামচায় মানুষের হাতে সময় কম ৷ রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সময়টুকুও হয়তো নেই ৷ তাই ট্রেনে বসে-দাঁড়িয়ে থাকা যাত্রীদের কাছে পৌঁছে গেলেন খোদ পদ্মপ্রার্থী ৷ বুধবার সকাল 10টা নাগাদ দলের কর্মীদের নিয়ে খড়গপুর থেকে লোকাল ট্রেনে ওঠেন অগ্নিমিত্রা ৷ ট্রেনে করে দাঁতন পর্যন্ত যান তিনি । দাঁতনে নেমে সোনাকনিয়া হাটে গিয়ে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী ।

ট্রেনে জনসংযোগ কর্মসূচি নিয়ে অগ্নিমিত্রা পল বলেন, "ট্রেনে সাধারণ ও নিম্ন মধ্যবিত্ত মানুষজন যাতায়াত করে । আর তাদের মধ্যে প্রচার করাটা জরুরি ।" এরপরও কি গরম এড়াতে ট্রেনে কর্মসূচি করবেন তিনি ? প্রশ্নের জবাবে প্রার্থী বলেন, "মানুষের কাছে পৌঁছনোটাই আমার প্রথম কাজ ৷ তাই এই লোকাল ট্রেনকে বেছে নিয়েছি আমি ৷ কারণ এই লোকাল ট্রেনে করেই জেলার নিম্ন-মধ্যবিত্ত মানুষরা যাতায়াত করে ৷ তাদের কাছে আমাকে পৌঁছতে হবে ।"

Agnimitra Paul in Train
যাত্রীদের সঙ্গে তুললেন সেলফিও

অগ্নিমিত্রার কথায়, "প্রায় 'দুমাস ধরে আমরা প্রচার করছি। একমাস হয়ে গিয়েছে আরও প্রায় 20-25 দিন বাকি রয়েছে । এই লড়াই আমাদের বাঁচা-মরার লড়াই আমাদের জিততেই হবে ।" তিনি এও বলেন." এক্সপ্রেসের তুলনায় লোকাল ট্রেনে সাধারণ মানুষেরা বেশি যাতায়াত করে । মূলত আমি দাঁতন পর্যন্ত যাব ৷ ওখান থেকে নেমে সোনাকোনিয়ার হাটে গিয়ে জনসংযোগে যোগ দেব । এরপর কেশিয়াড়িতে আমার একটি কর্মসূচি রয়েছে । ওখানে গতকাল বিজেপির এসটি সেলের নেতৃত্ব এবং কর্মীদের মারধর করেছে তৃণমূল । ওদের বাড়িতে গিয়ে দেখা করব, পাশে দাঁড়াব ।"

Agnimitra Paul in Train
ট্রেনে যাত্রীদের সঙ্গে জনসংযোগ বিজেপি প্রার্থীর

উল্লেখ্য, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট আগামী 25 মে । যদিও আগামী 3 মে নমিনেশন জমা দেবেন অগ্নিমিত্রা পল । সূত্রের খবর, ওইদিন শুভেন্দু অধিকারির হাত ধরে মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা এবং ঘাটাল লোকসভার প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দেবেন নির্বাচনী আধিকারিকের কাছে ।

আরও পড়ুন:

  1. তীব্র দহনে প্রচারে গানের সুরে স্বস্তির খোঁজ, প্যারোডিই হাতিয়ার জুন-অগ্নিমিত্রার
  2. 'ভোটের পরে চৌরাস্তায় কাপড় খুলে দেব', হুঁশিয়ারি দিলীপের
  3. 41 ডিগ্রি উপেক্ষা করে দুই প্রার্থীকে নিয়ে মালদায় চার কিমি হাঁটলেন মমতা

সাধারণের কাছে পৌঁছতে প্রচারে ট্রেনই পছন্দ অগ্নিমিত্রার

মেদিনীপুর, 1 মে: 'কতই রঙ্গ দেখি দুনিয়ায়...' ভোট এলে মাঠে-ময়দানে রঙ্গ দেখা যায় বটে ৷ নির্বাচনে জিততে কেউ হেঁটে, আবার কেউ হুডখোলা গাড়িতে সওয়ার হয়ে সারেন প্রচার ৷ এবার সেসব থেকে একঘাট এগিয়ে ট্রেনে করে জনসংযোগ সারলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷

ব্যস্ত রোজনামচায় মানুষের হাতে সময় কম ৷ রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সময়টুকুও হয়তো নেই ৷ তাই ট্রেনে বসে-দাঁড়িয়ে থাকা যাত্রীদের কাছে পৌঁছে গেলেন খোদ পদ্মপ্রার্থী ৷ বুধবার সকাল 10টা নাগাদ দলের কর্মীদের নিয়ে খড়গপুর থেকে লোকাল ট্রেনে ওঠেন অগ্নিমিত্রা ৷ ট্রেনে করে দাঁতন পর্যন্ত যান তিনি । দাঁতনে নেমে সোনাকনিয়া হাটে গিয়ে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী ।

ট্রেনে জনসংযোগ কর্মসূচি নিয়ে অগ্নিমিত্রা পল বলেন, "ট্রেনে সাধারণ ও নিম্ন মধ্যবিত্ত মানুষজন যাতায়াত করে । আর তাদের মধ্যে প্রচার করাটা জরুরি ।" এরপরও কি গরম এড়াতে ট্রেনে কর্মসূচি করবেন তিনি ? প্রশ্নের জবাবে প্রার্থী বলেন, "মানুষের কাছে পৌঁছনোটাই আমার প্রথম কাজ ৷ তাই এই লোকাল ট্রেনকে বেছে নিয়েছি আমি ৷ কারণ এই লোকাল ট্রেনে করেই জেলার নিম্ন-মধ্যবিত্ত মানুষরা যাতায়াত করে ৷ তাদের কাছে আমাকে পৌঁছতে হবে ।"

Agnimitra Paul in Train
যাত্রীদের সঙ্গে তুললেন সেলফিও

অগ্নিমিত্রার কথায়, "প্রায় 'দুমাস ধরে আমরা প্রচার করছি। একমাস হয়ে গিয়েছে আরও প্রায় 20-25 দিন বাকি রয়েছে । এই লড়াই আমাদের বাঁচা-মরার লড়াই আমাদের জিততেই হবে ।" তিনি এও বলেন." এক্সপ্রেসের তুলনায় লোকাল ট্রেনে সাধারণ মানুষেরা বেশি যাতায়াত করে । মূলত আমি দাঁতন পর্যন্ত যাব ৷ ওখান থেকে নেমে সোনাকোনিয়ার হাটে গিয়ে জনসংযোগে যোগ দেব । এরপর কেশিয়াড়িতে আমার একটি কর্মসূচি রয়েছে । ওখানে গতকাল বিজেপির এসটি সেলের নেতৃত্ব এবং কর্মীদের মারধর করেছে তৃণমূল । ওদের বাড়িতে গিয়ে দেখা করব, পাশে দাঁড়াব ।"

Agnimitra Paul in Train
ট্রেনে যাত্রীদের সঙ্গে জনসংযোগ বিজেপি প্রার্থীর

উল্লেখ্য, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট আগামী 25 মে । যদিও আগামী 3 মে নমিনেশন জমা দেবেন অগ্নিমিত্রা পল । সূত্রের খবর, ওইদিন শুভেন্দু অধিকারির হাত ধরে মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা এবং ঘাটাল লোকসভার প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দেবেন নির্বাচনী আধিকারিকের কাছে ।

আরও পড়ুন:

  1. তীব্র দহনে প্রচারে গানের সুরে স্বস্তির খোঁজ, প্যারোডিই হাতিয়ার জুন-অগ্নিমিত্রার
  2. 'ভোটের পরে চৌরাস্তায় কাপড় খুলে দেব', হুঁশিয়ারি দিলীপের
  3. 41 ডিগ্রি উপেক্ষা করে দুই প্রার্থীকে নিয়ে মালদায় চার কিমি হাঁটলেন মমতা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.