ETV Bharat / state

'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী', প্রতিদ্বন্দ্বী জুন মালিয়াকে বার্তা 'বন্ধু' অগ্নিমিত্রার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

BJP Candidate Agnimitra Paul: দু'জনেই বন্ধু, দু'জনেই বিধায়িকা এবং দু'জনেরই প্রচার জোরকদমে চলছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রজুড়ে। এক চুল কেউই ছাড়তে রাজি হননি। অগ্নিমিত্রা পল ও জুন মালিয়ার মধ্যে কিছুটা মিল রয়েছে ব্যক্তি আক্রমণ না-করা প্রসঙ্গে। তবে প্রতিদ্বন্দ্বী জুন মালিয়া নিয়ে বললেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী ৷

BJP Candidate Agnimitra Paul
BJP Candidate Agnimitra Paul
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 7:42 PM IST

Updated : Apr 1, 2024, 9:03 PM IST

প্রতিদ্বন্দ্বী 'বন্ধু' জুন মালিয়াকে বার্তা অগ্নিমিত্রার

মেদিনীপুর, 1 এপ্রিল: ভোট যুদ্ধে সরগরম মেদিনীপুর। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার লড়াই হচ্ছে অভিনেত্রী বনাম ফ্যাশন ডিজাইনার তথা বিধায়কের। তবে লড়াইয়ে কেউই কম যান না। একজন আসানসোল দক্ষিণের বিধায়ক আর একজন মেদিনীপুর বিধানসভার বিধায়ক। দু'জনেই প্রচার চালিয়ে যাচ্ছেন ক্রমাগত। কেউই এক চুল ছাড়ছে না প্রচার পর্বে। এই তীব্র দাবদাহে বৃষ্টি উপেক্ষা করে চলছে জোরকদমে প্রচার পর্ব। সোমবার তিনি প্রচার করেন কলেজ স্কয়্যারের কাছে রাজা বাজারের দোকানদার এবং সবজি ব্যবসায়ীদের সঙ্গে।

সেই প্রচার পর্ব শেষ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই প্রশ্ন-উত্তর পর্বে প্রথমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নের গাড়ি ভাঙচুর নিয়ে বিজেপি অভিযুক্ত বলে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "এই ধরনের নিকৃষ্টতম কাজ বিজেপির লোকজন করতে পারে না। কিছুদিন আগে আমরা দেখেছিলাম নিশীথ প্রামাণিকের গাড়িতেও ভাঙচুর হয়েছিল। সেই ঘটনায় উদয়ন গুহ আর তাঁর দলের ছেলেরা এই ঘটনা ঘটিয়েছিলেন।"

  • আসানসোলের বিধায়ক এদিন এও বলেন, "এখন ইকুয়াল গোল করার জন্য নিজের গাড়িতে নিজেই হামলা করিয়েছেন।" এরপর অভিনেত্রী তথা বন্ধু জুন মালিয়াকে নিয়ে অগ্নিমিত্রা বলেন, "তৃণমূল প্রার্থী তাঁর বন্ধু হতে পারে কিন্তু এই লড়াইয়ে কোনও জায়গা নেই। যুদ্ধে কোন মা, বাবা, বন্ধু কেউ থাকে না, যুদ্ধ যুদ্ধই হয়।" তিনি কটাক্ষ করে এও বলেন, "বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী ৷"
  • এরপর জুন মালিয়া ও অগ্নিমিত্রা পল প্রচারে কেউ কাউকেই ব্যক্তি আক্রমণ করেন না ৷ অথচ অন্যান্য আসনের প্রার্থীরা একে-অপরকে কাদা ছোড়াছুড়ি করে থাকেন ৷ এনিয়ে অগ্নিমিত্রার উত্তর, "আমি কখনও ব্যক্তি আক্রমণ করি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমার লড়াই, জুনের ব্যক্তিগত জীবন নিয়ে আমার কিছু বলার নেই।"
  • তাঁর আরও সংযোজন, "মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর যে ধরনের অত্যাচার করছেন, তার বিরুদ্ধে আমার লড়াই। সুতরাং এখানে টিএমসি বা সিপিএম প্রার্থী কে তাতে আমার কিছু এসে যায় না। তবে বন্ধুকে নিয়ে বার্তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বন্ধুর প্রতি কোনও বার্তা নেই। কেবলমাত্র লোকসভার মানুষদের বলব, যেন তাঁরা ভোটটা দিতে যান ৷ যাকেই ভোট দিন, অন্তত ভোটটা দিন।"

আরও পড়ুন:

  1. 'মমতা ভোটের জন্য সংখ্যালঘুদের ব্যবহার করেন', মেদিনীপুরের প্রচারে বিস্ফোরক অগ্নিমিত্রা
  2. মুছে দেওয়া হল অগ্নিমিত্রা পলের দেওয়াল লিখন! ভোটের মুখে বাড়ল জট
  3. অগ্নিমিত্রার নামে মেদিনীপুরে দেওয়া লিখন শুরু গেরুয়া শিবিরের

প্রতিদ্বন্দ্বী 'বন্ধু' জুন মালিয়াকে বার্তা অগ্নিমিত্রার

মেদিনীপুর, 1 এপ্রিল: ভোট যুদ্ধে সরগরম মেদিনীপুর। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার লড়াই হচ্ছে অভিনেত্রী বনাম ফ্যাশন ডিজাইনার তথা বিধায়কের। তবে লড়াইয়ে কেউই কম যান না। একজন আসানসোল দক্ষিণের বিধায়ক আর একজন মেদিনীপুর বিধানসভার বিধায়ক। দু'জনেই প্রচার চালিয়ে যাচ্ছেন ক্রমাগত। কেউই এক চুল ছাড়ছে না প্রচার পর্বে। এই তীব্র দাবদাহে বৃষ্টি উপেক্ষা করে চলছে জোরকদমে প্রচার পর্ব। সোমবার তিনি প্রচার করেন কলেজ স্কয়্যারের কাছে রাজা বাজারের দোকানদার এবং সবজি ব্যবসায়ীদের সঙ্গে।

সেই প্রচার পর্ব শেষ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই প্রশ্ন-উত্তর পর্বে প্রথমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নের গাড়ি ভাঙচুর নিয়ে বিজেপি অভিযুক্ত বলে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "এই ধরনের নিকৃষ্টতম কাজ বিজেপির লোকজন করতে পারে না। কিছুদিন আগে আমরা দেখেছিলাম নিশীথ প্রামাণিকের গাড়িতেও ভাঙচুর হয়েছিল। সেই ঘটনায় উদয়ন গুহ আর তাঁর দলের ছেলেরা এই ঘটনা ঘটিয়েছিলেন।"

  • আসানসোলের বিধায়ক এদিন এও বলেন, "এখন ইকুয়াল গোল করার জন্য নিজের গাড়িতে নিজেই হামলা করিয়েছেন।" এরপর অভিনেত্রী তথা বন্ধু জুন মালিয়াকে নিয়ে অগ্নিমিত্রা বলেন, "তৃণমূল প্রার্থী তাঁর বন্ধু হতে পারে কিন্তু এই লড়াইয়ে কোনও জায়গা নেই। যুদ্ধে কোন মা, বাবা, বন্ধু কেউ থাকে না, যুদ্ধ যুদ্ধই হয়।" তিনি কটাক্ষ করে এও বলেন, "বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী ৷"
  • এরপর জুন মালিয়া ও অগ্নিমিত্রা পল প্রচারে কেউ কাউকেই ব্যক্তি আক্রমণ করেন না ৷ অথচ অন্যান্য আসনের প্রার্থীরা একে-অপরকে কাদা ছোড়াছুড়ি করে থাকেন ৷ এনিয়ে অগ্নিমিত্রার উত্তর, "আমি কখনও ব্যক্তি আক্রমণ করি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমার লড়াই, জুনের ব্যক্তিগত জীবন নিয়ে আমার কিছু বলার নেই।"
  • তাঁর আরও সংযোজন, "মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর যে ধরনের অত্যাচার করছেন, তার বিরুদ্ধে আমার লড়াই। সুতরাং এখানে টিএমসি বা সিপিএম প্রার্থী কে তাতে আমার কিছু এসে যায় না। তবে বন্ধুকে নিয়ে বার্তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বন্ধুর প্রতি কোনও বার্তা নেই। কেবলমাত্র লোকসভার মানুষদের বলব, যেন তাঁরা ভোটটা দিতে যান ৷ যাকেই ভোট দিন, অন্তত ভোটটা দিন।"

আরও পড়ুন:

  1. 'মমতা ভোটের জন্য সংখ্যালঘুদের ব্যবহার করেন', মেদিনীপুরের প্রচারে বিস্ফোরক অগ্নিমিত্রা
  2. মুছে দেওয়া হল অগ্নিমিত্রা পলের দেওয়াল লিখন! ভোটের মুখে বাড়ল জট
  3. অগ্নিমিত্রার নামে মেদিনীপুরে দেওয়া লিখন শুরু গেরুয়া শিবিরের
Last Updated : Apr 1, 2024, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.