কলকাতা, 30 মার্চ: অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি ৷ সেই তালিকায় ওড়িশা এবং পঞ্জাবের কয়েকটি আসনের পাশাপাশি পশ্চিমবঙ্গের দু’টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়ে গেরুয়া শিবিরের তরফে ৷ ঝাড়গ্রাম থেকে প্রার্থী হয়েছেন চিকিৎসক প্রণত টুডু ৷ তাছাড়াও বীরভূম থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস আধিকারিক দেবাশিস ধর ৷ তবে এখনও ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারেনি বিজেপি। এ নিয়ে দলের অন্দরেই আলোচনা চলছে।
বিজেপির প্রার্থী ঘোষণা নিয়ে শনিবার দুপুরেই তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিজেপি চারটি আসনে প্রার্থী পাচ্ছে না। সেখানে ইডি-সিবিআই-এনআইএ এবং আইটি-র অধিকর্তাদের প্রার্থী করা হোক। অভিষেকের অভিযোগ, এই সমস্ত কেন্দ্রীয় সংস্থার অধিকর্তারা বিজেপিকে নানাভাবে সাহায্য করেছেন। এবার তাঁদের উচিত মাঠে নেমে ভোটে লড়াই করা। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই বিজেপির অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় রাজ্যের দুটি আসনে প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। সবমিলিয়ে রাজ্যের জন্য তিনটি তালিকা প্রকাশ করলেও তাতে ডায়মন্ড হারবারের নাম না থাকায় রাজনৈতিক মহলে নতুন করে তরজা শুরু হয়েছে।
প্রার্থী হওয়ার পর প্রতিক্রিয়া দিয়েছেন প্রণত। তিনি বলেন, "রাজ্য ও কেন্দ্রের নেতারা আমার উপর ভরসা করেছেন বলে ভালো লাগছে। অনেক দিন ধরেই আমি বিজেপির কর্মী। দল আমার উপর ভরসা রেখেছে। এই আসনে জেতার ব্যাপারে আমি একশো শতাংশ আশাবাদী। চিকিৎসক হিসেবে নির্দিষ্ট সংখ্যক মানুষকে সাহায্য করতে পারব। কিন্তু বিজেপির মতো রাজনৈতিক দলের সদস্য হিসেবে বহু মানুষকের উপকার করতে পারব।"
আরও পড়ুন: