দাসপুর 6 সেপ্টেম্বর: বাম-বিজেপির কাছে সমবায় সমিতির নির্বাচনে পরজায়ের স্বাদ পেল শাসকদল। দাসপুরের সুলতাননগর জৌত-গৌরাঙ্গ সমবায় সমিতির মোট 31টি আসনের মধ্যে বাম-বিজেপি সমবায় মঞ্চের ঝুলিতে গেল 16টি আসন। শুক্রবার বোর্ড দখল করল তারা। একক বৃহত্তম দল হয়েও সমবায় সমিতি দখল করতে পারল না রাজ্যের শাসক শিবির।
2 সদস্যের ভোট বাতিল হওয়া বিরোধী আসনেই বসতে হবে তৃণমূলকে। বোর্ড গঠন না করতে পেরে বাম ও বিজেপিকে একযোগে আক্রমণ করেছে রাজ্যের শাসক শিবির। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত ফোন ইটিভি ভারতকে বলেন, "রাম-বাম জোট অশুভ আত্মা । তারা একত্রিতভাবে এই জোট করেছে ।"
কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এই সুলতাননগর জোত গৌরাঙ্গ সমবায় সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা । বোর্ড গঠনের দিন যাতে তেমন কিছু না হয় তা নিশ্চিত করতে ঘটনাস্থলে নামাতে হয়েছিল বিশাল পুলিশ বাহিনীও ব়্যাফ । নির্বাচনের ফল বেরোতে দেখা যায় সমবায় সমিতির 31টি আসনের মধ্যে বামেদের সমবায় বাঁচাও মঞ্চ পেয়েছে 12টি আসন। বিজেপির দখলে গিয়েছে 4টি আসন। তৃণমূল পেয়েছে 15টি আসন। অবশেষে সেই সমবায় সমিতির বোর্ড গঠন হল এদিন। বোর্ড গঠন করল বাম-বিজেপি জোট। সমবায় সমিতিতে মাথাই গলাতে পারল না তৃণমূল। তৃণমূলের 15 প্রার্থীর মধ্যে দু'জনের ভোট বাতিল হওয়ায় বর্তমানে 13টি আসন নিয়ে সন্তুষ্ট থাকত হল তাদের। দীর্ঘদিন পর দাসপুরের বুকে আবির মাখল বাম বিজেপি সমবায় বাঁচাও মঞ্চ।
বিরোধীদের বিরুদ্ধে একাধিকবার গোপনে জোট করার অভিযোগ করেছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে একাধিকবার সরব হয়েছেন। এবার বিজেপির সমর্থন নিয়ে বামেরা সমবায় সমিতির নির্বাচন জেতায় এই ধরনের অভিযোগের ভিত্তি আরও শক্ত হল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।