ETV Bharat / state

ভুয়ো ভোটাকে বাধা দেওয়ায় বিজেপি এজেন্টকে মার, অভিযুক্ত তৃণমূল - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TMC-BJP Clash in Hasan: ভুয়ো ভোটারকে ধরার অপরাধে বিজেপি এজেন্টকে মার ! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বীরভূম লোকসভা কেন্দ্রের হাসন বিধানসভার সাহাপুর গ্রামে ৷

BJP Agent Allegedly Beaten
বিজেপি এজেন্টকে মার, অভিযুক্ত তৃণমূল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 4:03 PM IST

বিজেপি এজেন্টকে মার, অভিযুক্ত তৃণমূল (ইটিভি ভারত)

রামপুরহাট, 13 মে: বুথের মধ্যে সকলের নজর এড়িয়ে ভোট দিতে ঢুকেছিলেন এক ভুয়ো ভোটার ৷ বিষয়টি নজরে আসতেই তাঁকে ধরে ফেললেন বিজেপির এজেন্ট ৷ সেই অপরাধে তাঁকে বেধড়ক মারের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূম লোকসভা কেন্দ্রের হাসন বিধানসভার সাহাপুর গ্রামে ৷

সোমবার নিমাপাখুরিয়া গ্রামের 238 নম্বর বুথে বিজেপি এজেন্ট ছিলেন অসীম মাল ৷ অভিযোগ, নির্বাচন চলাকালীন এক যুবক ভুয়ো ভোট দিতে ঢুকলে ধরে ফেলেন তিনি ৷ অবস্থা বেগতিক বুঝে ছুটে পালিয়ে যান ওই ভুয়ো ভোটার ৷ এরপরই অসীমকে মারধর করে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিমাপাখুরিয়া গ্রামের পঞ্চায়েত সদস্যার স্বামী রনি শেখ । মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপির এজেন্টের ৷ দলের কর্মীকে বাঁচাতে এলাকায় জমায়েত করেন বিজেপির বাকি কর্মী-সমর্থকরা ৷ রনিকে ধরতে তেড়ে যান তাঁরা ৷ পরিস্থিতি বেগতিক বুঝে নিজের প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যান তৃণমূল নেতার স্বামী ৷

ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা নিখিল বন্দ্যোপাধ্যায় বলেন, "কয়েকদিন ধরেই ওঁরা আমাদের হুমকি দিচ্ছে । আজ তাঁদের ছাপ্পা দিতে বাধা দেওয়ায় আমাদের এজেন্টকে মারধর করা হয়েছে ৷" 238 নম্বর বুথের বিজেপি এজেন্টের অভিযোগ, "বুথে তৃণমূলের লোকজন বেশি। অন্য প্রার্থীদের এজেন্ট হয়ে বসে রয়েছেন তাঁরা। প্রথম থেকেই আমাকে হুমকি দিচ্ছিল । এক ভুয়ো ভোটারকে ধরে ফেলায় রনি শেখের নেতৃত্বে আমাকে মারধর করা হয় ।" অন্যদিকে, ভুয়ো ভোটারের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ বীরভূমে দলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, "গ্রামে বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে ।"

উল্লেখ্য, চতুর্থ দফার নির্বাচন শুরু হতেই উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূম ৷ ভোট শুরু হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয় রামপুরহাট বিধানসভার বগটুই গ্রামের জুনিয়র গার্লস স্কুলের 149 নম্বর বুথে ৷ জানা যায়, বুথে থাকা চারটি ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ায় এই বিপত্তি ৷ ভোট দেওয়ার জন্য সকাল থেকে লম্বা লাইনে অপেক্ষা করতে হয় বলে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা ৷

আরও পড়ুন:

বিজেপি এজেন্টকে মার, অভিযুক্ত তৃণমূল (ইটিভি ভারত)

রামপুরহাট, 13 মে: বুথের মধ্যে সকলের নজর এড়িয়ে ভোট দিতে ঢুকেছিলেন এক ভুয়ো ভোটার ৷ বিষয়টি নজরে আসতেই তাঁকে ধরে ফেললেন বিজেপির এজেন্ট ৷ সেই অপরাধে তাঁকে বেধড়ক মারের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূম লোকসভা কেন্দ্রের হাসন বিধানসভার সাহাপুর গ্রামে ৷

সোমবার নিমাপাখুরিয়া গ্রামের 238 নম্বর বুথে বিজেপি এজেন্ট ছিলেন অসীম মাল ৷ অভিযোগ, নির্বাচন চলাকালীন এক যুবক ভুয়ো ভোট দিতে ঢুকলে ধরে ফেলেন তিনি ৷ অবস্থা বেগতিক বুঝে ছুটে পালিয়ে যান ওই ভুয়ো ভোটার ৷ এরপরই অসীমকে মারধর করে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিমাপাখুরিয়া গ্রামের পঞ্চায়েত সদস্যার স্বামী রনি শেখ । মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপির এজেন্টের ৷ দলের কর্মীকে বাঁচাতে এলাকায় জমায়েত করেন বিজেপির বাকি কর্মী-সমর্থকরা ৷ রনিকে ধরতে তেড়ে যান তাঁরা ৷ পরিস্থিতি বেগতিক বুঝে নিজের প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যান তৃণমূল নেতার স্বামী ৷

ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা নিখিল বন্দ্যোপাধ্যায় বলেন, "কয়েকদিন ধরেই ওঁরা আমাদের হুমকি দিচ্ছে । আজ তাঁদের ছাপ্পা দিতে বাধা দেওয়ায় আমাদের এজেন্টকে মারধর করা হয়েছে ৷" 238 নম্বর বুথের বিজেপি এজেন্টের অভিযোগ, "বুথে তৃণমূলের লোকজন বেশি। অন্য প্রার্থীদের এজেন্ট হয়ে বসে রয়েছেন তাঁরা। প্রথম থেকেই আমাকে হুমকি দিচ্ছিল । এক ভুয়ো ভোটারকে ধরে ফেলায় রনি শেখের নেতৃত্বে আমাকে মারধর করা হয় ।" অন্যদিকে, ভুয়ো ভোটারের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ বীরভূমে দলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, "গ্রামে বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে ।"

উল্লেখ্য, চতুর্থ দফার নির্বাচন শুরু হতেই উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূম ৷ ভোট শুরু হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয় রামপুরহাট বিধানসভার বগটুই গ্রামের জুনিয়র গার্লস স্কুলের 149 নম্বর বুথে ৷ জানা যায়, বুথে থাকা চারটি ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ায় এই বিপত্তি ৷ ভোট দেওয়ার জন্য সকাল থেকে লম্বা লাইনে অপেক্ষা করতে হয় বলে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.