ETV Bharat / state

দুর্গাপুজোয় বিশেষ আয়োজন ! পদ্মশ্রী বীরেন বসাকের বাড়িতে বসছে আইফেল টাওয়ার - Durga Puja 2024

Basak House Durga Puja: বেশকিছু বছর ধরে পুজোর থিমে চমক দিয়ে আসছেন বসাক বাড়ির সদস্যরা ৷ শেষ মুহূর্তে চলছে পুজোর প্রস্তুতি ৷ দীর্ঘ 40 বছরেরও বেশি মাতৃ আরাধনায় ব্রতী রয়েছে বসাক পরিবার। পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির এবারের দুর্গাপুজোয় রয়েছে আইফেল টাওয়ার ৷

Basak House Durga Puja
বসাক বাড়িতে দুর্গাপুজোয় বসছে আইফেল টাওয়ার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 2:03 PM IST

ফুলিয়া, 25 সেপ্টেম্বর: হাতে আর মাত্র কয়েকটা দিন ! তার পরই দুর্গাপুজো । জেলার পুজোগুলির মধ্যে অন্যতম নদিয়ার ফুলিয়ার বসাক বাড়ির দুর্গাপুজো। সেই বাড়িতে এবারেও পুজোয় রয়েছে থিমের চমক ৷ দীর্ঘ 40 বছরেরও বেশি মাতৃ আরাধনায় ব্রতী রয়েছে বসাক পরিবার।

ফুলিয়ার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজো দেখতে ভিড় জমান জেলা তথা রাজ্যের বহু মানুষ। প্রতিবছরই বসাক বাড়ির দুর্গাপুজোয় থাকে বিশেষ থিম এবং সামাজিক সচেতনতার বার্তা দেখতে পাওয়া যায়। এবারেও থিমের চমক রেখেছেন বসাক বাড়ির সদস্যরা। সাধারণত, বিভিন্ন ক্লাব কিংবা বারোয়ারিতে থিমের চমক দেখা যায়। তবে বাড়ির পুজোয় থিম! এমনটা শোনা যায় কম ৷ তাই হাজারে হাজারে মানুষ আসেন বসাকবাড়ির পুজোয়। এবার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজোর থিম প্যারিসের আইফেল টাওয়ার।

বীরেন বসাকের বাড়িতে বসছে আইফেল টাওয়ার (ইটিভি ভারত)

120 ফুট উচ্চতার প্যান্ডেল ইতিমধ্যে শেষের পথে। দিন রাতে এক করে হচ্ছে প্যান্ডেল তৈরির কাজ। তবে বাঁশ, কাঠ এবং রঙের কাজ বেশি থাকবে এই প্যান্ডেলে, এমনটাই জানালেন তার বরাত পাওয়া শিল্পী উত্তম বিশ্বাস। তবে বসাক বাড়ির পুজোয় একটি নয় প্রতি বছর 2টি ঠাকুর আনা হয় পুজোয়। এটাই বিশেষত্ব পুজোর। একটি একচালার প্রতিমা পূজিত হয় ৷ আর একটি থাকে থিমের উপর ভিত্তি করে মডেল হিসেবে। তাই দূর-দূরান্তের মানুষ এসে ভিড় জমান এই পুজোয়।

Basak House Durga Puja
পদ্মশ্রী বীরেন বসাকের বাড়ি দুর্গাপুজো (ইটিভি ভারত)

এ বিষয়ে বসাক বাড়ির সদস্য অভিনব বসাক জানান, এই দু'টি মূর্তির মধ্যে একটি তৈরি করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী সুবীর কুমার পাল ৷ আর ওপরটি তৈরি করেন মৃৎশিল্পী কানাইলাল ঘোষ। দু'টি মূর্তিই নিয়ে আসা হয় নদিয়ার কৃষ্ণনগর থেকে। পুজো সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, বসাক বাড়ির পুজো হয় বৈষ্ণব মতে। দেবীর ভোগের ব্যবস্থাও থাকে। তবে একাদশী পর্যন্ত ঠাকুর থাকে মণ্ডপে ৷ এরপর শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন করা হয়। তবে এই বছর মানুষের ভিড় বাড়বে বলেই আশাবাদী বসাক বাড়ির সদস্যরা। তাই এখন পুজোর জন্য দিন গুনছেন তাঁরা ।

ফুলিয়া, 25 সেপ্টেম্বর: হাতে আর মাত্র কয়েকটা দিন ! তার পরই দুর্গাপুজো । জেলার পুজোগুলির মধ্যে অন্যতম নদিয়ার ফুলিয়ার বসাক বাড়ির দুর্গাপুজো। সেই বাড়িতে এবারেও পুজোয় রয়েছে থিমের চমক ৷ দীর্ঘ 40 বছরেরও বেশি মাতৃ আরাধনায় ব্রতী রয়েছে বসাক পরিবার।

ফুলিয়ার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজো দেখতে ভিড় জমান জেলা তথা রাজ্যের বহু মানুষ। প্রতিবছরই বসাক বাড়ির দুর্গাপুজোয় থাকে বিশেষ থিম এবং সামাজিক সচেতনতার বার্তা দেখতে পাওয়া যায়। এবারেও থিমের চমক রেখেছেন বসাক বাড়ির সদস্যরা। সাধারণত, বিভিন্ন ক্লাব কিংবা বারোয়ারিতে থিমের চমক দেখা যায়। তবে বাড়ির পুজোয় থিম! এমনটা শোনা যায় কম ৷ তাই হাজারে হাজারে মানুষ আসেন বসাকবাড়ির পুজোয়। এবার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজোর থিম প্যারিসের আইফেল টাওয়ার।

বীরেন বসাকের বাড়িতে বসছে আইফেল টাওয়ার (ইটিভি ভারত)

120 ফুট উচ্চতার প্যান্ডেল ইতিমধ্যে শেষের পথে। দিন রাতে এক করে হচ্ছে প্যান্ডেল তৈরির কাজ। তবে বাঁশ, কাঠ এবং রঙের কাজ বেশি থাকবে এই প্যান্ডেলে, এমনটাই জানালেন তার বরাত পাওয়া শিল্পী উত্তম বিশ্বাস। তবে বসাক বাড়ির পুজোয় একটি নয় প্রতি বছর 2টি ঠাকুর আনা হয় পুজোয়। এটাই বিশেষত্ব পুজোর। একটি একচালার প্রতিমা পূজিত হয় ৷ আর একটি থাকে থিমের উপর ভিত্তি করে মডেল হিসেবে। তাই দূর-দূরান্তের মানুষ এসে ভিড় জমান এই পুজোয়।

Basak House Durga Puja
পদ্মশ্রী বীরেন বসাকের বাড়ি দুর্গাপুজো (ইটিভি ভারত)

এ বিষয়ে বসাক বাড়ির সদস্য অভিনব বসাক জানান, এই দু'টি মূর্তির মধ্যে একটি তৈরি করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী সুবীর কুমার পাল ৷ আর ওপরটি তৈরি করেন মৃৎশিল্পী কানাইলাল ঘোষ। দু'টি মূর্তিই নিয়ে আসা হয় নদিয়ার কৃষ্ণনগর থেকে। পুজো সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, বসাক বাড়ির পুজো হয় বৈষ্ণব মতে। দেবীর ভোগের ব্যবস্থাও থাকে। তবে একাদশী পর্যন্ত ঠাকুর থাকে মণ্ডপে ৷ এরপর শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন করা হয়। তবে এই বছর মানুষের ভিড় বাড়বে বলেই আশাবাদী বসাক বাড়ির সদস্যরা। তাই এখন পুজোর জন্য দিন গুনছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.