ETV Bharat / state

অনুব্রতকে 'বীরের বরণ' শুধু সময়ের অপেক্ষা ! উচ্ছ্বাসে বীরভূমে মিষ্টি বিতরণ কাজলের - Anubrata Mondal

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Anubrata Mondal Gets Bail: 2 বছর 9 দিন পর জামিন শুক্রবার পেলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তাতেই রীতিমতো উৎসবে মেতেছে জেলা তৃণমূলের নেতা-কর্মীরা ৷ পথচলতি লোকজনকে মিষ্টি খাওয়াচ্ছেন জেলা সভাধিপতি কাজল শেখ ৷

Birbhum News
অনুব্রতর জামিন হতেই মিষ্টি বিতরণ বীরভূমে (ইটিভি ভারত)

বোলপুর, 20 সেপ্টেম্বর: দল অনুমতি দিলে অনুব্রত মণ্ডলকে 'বীরের বরণ' করতে চায় বীরভূম । সভাপতির জামিনে উচ্ছ্বসিত বীরভূম তৃণমূল নেতা-কর্মীরা ৷ পথচলতি মানুষজনকে মিষ্টি খাওয়ান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ।

অন্যদিকে, বোলপুরে দলীয় কার্যালয়ে দলে দলে কর্মীরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে দেখা করতে আসেন ৷ তবে অনুব্রত জেলায় ফিরলে রাজনৈতিক প্রেক্ষাপট বদলের জল্পনা তুঙ্গে ৷ প্রায় 2 বছর 9 দিন পর গরু পাচার ও আর্থিক তছরূপের ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত । পুজোর আগেই মেয়ে সুকন্যাকে নিয়ে জেলায় ফিরছেন তিনি ৷

অনুব্রতর জামিনে বীরভূম তৃণমূলে উৎসব (ইটিভি ভারত)

2022 সালের 11 অগস্ট বোলপুরে নীচুপট্টির বাড়ি থেকে গরু পাচার মামলায় তৃণমূল-কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই । পরে আর্থিক তছরূপ মামলায় তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । গ্রেফতার করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রতকে ৷ এতকাল তিহার জেলে বন্দি ছিলেন তিনি ৷ 30 জুলাই সিবিআইয়ের মামলা থেকে অনুব্রতকে জামিন দেয় সুপ্রিম কোর্ট । যদিও, ইডির মামলায় জামিন না হওয়ায় তিহারেই ছিলেন তিনি ৷ 10 সেপ্টেম্বর ইডির মামলা থেকে মেয়ে সুকন্যা মণ্ডলকে জামিন দেয় দিল্লি হাইকোর্ট । জামিন পেয়ে বাবার জন্য দিল্লিতেই অপেক্ষা করছিলেন সুকন্যা ৷ এদিন, দিল্লির রাউস এভিনিউ আদালত অনুব্রত মণ্ডলকে ইডির মামলা থেকে জামিন দিল ৷ সোমবার তিহার থেকে মুক্তি পাবেন তিনি ৷

এদিকে ঠিক পুজোর মুখে অনুব্রতর জামিনের খবরে উচ্ছ্বসিত বীরভূম তৃণমূলের নেতা-কর্মীরা ৷ বোলপুরের বকুলতলায় পথচলতি মানুষজনকে মিষ্টি খাওয়ান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ । অনুব্রত মণ্ডলের যুযুধান হিসাবে পরিচিত তিনি ৷ মিষ্টি খাইয়ে তিনি বলেন, "অনুব্রত মণ্ডল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ৷ যদি উনি বিজেপি করতেন গ্রেফতার হতেন না ৷ তাঁর জামিনের খবরের খুশিতে আমি মিষ্টি খাওয়াচ্ছি ৷ দল যদি নির্দেশ দেয় অনুব্রত মণ্ডলকে বীরের বরণ করব । বীরের বরণ করার যোগ্য উনি ।"

বোলপুরে দলীয় কার্যালয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে দেখা করতে আসেন কর্মীরা ৷ ছিলেন দলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ ৷ মন্ত্রী বলেন, "খুবই খুশি আমরা ৷ তবে উনি আমাদের নেতা, এসে ফের একইভাবে দায়িত্ব নেবেন ৷ কোনও রাজনৈতিক প্রেক্ষাপটের বদল হবে না ৷ এত দিন কোর কমিটি দল চালিয়েছে, উনি এলে ফের একইভাবে চলবে ।"

প্রসঙ্গত, অনুব্রতর অবর্তমানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ সদস্যের কোর কমিটি গঠন করে দল চালাতে বলেছিলেন ৷ সেই মতো সাংগঠনিক কাজ চলছিল ৷ অনুব্রত মণ্ডল ফিরলে বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপট যে বদল হবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ পুজোয় মেয়েকে নিয়ে বোলপুরেই থাকবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে ৷

বোলপুর, 20 সেপ্টেম্বর: দল অনুমতি দিলে অনুব্রত মণ্ডলকে 'বীরের বরণ' করতে চায় বীরভূম । সভাপতির জামিনে উচ্ছ্বসিত বীরভূম তৃণমূল নেতা-কর্মীরা ৷ পথচলতি মানুষজনকে মিষ্টি খাওয়ান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ।

অন্যদিকে, বোলপুরে দলীয় কার্যালয়ে দলে দলে কর্মীরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে দেখা করতে আসেন ৷ তবে অনুব্রত জেলায় ফিরলে রাজনৈতিক প্রেক্ষাপট বদলের জল্পনা তুঙ্গে ৷ প্রায় 2 বছর 9 দিন পর গরু পাচার ও আর্থিক তছরূপের ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত । পুজোর আগেই মেয়ে সুকন্যাকে নিয়ে জেলায় ফিরছেন তিনি ৷

অনুব্রতর জামিনে বীরভূম তৃণমূলে উৎসব (ইটিভি ভারত)

2022 সালের 11 অগস্ট বোলপুরে নীচুপট্টির বাড়ি থেকে গরু পাচার মামলায় তৃণমূল-কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই । পরে আর্থিক তছরূপ মামলায় তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । গ্রেফতার করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রতকে ৷ এতকাল তিহার জেলে বন্দি ছিলেন তিনি ৷ 30 জুলাই সিবিআইয়ের মামলা থেকে অনুব্রতকে জামিন দেয় সুপ্রিম কোর্ট । যদিও, ইডির মামলায় জামিন না হওয়ায় তিহারেই ছিলেন তিনি ৷ 10 সেপ্টেম্বর ইডির মামলা থেকে মেয়ে সুকন্যা মণ্ডলকে জামিন দেয় দিল্লি হাইকোর্ট । জামিন পেয়ে বাবার জন্য দিল্লিতেই অপেক্ষা করছিলেন সুকন্যা ৷ এদিন, দিল্লির রাউস এভিনিউ আদালত অনুব্রত মণ্ডলকে ইডির মামলা থেকে জামিন দিল ৷ সোমবার তিহার থেকে মুক্তি পাবেন তিনি ৷

এদিকে ঠিক পুজোর মুখে অনুব্রতর জামিনের খবরে উচ্ছ্বসিত বীরভূম তৃণমূলের নেতা-কর্মীরা ৷ বোলপুরের বকুলতলায় পথচলতি মানুষজনকে মিষ্টি খাওয়ান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ । অনুব্রত মণ্ডলের যুযুধান হিসাবে পরিচিত তিনি ৷ মিষ্টি খাইয়ে তিনি বলেন, "অনুব্রত মণ্ডল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ৷ যদি উনি বিজেপি করতেন গ্রেফতার হতেন না ৷ তাঁর জামিনের খবরের খুশিতে আমি মিষ্টি খাওয়াচ্ছি ৷ দল যদি নির্দেশ দেয় অনুব্রত মণ্ডলকে বীরের বরণ করব । বীরের বরণ করার যোগ্য উনি ।"

বোলপুরে দলীয় কার্যালয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে দেখা করতে আসেন কর্মীরা ৷ ছিলেন দলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ ৷ মন্ত্রী বলেন, "খুবই খুশি আমরা ৷ তবে উনি আমাদের নেতা, এসে ফের একইভাবে দায়িত্ব নেবেন ৷ কোনও রাজনৈতিক প্রেক্ষাপটের বদল হবে না ৷ এত দিন কোর কমিটি দল চালিয়েছে, উনি এলে ফের একইভাবে চলবে ।"

প্রসঙ্গত, অনুব্রতর অবর্তমানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ সদস্যের কোর কমিটি গঠন করে দল চালাতে বলেছিলেন ৷ সেই মতো সাংগঠনিক কাজ চলছিল ৷ অনুব্রত মণ্ডল ফিরলে বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপট যে বদল হবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ পুজোয় মেয়েকে নিয়ে বোলপুরেই থাকবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.