ETV Bharat / state

'লগ্নভ্রষ্ট হওয়ার মতো ব্যাপার', দেবাশিসের মনোনয়ন বাতিলে কটাক্ষ শতাব্দীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TMC Candidate Satabdi Roy: উনি লড়লেও আমি জিততাম, না-লড়লেও আমিই জয়ী হতাম। ওনার লড়াইয়ে থাকা, না-থাকা কোনওটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না।" সেইসঙ্গে একটা খারাপ লাগাও আছে ৷ বীরভূমের পদ্মপ্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হওয়া নিয়ে এমনই প্রতিক্রিয়া জোড়াফুল প্রার্থী শতাব্দী রায়ের। তবে খারাপ লাগার সঙ্গে এদিন দেবাশিস ধরকে নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি বীরভূমের বিদায়ী সাংসদ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 8:49 AM IST

TMC Candidate Satabdi Roy

খয়রাশোল (বীরভূম), 28 এপ্রিল: "লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো ব্যাপার", মনোনয়ন বাতিল নিয়ে দেবাশিস ধরকে কটাক্ষ তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের। তিনি বলেন, "পাত্র এসে বসার আগে বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার মতো ব্যাপার।" শনিবার, খয়রাশোলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ভাষাতেই কটাক্ষ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী তথা অভিনেত্রী শতাব্দী রায় ৷

বীরভূম লোকসভা কেন্দ্র থেকে 3 বারের জয়ী সাংসদ শতাব্দী রায়। চতুর্থবার অনুব্রতহীন এই কেন্দ্র থেকে তৃণমূল-কংগ্রেসের টিকিটে প্রার্থী তিনি ৷ তাঁর বিপরীতে বিজেপি রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছিল। গত 2 এপ্রিল থেকে জোর কদমে গ্রামে গ্রামে, শহরে প্রচার শুরু করেছিলেন তিনি। গত 23 এপ্রিল সিউড়িতে জেলা শাসকের দফতরে বিজেপির প্রতীকে মনোনয়ন পত্র জমাও দিয়েছিলেন দেবাশিসবাবু ৷ কিন্তু 26 এপ্রিল স্ক্রুটিনির দিন দেখা গেল নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বাতিল করে দেয়।

কারণ, পুলিশের চাকরি থেকে ইস্তফা দিলেও নো-ডিউসের ক্লিয়ারেন্স তিনি রাজ্য সরকারের কাছ থেকে পাননি ৷ যদিও, মনোনয়ন বাতিলের আশঙ্কা থেকেই 25 এপ্রিল, অর্থাৎ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন বিজেপি দেবতনু ভট্টাচার্যকে মনোনয়ন জমা দেওয়ায় ৷ টানা প্রচার, দেওয়াল লিখন, ব্যানার, পোস্টারের পর দেবাশিসবাবুর মনোনয়ন বাতিল নিয়ে উচ্ছ্বসিত ঘাসফুল শিবির ৷ অন্যদিকে, স্বাভাবিকভাবেই মনোবল ভেঙে গিয়েছে বিজেপির জেলা নেতা-কর্মীদের।

এই প্রসঙ্গে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বলেন, "এমন সবাই হুল্লোড় করছিল যে কী করে ফেলত ? আমারও দেখার ইচ্ছে ছিল। তবে আমার খারাপ লেগেছে ৷ একদম নমিনেশন পর্যন্ত পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে আটকে যায় সেইরকম খারাপ লাগা কোথাও নেই ৷" এরপরেই কার্যত কটাক্ষ করে অভিনেত্রী বলেন, "এইরকম আগে কারও ক্ষেত্রে হয়েছে কি না আমার জানা নেই ৷ লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো ৷ বিয়ের পীড়িতে পাত্র এসে বসার আগে বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার মতো। সেই রকম হয়ে গিয়েছে ব্যাপারটা।"

প্রসঙ্গত, মনোনয়ন পত্র বাতিল হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দেবাশিস ধর। আগামিকাল, সোমবার এই মামলার শুনানি। সেইদিনই এই কেন্দ্রে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

আরও পড়়ুন:

  1. শীতলকুচির দেবাশিসের যোগ্য বিচার হয়েছে, মনোনয়ন বাতিল নিয়ে কটাক্ষ অভিষেকের
  2. মনোনয়ন বাতিলে আদালতে দেবাশিস, বিকল্প প্রার্থী ছাড়াই বীরভূমে প্রচারে বিজেপি
  3. দেবাশিস ধরের পদত্যাগ গ্রহণ করেনি রাজ্য, মনোনয়ন বাতিলে সরকারকেই দুষলেন জয়ন্ত রায়

TMC Candidate Satabdi Roy

খয়রাশোল (বীরভূম), 28 এপ্রিল: "লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো ব্যাপার", মনোনয়ন বাতিল নিয়ে দেবাশিস ধরকে কটাক্ষ তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের। তিনি বলেন, "পাত্র এসে বসার আগে বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার মতো ব্যাপার।" শনিবার, খয়রাশোলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ভাষাতেই কটাক্ষ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী তথা অভিনেত্রী শতাব্দী রায় ৷

বীরভূম লোকসভা কেন্দ্র থেকে 3 বারের জয়ী সাংসদ শতাব্দী রায়। চতুর্থবার অনুব্রতহীন এই কেন্দ্র থেকে তৃণমূল-কংগ্রেসের টিকিটে প্রার্থী তিনি ৷ তাঁর বিপরীতে বিজেপি রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছিল। গত 2 এপ্রিল থেকে জোর কদমে গ্রামে গ্রামে, শহরে প্রচার শুরু করেছিলেন তিনি। গত 23 এপ্রিল সিউড়িতে জেলা শাসকের দফতরে বিজেপির প্রতীকে মনোনয়ন পত্র জমাও দিয়েছিলেন দেবাশিসবাবু ৷ কিন্তু 26 এপ্রিল স্ক্রুটিনির দিন দেখা গেল নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বাতিল করে দেয়।

কারণ, পুলিশের চাকরি থেকে ইস্তফা দিলেও নো-ডিউসের ক্লিয়ারেন্স তিনি রাজ্য সরকারের কাছ থেকে পাননি ৷ যদিও, মনোনয়ন বাতিলের আশঙ্কা থেকেই 25 এপ্রিল, অর্থাৎ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন বিজেপি দেবতনু ভট্টাচার্যকে মনোনয়ন জমা দেওয়ায় ৷ টানা প্রচার, দেওয়াল লিখন, ব্যানার, পোস্টারের পর দেবাশিসবাবুর মনোনয়ন বাতিল নিয়ে উচ্ছ্বসিত ঘাসফুল শিবির ৷ অন্যদিকে, স্বাভাবিকভাবেই মনোবল ভেঙে গিয়েছে বিজেপির জেলা নেতা-কর্মীদের।

এই প্রসঙ্গে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বলেন, "এমন সবাই হুল্লোড় করছিল যে কী করে ফেলত ? আমারও দেখার ইচ্ছে ছিল। তবে আমার খারাপ লেগেছে ৷ একদম নমিনেশন পর্যন্ত পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে আটকে যায় সেইরকম খারাপ লাগা কোথাও নেই ৷" এরপরেই কার্যত কটাক্ষ করে অভিনেত্রী বলেন, "এইরকম আগে কারও ক্ষেত্রে হয়েছে কি না আমার জানা নেই ৷ লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো ৷ বিয়ের পীড়িতে পাত্র এসে বসার আগে বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার মতো। সেই রকম হয়ে গিয়েছে ব্যাপারটা।"

প্রসঙ্গত, মনোনয়ন পত্র বাতিল হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দেবাশিস ধর। আগামিকাল, সোমবার এই মামলার শুনানি। সেইদিনই এই কেন্দ্রে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

আরও পড়়ুন:

  1. শীতলকুচির দেবাশিসের যোগ্য বিচার হয়েছে, মনোনয়ন বাতিল নিয়ে কটাক্ষ অভিষেকের
  2. মনোনয়ন বাতিলে আদালতে দেবাশিস, বিকল্প প্রার্থী ছাড়াই বীরভূমে প্রচারে বিজেপি
  3. দেবাশিস ধরের পদত্যাগ গ্রহণ করেনি রাজ্য, মনোনয়ন বাতিলে সরকারকেই দুষলেন জয়ন্ত রায়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.