বীরভূম, 13 মে: বিএসএফ বিজেপির হয়ে ভোট করাচ্ছে বলে অভিযোগ করলেন বীরভূম লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় ৷ সোমবার বীরভূমের পাইকরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি । শতাব্দী আরও জানান, এই নিয়ে নির্বাচন কমিশন-সহ বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন তিনি ।
এ দিন লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে৷ বাংলার আটটি আসনের মধ্যে রয়েছে বীরভূমও ৷ ওই কেন্দ্রের তিনবারের সাংসদ শতাব্দী রায় এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ এ দিন সকাল থেকেই বীরভূম লোকসভা কেন্দ্রের রাজগ্রাম, মুরারই, চাতরা, পাইকর প্রভৃতি জায়গায় ভোটগ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন তিনি । তারই মাঝে পাইকরে একটি বুথের বাইরে তিনি ইটিভি ভারতের মুখোমুখি হন ৷
সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, বেশ কিছু জায়গায় বিজেপির এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ কী বলবেন এই নিয়ে ? উত্তরে শতাব্দী রায় বলেন, "আমাদের ক্ষেত্রেও হচ্ছে ৷ বিএসএফ ভোট দিয়ে দিচ্ছে বিজেপির হয়ে ৷ দু’জায়গা থেকে অভিযোগ পেয়েছি । নির্বাচন কমিশন ও বীরভূম জেলা পুলিশ সুপারকে জানিয়েছি ।"
যদিও এ দিনের ভোট নিয়ে মোটের উপর খুশি শতাব্দী রায় ৷ তিনি বলেন, "পজেটিভ ওয়েতে খেলা হচ্ছে ।" তিনি আরও বলেন, ‘‘জিতব আমি, জিতব আমরাই ।’’
উল্লেখ্য, 2009 সালে বীরভূমে প্রথমবার জয়ী হন শতাব্দী রায় ৷ তখনও বাংলায় বাম জমানার অবসান হয়নি ৷ এর পর 2014 ও 2019 সালে তিনি জিতেছেন ৷ যদিও এই তিনটি নির্বাচনী জয়ে সবচেয়ে বেশি কৃতিত্ব ছিল অনুব্রত মণ্ডলের ৷ বীরভূমে তৃণমূল কংগ্রেসের সভাপতিই এতদিন জেলার রাজনীতিতে শেষকথা ছিলেন ৷ লোকসভা হোক কিংবা বিধানসভা, প্রায় প্রতিটি ভোটেই তাঁকে ঘরবন্দি করে দিত নির্বাচন কমিশন ৷ তার পরও কোনও ভোটেই তৃণমূলের জয় আটকানো যায়নি ৷
তবে এবার তিনি বীরভূমের নির্বাচনী পরিস্থিতি থেকে অনেক দূরে রয়েছেন ৷ বছর দুয়েক আগে তিনি গরুপাচার মামলায় গ্রেফতার হন ৷ বছরখানেক আগে তাঁর ঠাঁই হয় দিল্লির তিহাড় জেলে ৷ তিনি এখনও সেখানেই বন্দি ৷ ফলে অনুব্রত-হীন বীরভূমে আসন ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ শতাব্দী রায়ের ৷ যদিও তিনি যে জয়ের ব্যাপারে আশাবাদী, তা তাঁর কথাতেই স্পষ্ট হয়েছে ৷
আরও পড়ুন: