ETV Bharat / state

বিজেপির হয়ে ভোট করাচ্ছে বিএসএফ, অভিযোগ শতাব্দীর - Satabdi Roy - SATABDI ROY

Satabdi Roy: সোমবার চতুর্থ দফায় রাজ্যের আট আসনের মধ্য়ে বীরভূমেও ভোট হচ্ছে ৷ সেই আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় অভিযোগ করলেন যে বিজেপির হয়ে ভোট করাচ্ছে বিএসএফ ৷ এ দিন ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিস্ফোরক এই অভিযোগ করেন তিনি ।

Satabdi Roy
শতাব্দী রায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 1:21 PM IST

Updated : May 13, 2024, 2:22 PM IST

বিজেপির হয়ে ভোট করাচ্ছে বিএসএফ, বিস্ফোরক অভিযোগ শতাব্দী রায়ের (ইটিভি ভারত)

বীরভূম, 13 মে: বিএসএফ বিজেপির হয়ে ভোট করাচ্ছে বলে অভিযোগ করলেন বীরভূম লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় ৷ সোমবার বীরভূমের পাইকরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি । শতাব্দী আরও জানান, এই নিয়ে নির্বাচন কমিশন-সহ বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন তিনি ।

এ দিন লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে৷ বাংলার আটটি আসনের মধ্যে রয়েছে বীরভূমও ৷ ওই কেন্দ্রের তিনবারের সাংসদ শতাব্দী রায় এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ এ দিন সকাল থেকেই বীরভূম লোকসভা কেন্দ্রের রাজগ্রাম, মুরারই, চাতরা, পাইকর প্রভৃতি জায়গায় ভোটগ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন তিনি । তারই মাঝে পাইকরে একটি বুথের বাইরে তিনি ইটিভি ভারতের মুখোমুখি হন ৷

সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, বেশ কিছু জায়গায় বিজেপির এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ কী বলবেন এই নিয়ে ? উত্তরে শতাব্দী রায় বলেন, "আমাদের ক্ষেত্রেও হচ্ছে ৷ বিএসএফ ভোট দিয়ে দিচ্ছে বিজেপির হয়ে ৷ দু’জায়গা থেকে অভিযোগ পেয়েছি । নির্বাচন কমিশন ও বীরভূম জেলা পুলিশ সুপারকে জানিয়েছি ।"

যদিও এ দিনের ভোট নিয়ে মোটের উপর খুশি শতাব্দী রায় ৷ তিনি বলেন, "পজেটিভ ওয়েতে খেলা হচ্ছে ।" তিনি আরও বলেন, ‘‘জিতব আমি, জিতব আমরাই ।’’

উল্লেখ্য, 2009 সালে বীরভূমে প্রথমবার জয়ী হন শতাব্দী রায় ৷ তখনও বাংলায় বাম জমানার অবসান হয়নি ৷ এর পর 2014 ও 2019 সালে তিনি জিতেছেন ৷ যদিও এই তিনটি নির্বাচনী জয়ে সবচেয়ে বেশি কৃতিত্ব ছিল অনুব্রত মণ্ডলের ৷ বীরভূমে তৃণমূল কংগ্রেসের সভাপতিই এতদিন জেলার রাজনীতিতে শেষকথা ছিলেন ৷ লোকসভা হোক কিংবা বিধানসভা, প্রায় প্রতিটি ভোটেই তাঁকে ঘরবন্দি করে দিত নির্বাচন কমিশন ৷ তার পরও কোনও ভোটেই তৃণমূলের জয় আটকানো যায়নি ৷

তবে এবার তিনি বীরভূমের নির্বাচনী পরিস্থিতি থেকে অনেক দূরে রয়েছেন ৷ বছর দুয়েক আগে তিনি গরুপাচার মামলায় গ্রেফতার হন ৷ বছরখানেক আগে তাঁর ঠাঁই হয় দিল্লির তিহাড় জেলে ৷ তিনি এখনও সেখানেই বন্দি ৷ ফলে অনুব্রত-হীন বীরভূমে আসন ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ শতাব্দী রায়ের ৷ যদিও তিনি যে জয়ের ব্যাপারে আশাবাদী, তা তাঁর কথাতেই স্পষ্ট হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বগটুইয়ে ভোট শুরু হল সাড়ে ন'টা থেকে, কংগ্রেস প্রার্থী পড়লেন বিক্ষোভের মুখে
  2. কেতুগ্রামে তৃণমূল কর্মীর খুনে আটক দুই, প্রাথমিক রিপোর্ট হাতে পেল কমিশন
  3. ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী, অভিযোগের তির সিপিএমের বিরুদ্ধে

বিজেপির হয়ে ভোট করাচ্ছে বিএসএফ, বিস্ফোরক অভিযোগ শতাব্দী রায়ের (ইটিভি ভারত)

বীরভূম, 13 মে: বিএসএফ বিজেপির হয়ে ভোট করাচ্ছে বলে অভিযোগ করলেন বীরভূম লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় ৷ সোমবার বীরভূমের পাইকরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি । শতাব্দী আরও জানান, এই নিয়ে নির্বাচন কমিশন-সহ বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন তিনি ।

এ দিন লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে৷ বাংলার আটটি আসনের মধ্যে রয়েছে বীরভূমও ৷ ওই কেন্দ্রের তিনবারের সাংসদ শতাব্দী রায় এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ এ দিন সকাল থেকেই বীরভূম লোকসভা কেন্দ্রের রাজগ্রাম, মুরারই, চাতরা, পাইকর প্রভৃতি জায়গায় ভোটগ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন তিনি । তারই মাঝে পাইকরে একটি বুথের বাইরে তিনি ইটিভি ভারতের মুখোমুখি হন ৷

সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, বেশ কিছু জায়গায় বিজেপির এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ কী বলবেন এই নিয়ে ? উত্তরে শতাব্দী রায় বলেন, "আমাদের ক্ষেত্রেও হচ্ছে ৷ বিএসএফ ভোট দিয়ে দিচ্ছে বিজেপির হয়ে ৷ দু’জায়গা থেকে অভিযোগ পেয়েছি । নির্বাচন কমিশন ও বীরভূম জেলা পুলিশ সুপারকে জানিয়েছি ।"

যদিও এ দিনের ভোট নিয়ে মোটের উপর খুশি শতাব্দী রায় ৷ তিনি বলেন, "পজেটিভ ওয়েতে খেলা হচ্ছে ।" তিনি আরও বলেন, ‘‘জিতব আমি, জিতব আমরাই ।’’

উল্লেখ্য, 2009 সালে বীরভূমে প্রথমবার জয়ী হন শতাব্দী রায় ৷ তখনও বাংলায় বাম জমানার অবসান হয়নি ৷ এর পর 2014 ও 2019 সালে তিনি জিতেছেন ৷ যদিও এই তিনটি নির্বাচনী জয়ে সবচেয়ে বেশি কৃতিত্ব ছিল অনুব্রত মণ্ডলের ৷ বীরভূমে তৃণমূল কংগ্রেসের সভাপতিই এতদিন জেলার রাজনীতিতে শেষকথা ছিলেন ৷ লোকসভা হোক কিংবা বিধানসভা, প্রায় প্রতিটি ভোটেই তাঁকে ঘরবন্দি করে দিত নির্বাচন কমিশন ৷ তার পরও কোনও ভোটেই তৃণমূলের জয় আটকানো যায়নি ৷

তবে এবার তিনি বীরভূমের নির্বাচনী পরিস্থিতি থেকে অনেক দূরে রয়েছেন ৷ বছর দুয়েক আগে তিনি গরুপাচার মামলায় গ্রেফতার হন ৷ বছরখানেক আগে তাঁর ঠাঁই হয় দিল্লির তিহাড় জেলে ৷ তিনি এখনও সেখানেই বন্দি ৷ ফলে অনুব্রত-হীন বীরভূমে আসন ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ শতাব্দী রায়ের ৷ যদিও তিনি যে জয়ের ব্যাপারে আশাবাদী, তা তাঁর কথাতেই স্পষ্ট হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বগটুইয়ে ভোট শুরু হল সাড়ে ন'টা থেকে, কংগ্রেস প্রার্থী পড়লেন বিক্ষোভের মুখে
  2. কেতুগ্রামে তৃণমূল কর্মীর খুনে আটক দুই, প্রাথমিক রিপোর্ট হাতে পেল কমিশন
  3. ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী, অভিযোগের তির সিপিএমের বিরুদ্ধে
Last Updated : May 13, 2024, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.