ETV Bharat / state

চলছে মাধ্যমিক, শর্ত মেনে শুরু ভারত জোড়ো ন্যায় যাত্রা; আজই ঝাড়খণ্ডে রাহুল - কংগ্রেস

Bharat Jodo Yatra: আজ ভারত জোড়ো ন্যায় যাত্রা বীরভূম হয়ে ঝাড়খণ্ডে পৌঁছনোর কথা ৷ এদিকে শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ৷ এই পরিস্থিতিতে কংগ্রেসকে মহামিছিল করার অনুমতি দিচ্ছিল না বীরভূম পুলিশ প্রশাসন ৷ তবে জানা গিয়েছে, শর্ত মেনে এই যাত্রা করতে পারবে কংগ্রেস ৷

ETV Bharat
ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 9:53 AM IST

Updated : Feb 2, 2024, 1:11 PM IST

শর্ত মেনে শান্তিপূর্ণভাবে ঝাড়খণ্ড পর্যন্ত যাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা

রামপুরহাট, 2 ফেব্রুয়ারি: আজ মাধ্যমিক পরীক্ষা ৷ তাই শুক্রবার বীরভূমে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার অনুমতি দিচ্ছিল না বীরভূম জেলা পুলিশ ৷ সকালে যাত্রা শুরু হতে দেরি হয় ৷ এদিন কংগ্রেসের মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ বলেন, "রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে ৷ তাই শর্ত মেনে এই যাত্রা হবে ৷" তিনি আরও জানান, 'ইন্ডিয়া' জোট এখনও আছে ৷ এই জোটই লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়বে ৷ পশ্চিমবঙ্গে 18টি থেকে শূন্যে নামবে বিজেপির আসন ৷ এই অবস্থাতেই শর্তসাপেক্ষে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়, তবে নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে ৷

কংগ্রেসের তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়, আজ মুর্শিদাবাদ থেকে বীরভূমের রামপুরহাটে পৌঁছবে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ মাঝে বিরতি নিয়ে বেলা 3.30 মিনিটে বীরভূমের রতনপুর থেকে যাত্রা শুরু হবে ৷ বিকেল সাড়ে 4টে নাগাদ কংগ্রেসের এই মিছিল ঝাড়খণ্ডের পাকুড়ে পৌঁছবে ৷

সকালে অনুমতি না দেওয়া নিয়ে লিখিতভাবে কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার ৷ তবে মালদা ও শিলিগুড়ি যাত্রাতেও প্রশাসনিক অনুমতি ছিল না ৷ বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, "কংগ্রেসের কোনও কর্মসূচির অনুমতি আমরা দিইনি ৷ এমনকী, লিখিতভাবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে ।"

এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "ভারত জোড়ো ন্যায় যাত্রায় দেরি হচ্ছে ৷ কারণ স্থানীয় প্রশাসন গতকাল রাত থেকে বলছে, যাত্রা হবে না ৷ কারণ, রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৷ আমরা এটা মানছি ৷ কিন্তু সরকার নিজে জানিয়েছে, সকাল 8.30 মিনিটের মধ্যে পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে ৷ আর পরীক্ষা হবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত ৷ এর মধ্যে দিয়েই আমরা শান্তিপূর্ণভাবে ঝাড়খণ্ডে চলে যাব ৷ আমি প্রশাসনকে জানাতে চাই যে, রাহুল গান্ধি আরও খুব বেশি হলে 2-4 ঘণ্টা পশ্চিমবঙ্গে থাকবেন ৷ তাই ঝাড়খণ্ড পর্যন্ত আমাদের এই যাত্রা নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক ৷"

যদিও, কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিলটন রসিদ বলেন, "মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও রকম অসুবিধে করব না ৷ রাহুল গান্ধিজির দফতর অনুমতির ব্যাপারটি দেখছে ৷ আর পুলিশ তৃণমূলের কোনও কর্মসূচি ছাড়া বাকি কোনও দলের কর্মসূচিতে অনুমতি দেয় না ৷ তবে আমরা খুব শান্তিপূর্ণ ভাবে ভারতজোড়ো যাত্রা করব ।"

এর আগে 31 জানুয়ারি বুধবার বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ সেই সময় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির গাড়ির কাচ ভেঙে যায় ৷ গাড়িতেই ছিলেন রাহুল এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ প্রথমে জানা যায় গাড়ির কাচ বিহারে ভেঙেছে ৷ পরে কংগ্রেস সূত্রের দাবি, কাচ পশ্চিমবঙ্গের মালদায় ভাঙা হয়েছে ৷ অধীর চৌধুরী এর জন্য ঠারেঠোরে শাসক দলকেই দায়ী করেন ৷ পরে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাহুল গান্ধির গাড়ির কাচ বিহারে ভেঙেছে ৷ বুধবার রাতেই কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেও জানান, ভিড়ে হুড়োহুড়িতে রাহুলের গাড়ির কাচ ভেঙেছে এবং তা বিহারেই হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বীরভূমে রাহুল, কংগ্রেস নেতার মেনুতে থাকছে সিউড়ির প্রসিদ্ধ আচার-মোরব্বা
  2. রঘুনাথগঞ্জে সিপিএমের শীর্ষ নেতাদের সঙ্গে রাহুলের রুদ্ধদ্বার বৈঠক
  3. মাদ্রাসা পরীক্ষার কথা মাথায় রেখে মালদা জেলায় ন্যায় যাত্রা বন্ধ করলেন রাহুল গান্ধি

শর্ত মেনে শান্তিপূর্ণভাবে ঝাড়খণ্ড পর্যন্ত যাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা

রামপুরহাট, 2 ফেব্রুয়ারি: আজ মাধ্যমিক পরীক্ষা ৷ তাই শুক্রবার বীরভূমে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার অনুমতি দিচ্ছিল না বীরভূম জেলা পুলিশ ৷ সকালে যাত্রা শুরু হতে দেরি হয় ৷ এদিন কংগ্রেসের মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ বলেন, "রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে ৷ তাই শর্ত মেনে এই যাত্রা হবে ৷" তিনি আরও জানান, 'ইন্ডিয়া' জোট এখনও আছে ৷ এই জোটই লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়বে ৷ পশ্চিমবঙ্গে 18টি থেকে শূন্যে নামবে বিজেপির আসন ৷ এই অবস্থাতেই শর্তসাপেক্ষে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়, তবে নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে ৷

কংগ্রেসের তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়, আজ মুর্শিদাবাদ থেকে বীরভূমের রামপুরহাটে পৌঁছবে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ মাঝে বিরতি নিয়ে বেলা 3.30 মিনিটে বীরভূমের রতনপুর থেকে যাত্রা শুরু হবে ৷ বিকেল সাড়ে 4টে নাগাদ কংগ্রেসের এই মিছিল ঝাড়খণ্ডের পাকুড়ে পৌঁছবে ৷

সকালে অনুমতি না দেওয়া নিয়ে লিখিতভাবে কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার ৷ তবে মালদা ও শিলিগুড়ি যাত্রাতেও প্রশাসনিক অনুমতি ছিল না ৷ বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, "কংগ্রেসের কোনও কর্মসূচির অনুমতি আমরা দিইনি ৷ এমনকী, লিখিতভাবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে ।"

এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "ভারত জোড়ো ন্যায় যাত্রায় দেরি হচ্ছে ৷ কারণ স্থানীয় প্রশাসন গতকাল রাত থেকে বলছে, যাত্রা হবে না ৷ কারণ, রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৷ আমরা এটা মানছি ৷ কিন্তু সরকার নিজে জানিয়েছে, সকাল 8.30 মিনিটের মধ্যে পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে ৷ আর পরীক্ষা হবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত ৷ এর মধ্যে দিয়েই আমরা শান্তিপূর্ণভাবে ঝাড়খণ্ডে চলে যাব ৷ আমি প্রশাসনকে জানাতে চাই যে, রাহুল গান্ধি আরও খুব বেশি হলে 2-4 ঘণ্টা পশ্চিমবঙ্গে থাকবেন ৷ তাই ঝাড়খণ্ড পর্যন্ত আমাদের এই যাত্রা নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক ৷"

যদিও, কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিলটন রসিদ বলেন, "মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও রকম অসুবিধে করব না ৷ রাহুল গান্ধিজির দফতর অনুমতির ব্যাপারটি দেখছে ৷ আর পুলিশ তৃণমূলের কোনও কর্মসূচি ছাড়া বাকি কোনও দলের কর্মসূচিতে অনুমতি দেয় না ৷ তবে আমরা খুব শান্তিপূর্ণ ভাবে ভারতজোড়ো যাত্রা করব ।"

এর আগে 31 জানুয়ারি বুধবার বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ সেই সময় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির গাড়ির কাচ ভেঙে যায় ৷ গাড়িতেই ছিলেন রাহুল এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ প্রথমে জানা যায় গাড়ির কাচ বিহারে ভেঙেছে ৷ পরে কংগ্রেস সূত্রের দাবি, কাচ পশ্চিমবঙ্গের মালদায় ভাঙা হয়েছে ৷ অধীর চৌধুরী এর জন্য ঠারেঠোরে শাসক দলকেই দায়ী করেন ৷ পরে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাহুল গান্ধির গাড়ির কাচ বিহারে ভেঙেছে ৷ বুধবার রাতেই কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেও জানান, ভিড়ে হুড়োহুড়িতে রাহুলের গাড়ির কাচ ভেঙেছে এবং তা বিহারেই হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বীরভূমে রাহুল, কংগ্রেস নেতার মেনুতে থাকছে সিউড়ির প্রসিদ্ধ আচার-মোরব্বা
  2. রঘুনাথগঞ্জে সিপিএমের শীর্ষ নেতাদের সঙ্গে রাহুলের রুদ্ধদ্বার বৈঠক
  3. মাদ্রাসা পরীক্ষার কথা মাথায় রেখে মালদা জেলায় ন্যায় যাত্রা বন্ধ করলেন রাহুল গান্ধি
Last Updated : Feb 2, 2024, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.