ETV Bharat / state

সিগারেট হাতে নিয়ে বুদ্ধদেবকে বলেছিলাম ধূমপান ছেড়ে দাও... - Buddhadeb Bhattacharjee Passes Away - BUDDHADEB BHATTACHARJEE PASSES AWAY

Biman Bose recalls Memory with Buddhadeb Bhattacharjee: বিতর্ক, শ্রদ্ধা, রাজ্যে শিল্পবিকাশে দেখা স্বপ্ন নিয়েই প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন প্রশাসনিক প্রধান ৷ দীর্ঘ 11 বছর রাজ্যের ভার কাঁধে বওয়া বুদ্ধদেবের প্রয়াণে শোকের ছায়া নেমেছে রাজ্য-রাজনীতিতে ৷ স্মৃতিচারণায় বিমান বসু...

Biman Bose recalls Memory with Buddhadeb Bhattacharjee
স্মৃতিচারণায় ‘বন্ধু’ বিমান (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 8, 2024, 8:42 PM IST

Updated : Aug 8, 2024, 11:02 PM IST

কলকাতা, 8 অগস্ট: দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতি থেকে কয়েক আলোকবর্ষ দূরে থাকলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্য়ু রাজ্যের রাজনীতিতে মহীরূহ পতন ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল । প্রিয়বন্ধু’কে নিয়ে এবার স্মৃতিচারণা করলেন বিমান বসু ৷ বামফ্রন্ট চেয়ারম্যানের কথায় উঠে এল বুদ্ধবাবুর নানা অজানা কথা ৷ কীভাবে রাজনীতিতে এলেন সাহিত্যের ছাত্র বুদ্ধদেব ? তা ইটিভি ভারতকে জানালেন বিমান ৷

বিমান বসু (ইটিভি ভারত)

যাঁরা বিমান বসু সম্পর্কে জানেন, তাঁরা জানেন বামফ্রন্ট চেয়ারম্যান একলা থাকতে পছন্দ করেন ৷ সাধারণত যে কোনও জায়গায় গেলে কিংবা অন্য কোনও রাজনৈতিক সমাবেশে গিয়ে তিনি একাই ঘুমান ৷ কোনও সহকর্মী’র সঙ্গে এক বিছানায় ঘুমানো তাঁর না-পছন্দ ৷ কিন্তু বুন্ধ বুদ্ধদেব এখানেও আলাদা ৷ একমাত্র বুদ্ধদেবের জন্যই নিজের নিয়ম নিজেই ভেঙে ছিলেন বিমান ৷ একসঙ্গে থাকা-খাওয়ার সুবাদে আরও দৃঢ় হয়েছিল দুই তরুণ কমরেডের বন্ধুত্ব ৷

সালটা 1977 ৷ রাষ্ট্রযন্ত্রের কাছে বাম নেতা-কর্মীরা ঘোষিত শত্রু ৷ একবার নাগাল পেলেই গ্রেফতার ৷ পরিস্থিতি বেগতিক হলে ভোরের আলো ফোটার আগেই এনকাউন্টার ৷ পুলিশের ভয়ে বিমান বসু আত্মগোপন করেছিলেন ৷ সে সময় আত্মগোপন করতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকেও । পার্টির তরফে তাঁকে একটি বিশেয জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছিল ৷ তবে বুদ্ধবাবু পৌঁছনোর আগেই তা অন্য কেউ দখল করে নিয়েছিলেন । সে খবর পৌঁছয় বিমান বসুর কাছে । তখন তাঁর কাছে চলে আসতে বলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে । সেই প্রথম বিমান বসু কোনও পার্টি সদস্যের সঙ্গে এক বিছানায় ঘুমোন বলে জানালেন ইটিভি ভারতকে ।

বুদ্ধদেব ভট্টাচার্য নিয়মিত ধূমপান করতেন । খেতে পছন্দ করতেন ব্ল্যাক কফিও । বিমান বসুর কথায়, ‘‘ একান্তে সিগারেট খেতে গিয়ে বুদ্ধকে একাধিকবার নিষেধ করেছিলাম সিগারেটের সঙ্গে কালো কফি পান করা যাবে না ৷ এতে শরীরের মারাত্মক রকম ক্ষতি হয় ৷ নিকোটিনের সঙ্গে ব্ল্যাক কফি ভয়ংকর ৷ কিন্তু কে শোনে কার কথা ।’’

কলকাতা, 8 অগস্ট: দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতি থেকে কয়েক আলোকবর্ষ দূরে থাকলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্য়ু রাজ্যের রাজনীতিতে মহীরূহ পতন ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল । প্রিয়বন্ধু’কে নিয়ে এবার স্মৃতিচারণা করলেন বিমান বসু ৷ বামফ্রন্ট চেয়ারম্যানের কথায় উঠে এল বুদ্ধবাবুর নানা অজানা কথা ৷ কীভাবে রাজনীতিতে এলেন সাহিত্যের ছাত্র বুদ্ধদেব ? তা ইটিভি ভারতকে জানালেন বিমান ৷

বিমান বসু (ইটিভি ভারত)

যাঁরা বিমান বসু সম্পর্কে জানেন, তাঁরা জানেন বামফ্রন্ট চেয়ারম্যান একলা থাকতে পছন্দ করেন ৷ সাধারণত যে কোনও জায়গায় গেলে কিংবা অন্য কোনও রাজনৈতিক সমাবেশে গিয়ে তিনি একাই ঘুমান ৷ কোনও সহকর্মী’র সঙ্গে এক বিছানায় ঘুমানো তাঁর না-পছন্দ ৷ কিন্তু বুন্ধ বুদ্ধদেব এখানেও আলাদা ৷ একমাত্র বুদ্ধদেবের জন্যই নিজের নিয়ম নিজেই ভেঙে ছিলেন বিমান ৷ একসঙ্গে থাকা-খাওয়ার সুবাদে আরও দৃঢ় হয়েছিল দুই তরুণ কমরেডের বন্ধুত্ব ৷

সালটা 1977 ৷ রাষ্ট্রযন্ত্রের কাছে বাম নেতা-কর্মীরা ঘোষিত শত্রু ৷ একবার নাগাল পেলেই গ্রেফতার ৷ পরিস্থিতি বেগতিক হলে ভোরের আলো ফোটার আগেই এনকাউন্টার ৷ পুলিশের ভয়ে বিমান বসু আত্মগোপন করেছিলেন ৷ সে সময় আত্মগোপন করতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকেও । পার্টির তরফে তাঁকে একটি বিশেয জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছিল ৷ তবে বুদ্ধবাবু পৌঁছনোর আগেই তা অন্য কেউ দখল করে নিয়েছিলেন । সে খবর পৌঁছয় বিমান বসুর কাছে । তখন তাঁর কাছে চলে আসতে বলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে । সেই প্রথম বিমান বসু কোনও পার্টি সদস্যের সঙ্গে এক বিছানায় ঘুমোন বলে জানালেন ইটিভি ভারতকে ।

বুদ্ধদেব ভট্টাচার্য নিয়মিত ধূমপান করতেন । খেতে পছন্দ করতেন ব্ল্যাক কফিও । বিমান বসুর কথায়, ‘‘ একান্তে সিগারেট খেতে গিয়ে বুদ্ধকে একাধিকবার নিষেধ করেছিলাম সিগারেটের সঙ্গে কালো কফি পান করা যাবে না ৷ এতে শরীরের মারাত্মক রকম ক্ষতি হয় ৷ নিকোটিনের সঙ্গে ব্ল্যাক কফি ভয়ংকর ৷ কিন্তু কে শোনে কার কথা ।’’

Last Updated : Aug 8, 2024, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.