কলকাতা, 30 মার্চ: চূড়ান্ত আসন রফার আগেই উত্তর কলকাতার কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যর সমর্থনে ভোট প্রচারে নামলেন বিমান বসু। শনিবার বেলেঘাটা গান্ধি ভবনে শ্রদ্ধাজ্ঞাপন করে দুই বর্ষীয়ান নেতা ছোট একটি পথসভা করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মহাত্মা গান্ধির অবদান উত্থাপন করে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে ভোটদানের আহ্বান করেন বর্ষীয়ান নেতা।
এদিন বিমান বসু বলেন, "সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তৃণমূল এবং বিজেপি যে বাইনারি রাজনীতি তৈরি করেছে, সেটাকে ভাঙতে হবে। এ কারণেই বামেরা কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে। শুধু কংগ্রেস নয় বিজেপি তৃণমূল বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ঐক্যবদ্ধ করে মানুষের দুয়ারে পৌঁছতে হবে। তৃণমূল বিজেপির বাইনারি তাঁদের কাছে তুলে ধরতে হবে। রুটিরুজির প্রশ্নে এই দুই দলকে পরাজিত করে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীকে জেতাতেই হবে।"
অন্যদিকে প্রদীপ ভট্টাচার্য বলেন, "বাংলা তথা দেশে দুর্দিন চলছে। তার বিরুদ্ধে বাম কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। এই তাগিদটা শুধু দলের জন্য নয় দেশের জন্য। এ কারণেই বাম কংগ্রেস ঐক্যবদ্ধ হয়েছে। এই মুহূর্তে গোটা রাজ্য এবং দেশে নারী নির্যাতন থেকে শুরু করে চুরি দুর্নীতি যে হারে বেড়েছে তাতে সাংস্কৃতিক-আর্থিকভাবে সমাজের দুরাবস্থা ধরা পড়েছে । বিভিন্ন অংশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। এই বেলেঘাটাতে দীর্ঘদিন অনশন করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ চালিয়ে গিয়েছিলেন মহাত্মা গান্ধি। তাঁর প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচার শুরু করলাম।"
উল্লেখ্য, বেলেঘাটার গান্ধি মূর্তিতে মাল্যদান করে পথে নামে সিপিএম ও কংগ্রেস সমর্থিত কর্মীরা ৷ নির্বাচন কমিশনের কাছে মিছিলের অনুমতি না-থাকায় পুলিশ তাদের বাধা দেয়। এরপর গান্ধি ভবনের 100 মিটারের মধ্যেই মিছিল প্রত্যাহার করা হয়।
আরও পড়ুন
1. নতুন সরকারের থেকে কী প্রত্যাশা বিশেষভাবে সক্ষম প্রথম ভোটারদের, শুনল ইটিভি ভারত
2. 42টি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে তৃণমূল, অভিষেকের দাবি ঘিরে চাঞ্চল্য
3. 'ক্ষমতায় এলে আইনি স্বীকৃতি', লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসায় পঞ্চমুখ সিপিএম প্রার্থী