ETV Bharat / state

পাহাড়ে খেলা জমে উঠছে! বিজেপির রাজুকেই সমর্থন করছেন বিমলরা - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 10:38 PM IST

Updated : Mar 31, 2024, 10:59 PM IST

Bimal Gurung: একের পর এক নয়া মোড় পাহাড়ের রাজনীতিতে ৷ শনিবারই রাজু বিস্তাকে সমর্থন না-করে নির্দল হিসেবে মনোনয়ন পেশ করেছেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ৷ আর রবিবার গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকেই সমর্থন করবেন বলে জানালেন ৷ রাজনৈতিক মহলের দাবি, তাঁর দলের এই সমর্থনে পাহাড়ে বেশ খানিকটা এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী ৷

Bimal Gurung
Bimal Gurung
বিজেপির রাজুকেই সমর্থন করছেন বিমলরা

দার্জিলিং, 31 মার্চ: দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিজেপিকেই সমর্থন জানাতে চলেছেন মোর্চা নেতা বিমল গুরুং। রবিবার মোর্চার কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর সাধারণ সম্পাদক রোশন গিরিকে পাশে নিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে লোকসভা নির্বাচনে সমর্থনের কথা ঘোষণা করেন তিনি ৷ রবিবার মোর্চার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সেকথা জানান তিনি।

প্রথম থেকেই রাজু বিস্তা এবং বিমল গুরুং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তারপর শনিবার রাজু বিস্তা বিমল গুরুংয়ের সঙ্গে সিংমারির পার্টি অফিসে গিয়ে দেখা করে আশির্বাদও নেন। সেসময়ই মোটামোটি স্থির হয়ে গিয়েছিল যে বিমল বিজেপিকেই সমর্থন করতে চলেছেন। এই নিয়ে চতুর্থবার বিজেপিকে সমর্থন করছে মোর্চা। এর আগে গত লোকসভা নির্বাচন, জিটিএ, পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনেও একজোট হয়ে বিজেপির সঙ্গে লড়াই করেছিল মোর্চা।

এই বিষয়ে বিমল গুরুং বলেন, "আমরা স্থির করেছি বিজেপিকে সমর্থন করব। আগামী 3 এপ্রিল রাজু বিস্তা মনোনয়ন জমা দেবেন। মোর্চার প্রত্যেকটি কর্মী তাঁকে সমর্থন জানাতে চৌরাস্তার মিছিলে সামিল হবেন। পাহাড়কে দুর্নীতি মুক্ত রাখতে ও পাহাড় এবং পাহাড়বাসীর দাবি আদায়ে বিজেপি কাজ করবে বলে আমরা আশাবাদী।"

পালটা বিমল গুরুংকে একহাত নেন জিটিএ চিফ এগজিকিউটিভ তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। তিনি বলেন, "এটা হওয়ারই ছিল। সবাই জানত, বিমল গুরুং বিজেপিকেই সমর্থন করবেন। এর আগেও তাঁরা বিজেপিকে সমর্থন করেছেন। তবে এতে আমাদের কোনও চিন্তার বিষয় নেই।"

রাজনৈতিকমহলের মতে, বিমল গুরুঙের সাংগঠনিক শক্তি এখন আগের থেকে অনেকটাই কমেছে। পাহাড়ে নিজের অস্তিত্ব বাঁচানোই তাঁর কাছে মূল লক্ষ্য। প্রথমে তাঁর নিজের লড়ার কথা ছিল। তবে সংগঠনের শক্তি দেখে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হন। অন্যদিকে, অন্য প্রার্থীর চাইতে পাহাড়ে বিজেপি ও জিএনএলএফের শক্তিতে এবারও রাজু বিস্তার জয়ের সম্ভাবনা রয়েছে। সেদিকে তাকিয়েই তিনি বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

  1. পাহাড়ে হারানো জমি ফিরে পেতে মরিয়া, লোকসভায় নির্দল হয়ে লড়ছেন বিমল গুরুং
  2. গোর্খাল্যান্ড ছেড়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব বিমল গুরুং
  3. বিমল গুরুংকে প্রার্থী চায় গোর্খা জনমুক্তি মোর্চা, তৃণমূলের গোপাল লামায় আস্থা অনিতদের

বিজেপির রাজুকেই সমর্থন করছেন বিমলরা

দার্জিলিং, 31 মার্চ: দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিজেপিকেই সমর্থন জানাতে চলেছেন মোর্চা নেতা বিমল গুরুং। রবিবার মোর্চার কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর সাধারণ সম্পাদক রোশন গিরিকে পাশে নিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে লোকসভা নির্বাচনে সমর্থনের কথা ঘোষণা করেন তিনি ৷ রবিবার মোর্চার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সেকথা জানান তিনি।

প্রথম থেকেই রাজু বিস্তা এবং বিমল গুরুং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তারপর শনিবার রাজু বিস্তা বিমল গুরুংয়ের সঙ্গে সিংমারির পার্টি অফিসে গিয়ে দেখা করে আশির্বাদও নেন। সেসময়ই মোটামোটি স্থির হয়ে গিয়েছিল যে বিমল বিজেপিকেই সমর্থন করতে চলেছেন। এই নিয়ে চতুর্থবার বিজেপিকে সমর্থন করছে মোর্চা। এর আগে গত লোকসভা নির্বাচন, জিটিএ, পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনেও একজোট হয়ে বিজেপির সঙ্গে লড়াই করেছিল মোর্চা।

এই বিষয়ে বিমল গুরুং বলেন, "আমরা স্থির করেছি বিজেপিকে সমর্থন করব। আগামী 3 এপ্রিল রাজু বিস্তা মনোনয়ন জমা দেবেন। মোর্চার প্রত্যেকটি কর্মী তাঁকে সমর্থন জানাতে চৌরাস্তার মিছিলে সামিল হবেন। পাহাড়কে দুর্নীতি মুক্ত রাখতে ও পাহাড় এবং পাহাড়বাসীর দাবি আদায়ে বিজেপি কাজ করবে বলে আমরা আশাবাদী।"

পালটা বিমল গুরুংকে একহাত নেন জিটিএ চিফ এগজিকিউটিভ তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। তিনি বলেন, "এটা হওয়ারই ছিল। সবাই জানত, বিমল গুরুং বিজেপিকেই সমর্থন করবেন। এর আগেও তাঁরা বিজেপিকে সমর্থন করেছেন। তবে এতে আমাদের কোনও চিন্তার বিষয় নেই।"

রাজনৈতিকমহলের মতে, বিমল গুরুঙের সাংগঠনিক শক্তি এখন আগের থেকে অনেকটাই কমেছে। পাহাড়ে নিজের অস্তিত্ব বাঁচানোই তাঁর কাছে মূল লক্ষ্য। প্রথমে তাঁর নিজের লড়ার কথা ছিল। তবে সংগঠনের শক্তি দেখে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হন। অন্যদিকে, অন্য প্রার্থীর চাইতে পাহাড়ে বিজেপি ও জিএনএলএফের শক্তিতে এবারও রাজু বিস্তার জয়ের সম্ভাবনা রয়েছে। সেদিকে তাকিয়েই তিনি বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

  1. পাহাড়ে হারানো জমি ফিরে পেতে মরিয়া, লোকসভায় নির্দল হয়ে লড়ছেন বিমল গুরুং
  2. গোর্খাল্যান্ড ছেড়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব বিমল গুরুং
  3. বিমল গুরুংকে প্রার্থী চায় গোর্খা জনমুক্তি মোর্চা, তৃণমূলের গোপাল লামায় আস্থা অনিতদের
Last Updated : Mar 31, 2024, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.