কলকাতা, 25 এপ্রিল: আইনজীবী তথা বিজেপি নেতার পর এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী তথা সিপিএম নেতা ও রাজ্যসভার সদস্য বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ কারণও একই ৷ এসএসসি প্যানেল বাতিলের রায়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আদালত অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ।
গত সোমবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত প্রায় 26 হাজার শিক্ষক ও অশিক্ষকের চাকরি বাতিল হয়েছে ৷ ফের নতুন করে নিয়োগের পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ । সেই নির্দেশের পর থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় হাইকোর্টের রায়ের কড়া সমালোচনা করেছেন ৷
তিনি রাজনৈতিক জনসভা থেকে বারবার বলেছেন, হাইকোর্টকে কিনে নিয়েছে । হাইকোর্টের নির্দেশ নিয়ে তিনি যে ভাষায় কথা বলছেন তা সাংবিধানিক দিক থেকে আদালতের চূড়ান্ত অবমাননা বলে উল্লেখ করেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । এই ব্যাপারে হাইকোর্টকে স্বতঃস্ফূর্ত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি ৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম হলফনামা দিয়ে আইনজীবীকে নিজের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন । একইসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তর্জমা করে যেন আদালতকে তা দেওয়া হয় সেই কথা জানিয়েছেন । আজই আদালতের দ্বিতীয়ার্ধে বিষয়টির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
বুধবার একই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতস্ফূর্ত পদক্ষেপের আবেদন জানিয়ে প্রধান বিচারপতিকে ই-মেইল মারফত চিঠি দিয়েছেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচি ৷ তাঁর চিঠিতেও মূল বিষয় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত অবমাননাকর মন্তব্য ৷ এরপর সেই একই আবেদন জানালেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷
আরও পড়ুন :