কলকাতা, 18 মার্চ: গার্ডেনরিচের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও কলকাতা পৌরনিগমের কড়া সমালোচনা করলেন প্রবীণ সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনা নিয়ে ফিরহাদ হাকিম বামেদের কাঠগড়ায় তোলায়, তাঁকেও পালটা জবাব দিয়েছেন বিকাশরঞ্জন ৷
তাঁর অভিযোগ, "শুধু গার্ডেনরিচ নয়, কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় জলাভূমি দখল করে এই রকম বেআইনি নির্মাণ হচ্ছে । কিছুদিন আগে কলকাতার এক জায়গায় ফুটপাথ দখল করে বেআইনি নির্মাণ হচ্ছিল । এলাকার মানুষ কলকাতা হাইকোর্টে মামলা করতেই সেই নির্মাণ বন্ধ করা হয় । এই সমস্ত কিছুর মাথা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যাঁর প্রাথমিক কাজই হচ্ছে দুর্নীতিকে লালন পালন করা । মানুষ যদি এখন সচেতন না-হয়, তাহলে এই রকম ছেলে ভুলানো কথায় ভুগতে হবে ।"
গার্ডেনরিচের ঘটনার সাফাই দিতে গিয়ে এ দিন মেয়র বলেন যে, ইঞ্জিনিয়াররা পৌরসভার কর্মী নন । সে ব্যাপারে বিকাশরঞ্জনের প্রতিক্রিয়া, তাহলে কারা পৌরসভার কর্মচারী ? এর জন্য স্থানীয় কাউন্সিলররা কত টাকা কাটমানি খেয়েছে সেটা খতিয়ে দেখা হোক বলে উল্লেখ করেন তিনি ৷ বিকাশরঞ্জনের কথায়, "ইঞ্জিনিয়াররা পৌরসভার কর্মী নন ? এটা কি মেয়রের কথা ? যদি নাই হন, ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে পৌরসভা ?" এই নিয়ে পৌরসভার ইঞ্জিনিয়ারদেরও সরব হতে আর্জি জানিয়েছেন আইনজীবী । কারণ তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে । এইভাবে তাঁরা কাজ করবেন কীভাবে, সেই প্রশ্নও তোলেন সিপিএম নেতা ৷
স্থানীয় কাউন্সিলরকে গ্রেফতার করা দরকার বলেও মনে করেন বিকাশরঞ্জন ৷ তাঁর মতে, "তাঁকে চাপ দিলেই সত্য সামনে আসবে । বাম আমলে নির্মাণ হয়েছে বলে যদি ধরেওনি, তাহলে 2010 সাল থেকে তো বামেরা নেই । এত বছর কী করেছেন ? ঘুমিয়ে ছিলেন ? ইঞ্জিনিয়াররা পৌরকর্মী নন? এটা কি মেয়রের কথা ? যদি তাঁরা পৌরকর্মী নাই হন, ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে পৌরসভা ?"
উল্লেখ্য, এই ঘটনায় বিরোধীরা স্থানীয় কাউন্সিলর বা মেয়রের ঘাড়ে যে দোষ চাপাচ্ছেন তার জবাব দিয়ে ফিরহাদ পালটা যুক্তি দিয়েছিলেন যে, "বাম আমলে এইসব বেআইনি বাড়ি তৈরি হতো । আমাদের সময়ে নিয়ম অনেক বেশি সহজতর হয়েছে । বেআইনি নির্মাণের প্রশ্নই নেই ।"
আরও পড়ুন: