ETV Bharat / state

গার্ডেনরিচ কাণ্ডে ফিরহাদের পদত্যাগ দাবি বিকাশরঞ্জনের, জুড়লেন ইলেক্টোরাল বন্ড দুর্নীতিকে - Kolkata Building Collapse

Bikash Ranjan Bhattacharya: গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় কলকাতার মেয়র ও পৌরমন্ত্রীর পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার দাবি করলেন রাজ্যসভায় সিপিএমের সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ এই নিয়ে তিনি জনমত গড়ার ডাকও দিয়েছেন ৷

Bikash Ranjan Bhattacharya
Bikash Ranjan Bhattacharya
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 6:18 PM IST

Updated : Mar 19, 2024, 9:19 PM IST

গার্ডেনরিচ কাণ্ডে ফিরহাদের পদত্যাগের দাবি বিকাশরঞ্জন ভট্টাচার্যর

কলকাতা, 19 মার্চ: গার্ডেনরিচ কাণ্ডে কলকাতার বর্তমান মেয়র তথা মন্ত্রী ফিরহাদের পদত্যাগের দাবি করলেন রাজ্যসভায় সিপিএমের সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য । তাঁর দাবি, "পৌরমন্ত্রীর পদত্যাগ করা উচিত । পদত্যাগের দাবি করছি মেয়র ও পৌরমন্ত্রীর । এর বিরুদ্ধে সকলকে জনমত গড়তে হবে ।"

কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য আরও বলেন, "দেশজুড়ে ইলেক্টোরাল বন্ডের দুর্নীতি হয়েছে । সেই দুর্নীতির ব্যাপকতায় 10 জন মারা গিয়েছেন গার্ডেনরিচে ৷ এক প্রকার খুন হয়েছেন । পৌরসভা কিছুই জানত না ? কাটমানির প্রভাবে হয়তো কাউন্সিলর কিছুই দেখতে পারেননি । ফিরহাদ হাকিম বলেছেন, সামাজিক ব্যাধি । সেটাই । মানছি তাঁর কথা । একারণেই এমনটা একটা ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি করতে ছাড়েনি তৃণমূল ।"

বাম আমলের অভিযোগ প্রসঙ্গে বিকাশ বলেন, "তৃণমূল কংগ্রেসের রাজনীতির ডিএনএ মিথ্যে কথা বলা । বাম আমলে দেনার টাকা শোধ করা হয়েছে । আমরা বেআইনি অনুমোদন দিতাম না বলেই চটি খসে যেত । ফিরহাদবাবু ঠিক বলেছেন। নির্বাচনের আগে তাড়াহুড়ো করে বেআইনি ভাবে তৈরি করতে গিয়ে ধরা পড়ে গেল ।’’

তাঁর আরও প্রশ্ন, ‘‘ক্ষতিপূরণের টাকা সরকারি কোষাগার থেকে কেন দেওয়া হবে ? কেন বিল্ডারের কাছ টাকা আদায় করা হবে না ? বিল্ডারের কাছ থেকে টাকা আদায় করতে হবে ।" বাম আমলে জল সমস্যা নিয়ে ফিরহাদের অভিযোগ প্রসঙ্গে বিকাশ বলেন, "জ্যোতি বসু জল প্রকল্প চালু করেছিলাম । সেটাই জয় হিন্দ প্রকল্প করেছে । 14 বছর আগে বাম চলে গিয়েছে । বাড়িটা 2 বছর আগে শুরু হয়েছে ? তাহলে কী বলবেন ?"

কলকাতা দক্ষিণের বাম প্রার্থী সিপিএমের সায়রা হালিম সেখানে গিয়েছিলেন । তিনি তাঁর অভিজ্ঞতা নিয়ে বলেন, "ওই বিল্ডিং কাণ্ডে 9 জন মারা গিয়েছে । এখনও মৃত্যুর সম্ভাবনা আছে । এটা বেআইনি বহুতল । বিধায়ক, সাংসদ, সবই তৃণমূলের । তাঁদের দায়িত্ব নিতে হবে । আমি সেলিমদার সঙ্গে সেখানে গিয়েছিলাম । এক মহিলার 3 জন সদস্য মারা গিয়েছেন । তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব নিতে হবে এই অবৈধ বাড়ির । তাঁরা তাঁদের দায় এড়িয়ে যেতে পারে না । স্থানীয় কাউন্সিলর এর জন্য দায়ী ।"

আরও পড়ুন:

  1. প্রমাণ পেলে চাকরি 'খাব', কাউন্সিলর প্রসঙ্গ এড়িয়ে আধিকারিকদের হুঁশিয়ারি মেয়রের
  2. গার্ডেনরিচে বেআইনিভাবে বহুতল নির্মাণ জানতই না পৌরনিগম, তিন আধিকারিককে শোকজ
  3. গার্ডেনরিচ-কাণ্ডে ধৃত প্রোমোটারের নিজের 5 তলা বাড়িটিও বেআইনি !

গার্ডেনরিচ কাণ্ডে ফিরহাদের পদত্যাগের দাবি বিকাশরঞ্জন ভট্টাচার্যর

কলকাতা, 19 মার্চ: গার্ডেনরিচ কাণ্ডে কলকাতার বর্তমান মেয়র তথা মন্ত্রী ফিরহাদের পদত্যাগের দাবি করলেন রাজ্যসভায় সিপিএমের সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য । তাঁর দাবি, "পৌরমন্ত্রীর পদত্যাগ করা উচিত । পদত্যাগের দাবি করছি মেয়র ও পৌরমন্ত্রীর । এর বিরুদ্ধে সকলকে জনমত গড়তে হবে ।"

কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য আরও বলেন, "দেশজুড়ে ইলেক্টোরাল বন্ডের দুর্নীতি হয়েছে । সেই দুর্নীতির ব্যাপকতায় 10 জন মারা গিয়েছেন গার্ডেনরিচে ৷ এক প্রকার খুন হয়েছেন । পৌরসভা কিছুই জানত না ? কাটমানির প্রভাবে হয়তো কাউন্সিলর কিছুই দেখতে পারেননি । ফিরহাদ হাকিম বলেছেন, সামাজিক ব্যাধি । সেটাই । মানছি তাঁর কথা । একারণেই এমনটা একটা ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি করতে ছাড়েনি তৃণমূল ।"

বাম আমলের অভিযোগ প্রসঙ্গে বিকাশ বলেন, "তৃণমূল কংগ্রেসের রাজনীতির ডিএনএ মিথ্যে কথা বলা । বাম আমলে দেনার টাকা শোধ করা হয়েছে । আমরা বেআইনি অনুমোদন দিতাম না বলেই চটি খসে যেত । ফিরহাদবাবু ঠিক বলেছেন। নির্বাচনের আগে তাড়াহুড়ো করে বেআইনি ভাবে তৈরি করতে গিয়ে ধরা পড়ে গেল ।’’

তাঁর আরও প্রশ্ন, ‘‘ক্ষতিপূরণের টাকা সরকারি কোষাগার থেকে কেন দেওয়া হবে ? কেন বিল্ডারের কাছ টাকা আদায় করা হবে না ? বিল্ডারের কাছ থেকে টাকা আদায় করতে হবে ।" বাম আমলে জল সমস্যা নিয়ে ফিরহাদের অভিযোগ প্রসঙ্গে বিকাশ বলেন, "জ্যোতি বসু জল প্রকল্প চালু করেছিলাম । সেটাই জয় হিন্দ প্রকল্প করেছে । 14 বছর আগে বাম চলে গিয়েছে । বাড়িটা 2 বছর আগে শুরু হয়েছে ? তাহলে কী বলবেন ?"

কলকাতা দক্ষিণের বাম প্রার্থী সিপিএমের সায়রা হালিম সেখানে গিয়েছিলেন । তিনি তাঁর অভিজ্ঞতা নিয়ে বলেন, "ওই বিল্ডিং কাণ্ডে 9 জন মারা গিয়েছে । এখনও মৃত্যুর সম্ভাবনা আছে । এটা বেআইনি বহুতল । বিধায়ক, সাংসদ, সবই তৃণমূলের । তাঁদের দায়িত্ব নিতে হবে । আমি সেলিমদার সঙ্গে সেখানে গিয়েছিলাম । এক মহিলার 3 জন সদস্য মারা গিয়েছেন । তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব নিতে হবে এই অবৈধ বাড়ির । তাঁরা তাঁদের দায় এড়িয়ে যেতে পারে না । স্থানীয় কাউন্সিলর এর জন্য দায়ী ।"

আরও পড়ুন:

  1. প্রমাণ পেলে চাকরি 'খাব', কাউন্সিলর প্রসঙ্গ এড়িয়ে আধিকারিকদের হুঁশিয়ারি মেয়রের
  2. গার্ডেনরিচে বেআইনিভাবে বহুতল নির্মাণ জানতই না পৌরনিগম, তিন আধিকারিককে শোকজ
  3. গার্ডেনরিচ-কাণ্ডে ধৃত প্রোমোটারের নিজের 5 তলা বাড়িটিও বেআইনি !
Last Updated : Mar 19, 2024, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.