ETV Bharat / state

সন্দেশখালি যাওয়ার পথে বাধা ! রাজারহাটে লকেট-অগ্নিমিত্রাদের আটক বিধাননগর পুলিশের - বিধাননগর পুলিশ

BJP Leaders Detained: সন্দেশখালি যাওয়ার পথে রাজারহাটে বিজেপির নেত্রীদের ফের আটক করল বিধাননগর পুলিশ ৷ লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষদের জোর করে পুুলিশ ভ্যানে তোলার অভিযোগ গেরুয়া শিবিরের ৷ সবমিলিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হল রাজারহাটে ৷

BJP Leaders Detained
বিজেপি নেত্রীদের আটক
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 2:55 PM IST

Updated : Mar 7, 2024, 5:50 PM IST

রাজারহাটে লকেট-অগ্নিমিত্রাদের আটক

রাজারহাট, 7 মার্চ: রাজারহাটে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষদের আটক করল বিধাননগর পুলিশ ৷ তাঁরা সন্দেশখালি যাচ্ছিলেন ৷ এর আগেই পথে রাজারহাটে আর টেকার সিগন্যালের কাছে ব্যারিকেট দিয়ে আটকে দেওয়া হয় বিজেপি মহিলা মোর্চার নেত্রীদের ৷ বিধাননগর থানার পুলিশ আটকে দেয় লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষ এবং ফাল্গুনী পাত্রদেরকে ৷ এই পরিস্থিতিতে ধুন্ধুমার সৃষ্টি হয় রাজারহাটে ৷

ভারতী ঘোষ পুলিশের উচ্চপদ আধিকারিকদের সঙ্গে কথা বলতে যান ৷ বিজেপির মহিলা নেত্রীদের সেই সময় পুলিশের তরফ থেকে জানানো হয়, 144 ধারা জারি থাকার কারণে তাঁরা সন্দেশখালি যেতে পারবেন না ৷ এই কথা শোনার পরই বিজেপি মহিলা কর্মীরা রাস্তায় বসে পড়েন এবং পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ৷ বিজেপির মহিলা কর্মীরা পুলিশের ব্যারিকেট ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ এরপরেই তড়িঘড়ি পুলিশের তরফ থেকে বিজেপি নেত্রী-সহ 20 জনকে আটক করা হয়েছে ৷ পুলিশ মহিলা বিজেপি কর্মী ও নেত্রীদেরকে নিয়ে নিউটাউন থানায় গিয়েছে ৷ সেখানে তাঁরা আটক রয়েছেন বলে জানা গিয়েছে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে অগ্নিমিত্রা পল বলেন, "আমাদের আটকানো যাবে না ৷ আজকে না যেতে দিলে আবার যাব দু'দিন পর ৷ কত আটকাবেন মুখ্যমন্ত্রী ৷ আপনি মুখ্যমন্ত্রী থাকলে তো আটকাবেন ৷ কোনও নির্দেশ নেই, কোনও কাগজপত্র নেই, তবু পুলিশ জোর জবরদস্তি আমাদের সন্দেশখালি যাওয়াতে বাধা দিল ৷ এটা রাজারহাট, এখানে কোনও 144 ধারা জারি নেই ৷ সন্দেশখালি থেকে 60 কিলোমিটার দূরে রাজারহাট ৷ এখানেই আমাদের বাধা দিয়ে কী লুকনোর চেষ্টা করা হচ্ছে ? কী আছে সন্দেশখালিতে যা লুকনোর চেষ্টা করছেন ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হুঁশিয়ারি দিচ্ছি দু'দিন পর আবার যাব সন্দেশখালি ৷ আটকে দেখান ৷"

তাঁর কথায়, "আমরা রাস্তা অবরোধ করে রাখব ৷ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছেন মুখ্যমন্ত্রী ৷ কোথাকার আন্তর্জাতিক নারী দিবস যেখানে প্রত্যেকদিন মহিলারা ধর্ষণ হয় ৷ আমাদের সম্মানের মূল্য 500 টাকা ৷ তাঁর মুখ্যমন্ত্রী থাকার কোনও অধিকার নেই ৷"

বিজেপি নেত্রী ভারতী ঘোষের বক্তব্য, "বিজেপির মহিলা কর্মীদের চড় মেরেছে পুলিশ ৷ একজন পুলিশ অফিসার মহিলাকে চড় মারতে পারে ? বেআইনিভাবে কলকাতার রাস্তায় আমাদের আটকাল ৷ 144 ধারার নির্দেশ দেখাতে পাচ্ছে না ৷ আবার হিঁচড়াতে হিচড়াতে অপরাধীদের মতো থানায় নিয়ে যাচ্ছে ৷ লজ্জা লাগে না ৷"

আরও পড়ুন:

  1. ফের ফুলবদল! বিজেপি ছেড়ে তৃণমূলে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী
  2. সন্দেশখালির ঘটনায় সিবিআইকে সাক্ষীদের নিরাপত্তা দিতে বলল হাইকোর্ট
  3. সন্দেশখালির পাঁচ মহিলার সঙ্গে কথা মোদির, প্রধানমন্ত্রীর কাছে যেতে না-পেরে কাঁদলেন অনেকেই

রাজারহাটে লকেট-অগ্নিমিত্রাদের আটক

রাজারহাট, 7 মার্চ: রাজারহাটে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষদের আটক করল বিধাননগর পুলিশ ৷ তাঁরা সন্দেশখালি যাচ্ছিলেন ৷ এর আগেই পথে রাজারহাটে আর টেকার সিগন্যালের কাছে ব্যারিকেট দিয়ে আটকে দেওয়া হয় বিজেপি মহিলা মোর্চার নেত্রীদের ৷ বিধাননগর থানার পুলিশ আটকে দেয় লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষ এবং ফাল্গুনী পাত্রদেরকে ৷ এই পরিস্থিতিতে ধুন্ধুমার সৃষ্টি হয় রাজারহাটে ৷

ভারতী ঘোষ পুলিশের উচ্চপদ আধিকারিকদের সঙ্গে কথা বলতে যান ৷ বিজেপির মহিলা নেত্রীদের সেই সময় পুলিশের তরফ থেকে জানানো হয়, 144 ধারা জারি থাকার কারণে তাঁরা সন্দেশখালি যেতে পারবেন না ৷ এই কথা শোনার পরই বিজেপি মহিলা কর্মীরা রাস্তায় বসে পড়েন এবং পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ৷ বিজেপির মহিলা কর্মীরা পুলিশের ব্যারিকেট ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ এরপরেই তড়িঘড়ি পুলিশের তরফ থেকে বিজেপি নেত্রী-সহ 20 জনকে আটক করা হয়েছে ৷ পুলিশ মহিলা বিজেপি কর্মী ও নেত্রীদেরকে নিয়ে নিউটাউন থানায় গিয়েছে ৷ সেখানে তাঁরা আটক রয়েছেন বলে জানা গিয়েছে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে অগ্নিমিত্রা পল বলেন, "আমাদের আটকানো যাবে না ৷ আজকে না যেতে দিলে আবার যাব দু'দিন পর ৷ কত আটকাবেন মুখ্যমন্ত্রী ৷ আপনি মুখ্যমন্ত্রী থাকলে তো আটকাবেন ৷ কোনও নির্দেশ নেই, কোনও কাগজপত্র নেই, তবু পুলিশ জোর জবরদস্তি আমাদের সন্দেশখালি যাওয়াতে বাধা দিল ৷ এটা রাজারহাট, এখানে কোনও 144 ধারা জারি নেই ৷ সন্দেশখালি থেকে 60 কিলোমিটার দূরে রাজারহাট ৷ এখানেই আমাদের বাধা দিয়ে কী লুকনোর চেষ্টা করা হচ্ছে ? কী আছে সন্দেশখালিতে যা লুকনোর চেষ্টা করছেন ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হুঁশিয়ারি দিচ্ছি দু'দিন পর আবার যাব সন্দেশখালি ৷ আটকে দেখান ৷"

তাঁর কথায়, "আমরা রাস্তা অবরোধ করে রাখব ৷ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছেন মুখ্যমন্ত্রী ৷ কোথাকার আন্তর্জাতিক নারী দিবস যেখানে প্রত্যেকদিন মহিলারা ধর্ষণ হয় ৷ আমাদের সম্মানের মূল্য 500 টাকা ৷ তাঁর মুখ্যমন্ত্রী থাকার কোনও অধিকার নেই ৷"

বিজেপি নেত্রী ভারতী ঘোষের বক্তব্য, "বিজেপির মহিলা কর্মীদের চড় মেরেছে পুলিশ ৷ একজন পুলিশ অফিসার মহিলাকে চড় মারতে পারে ? বেআইনিভাবে কলকাতার রাস্তায় আমাদের আটকাল ৷ 144 ধারার নির্দেশ দেখাতে পাচ্ছে না ৷ আবার হিঁচড়াতে হিচড়াতে অপরাধীদের মতো থানায় নিয়ে যাচ্ছে ৷ লজ্জা লাগে না ৷"

আরও পড়ুন:

  1. ফের ফুলবদল! বিজেপি ছেড়ে তৃণমূলে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী
  2. সন্দেশখালির ঘটনায় সিবিআইকে সাক্ষীদের নিরাপত্তা দিতে বলল হাইকোর্ট
  3. সন্দেশখালির পাঁচ মহিলার সঙ্গে কথা মোদির, প্রধানমন্ত্রীর কাছে যেতে না-পেরে কাঁদলেন অনেকেই
Last Updated : Mar 7, 2024, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.