জলপাইগুড়ি, 17 এপ্রিল: এবারই শেষ ভোট। তাই জামাই আদরে ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে আসবে নির্বাচন কমিশন। তবে আসন্ন লোকসভা নির্বাচনের পরই নিশ্চিহ্ন হয়ে যাবে ভুটিয়াবস্তির বিট অফিসের এই ভোটগ্রহণ কেন্দ্রটি । কিন্তু কেন? আসলে ভুটিয়া বস্তিতে এখন আর কোনও পরিবার নেই। একটা সময় সেখানে মানুষের আনাগোনা ছিল। বাচ্চাদের কোলাহল ছিল। এখন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করে। আর কেউ নেই গ্রামে। রাজ্য সরকার সমস্ত পরিবারকে কালচিনি ব্লকের মেচ পাড়া চা বাগানের জমিতে স্থানান্তরিত করেছে ৷ ফলে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সব চেয়ে ছোট কেন্দ্র কুমারগ্রাম বিধানসভার ভুটিয়া বস্তি বিট অফিসে এবারেই হবে শেষবার ভোটগ্রহণ ৷
আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা জানান, এবারই শেষ ভোট কুমারগ্রাম ব্লকের ভুটিয়া বস্তিতে। কারণ ভুটিয়া বস্তির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। ভুটিয়া বস্তিতে এখন আর কেউ থাকছেন না। বক্সা টাইগার প্রজেক্টের জন্য তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। কালচিনির বনছায়াতে তাঁদের নতুন বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। তবে যেহেতু ভোটগ্রহণ কেন্দ্র সরানোর সময় পাওয়া যায়নি তাই এই বছর এখানে শেষবার ভোট দেবেন বাসিন্দারা ৷ তাই ভুটিয়া বস্তির ও গাঙ্গুটিয়া বনবস্তির ভোটারদের বাসে করে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে আসা হবে। এটা এবার আলিপুরদুয়ারের স্পেশাল কেস।
ভুটিয়া বস্তির ভোটার তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য রাজেন সোনার বলেন, "এবারই আমরা শেষ ভোট দেব ভুটিয়া বস্তিতে গিয়ে। এতদিন ভুটিয়া বস্তিতেই ভোট দিতাম ৷ এবার আমাদের বক্সার জঙ্গলের ভেতর থেকে সরিয়ে দিয়ে পুনর্বাসন দেওয়া হয়েছে। আমাদের ভোট দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করেছে নির্বচান কমিশন।" জানা গিয়েছে. ভুটিয়া বস্তির 51 টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকী, পুর্নবাসনের জন্য সরকারের তরফে অর্থও প্রদান করা হয়েছে ৷
মূলত, ভুটিয়াবস্তি বিট অফিসের ভোটগ্রহণ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 71 জন। ভুটান পাহাড়ের পাদদেশে অবস্থিত বক্সা জঙ্গলের মাঝে ভোটগ্রহণ কেন্দ্রে ভোটকর্মীদেরও গা ছমছম অবস্থা হয়। জঙ্গলের মাঝে বুথ হবার দরুণ বক্সার জঙ্গলের হাতি-সহ অন্যান্য বন্যপ্রাণীর হানার আশঙ্কা থাকত ৷ হামলা রুখতে দিনরাত বুথ পাহাড়া দিতে হত বক্সা ব্যাঘ্রপ্রকল্পের বনকর্মীদের। থাকত পুলিশ-প্রশাসনও ৷ 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের দিনেও হড়পা বানের ফলে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায় এই বিট অফিসে। ব্যপক ক্ষতি হয় ভোটগ্রহণ কেন্দ্রের ৷ তবে এবারেই এই কেন্দ্রে শেষবারের মতো ভোট দিতে আসবেন ভুটিয়া বস্তির বাসিন্দারা ৷
আরও পড়ুন
1. তিন কেন্দ্র ফিরে পেতে মরিয়া তৃণমূল সুপ্রিমো! উত্তরে মমতা-ম্যাজিকে ফুটবে ঘাসফুল ?
2. ভোটে কেন্দ্রীয় বাহিনীর কী করণীয়, কী করা যাবে না ? নির্দেশিকা পাঠাল কমিশন
3. শিক্ষাগত যোগ্যতা কী? প্রথম দফা ভোটের আগে চর্চায় বাংলার প্রার্থীরা