কলকাতা, 9 এপ্রিল: ভূপতিনগর কাণ্ডে জেলা প্রশাসনের বিস্তারিত রিপোর্ট জমা পড়ল নির্বাচন কমিশনে ৷ গত শনিবার ভূপতিনগরে বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত হন এনআইএ অধিকারিকরা। ভাঙচুর করা হয় তাদের গাড়ি, জখম হন এক অধিকারিক ৷ এর পরেই এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন ৷ এবার সেই ঘটনার জেলাস্তরের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়ল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে। তবে এই ঘটনায় মুখ্যসচিবের রিপোর্ট এখনও জমা পড়েনি নির্বাচন কমিশনে ৷
জেলা প্রশাসনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর শারীরিক নিগ্রহ চালানো হয়। জানা গিয়েছে, ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও এসডিও-র পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
সূত্রের খবর, গত শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ এনআইএ-এর তরফে ভূপতিনগরের ওই এলাকায় তদন্তে যাওয়ার বিষয়টি স্থানীয় পুলিশকে আগাম জানানো হয়েছিল। তবে স্থানীয় পুলিশের তরফে বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের৷ আধিকারিকদের উপর হামলার খবর আসার পরেই ঘটনাস্থলে দ্রুত পুলিশবাহিনী পাঠানো হয়। এছাড়াও, সেদিন ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে যান।
প্রসঙ্গত, ভূপতিনগরের ঘটনার পর রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্যের ডিজিপির সঙ্গে জরুরি বৈঠক করেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। এই ঘটনায় রাজ্যের পক্ষ থেকে কী কী পদক্ষেপ করা হয়েছে এবং কেন এই ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়৷ আজ জেলা প্রশাসনের তরফে সেই রিপোর্ট জমা দেওয়া হল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে। এরপর এই ঘটনার মুখ্যসচিবের রিপোর্ট রাজ্যের ডিজিপি মারফৎ কমিশনে জমা পড়ার কথা৷
শনিবারের ঘটনায়, এনআইএ আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয় ৷ স্থানীয়দের হামলায় জখম হন এক এনআইএ আধিকারিক ৷ কিন্তু, রাজ্যের শাসকদলের পক্ষ থেকে গোটা ঘটনার দায় চাপানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরেই ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর একাধিক নির্বাচনী প্রচারসভা থেকে এই ঘটনাকে কেন্দ্রীয় সরকারের পরিকল্পিত বিষয় বলে অভিযোগ করেন ৷ বিস্ফোরণ কাণ্ডে ধৃত এক তৃণমূল নেতার পরিবারের পক্ষ থেকে ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। রবিবারই বিবৃতি দিয়ে এই সমস্ত অভিযোগ খারিজ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
আরও পড়ুন: